ETV Bharat / international

Xi Jinping : তৃতীয় দফায় চিনের মসনদে জিনপিংকে বসাতে ঐতিহাসিক পদক্ষেপ সিপিসি'র - শি জিনপিং

চিনের মসনদে আরও পাঁচ বছরের জন্য নিজের অধিকার পাকা করতে পারেন শি জিনপিং ৷ তাঁকে এই অধিকার দিতে ঐতিহাসিক পদক্ষেপ নিল চিনা কমিউনিস্ট পার্টি ৷ দলের 19তম কেন্দ্রীয় কমিটি তাদের ষষ্ঠ পূর্ণাঙ্গ সভায় জিনপিংকে টানা তৃতীয়বার প্রেসিডেন্ট পদে বসাতে সিলমোহর দিতে পারে সিপিসি ৷

Communist Party of China kicks off 4-day conclave to authorize unprecedented 3rd term for Prez Xi
Xi Jinping : তৃতীয় দফায় চিনের মসনদে জিনপিংকে বসাল সিপিসি
author img

By

Published : Nov 8, 2021, 7:35 PM IST

Updated : Nov 8, 2021, 8:47 PM IST

বেজিং, 8 নভেম্বর : তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট পদে শি জিনপিংয়ের (Xi Jinping) বসাতে ঐতিহাসিক পদক্ষেপ চিনের কমিউনিস্ট পার্টির (Communist Party of China) ৷ সোমবার থেকে চারদিনের একটি সম্মেলন শুরু হয়েছে রাজধানী বেজিংয়ে ৷ তাতে যোগ দিয়েছেন কমিউনিস্ট পার্টির শীর্ষ আধিকারিকরা ৷ এদিন এই অনুষ্ঠানেই একটি ‘ঐতিহাসিক প্রস্তাব’ পেশ করা হয়েছে ৷এই প্রস্তাব পাস হলে চিনের প্রেসিডেন্ট পদে তৃতীয়বার বসে ইতিহাস গড়বেন জিনপিং ৷ পার্টির একশো বছরের ইতিহাসে তিনিই হবেন প্রথম ব্যক্তি, যিনি টানা তৃতীয়বার চিনের প্রেসিডেন্ট পদে বসবেন৷

আরও পড়ুন : Rafale Controversy : মধ্যস্থতাকারীকে 75 লক্ষ ইউরো দাসোঁর, রাফাল বিতর্কে নয়া দাবি ফরাসি পত্রিকার

সিপিসি-র (CPC) 19তম কেন্দ্রীয় কমিটি তার ষষ্ঠ পূর্ণাঙ্গ সভা শুরু করেছে ৷ তাতে প্রায় 400 জন পূর্ণ এবং আংশিক সময়ের সদস্য যোগদান করেছেন ৷ চিনা সংবাদ সংস্থার তরফে এই তথ্য সামনে আনা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, এই সম্মলনে ইতিমধ্যেই সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শি জিনপিং পলিটব্যুরোর তরফে কাজের খতিয়ান পেশ করেছেন ৷ সিপিসি-র শতবর্ষিকীতে কী কী বিষয় অর্জন করেছে দল, কোন কোন ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সেই সবকিছুরই প্রস্তাব পেশ করেছেন তিনি ৷

আরও পড়ুন : Afghanistan: আফগানিস্তান নিয়ে দুশ্চিন্তা, মুখোমুখি আলোচনায় ভারত-চিন-রাশিয়া, অনীহা পাকিস্তানের

প্রসঙ্গত, 68 বছরের শি জিনপিং চিনা প্রশাসনের প্রধান তিনটি কেন্দ্রেরই মাথায় রয়েছেন ৷ তিনি শুধুমাত্র সিপিসি-র চেয়ারম্যান নন, একইসঙ্গে কেন্দ্রীয় সেনা কমিশনেরও চেয়ারম্যান ৷ যা গোটা দেশের সামরিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে ৷ পাশাপাশি, শেষ 10 বছর তিনিই দেশের প্রেসিডেন্ট ৷ এরপর আগামী পাঁচ বছরও সেই পদে থাকবেন তিনি ৷ শি জিনপিংয়ের কাছে এই সম্মেলনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ যিনি তাঁর ক্ষমতার মেয়াদের শেষ নয় বছরে পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের পরে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন ৷

বেজিং, 8 নভেম্বর : তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট পদে শি জিনপিংয়ের (Xi Jinping) বসাতে ঐতিহাসিক পদক্ষেপ চিনের কমিউনিস্ট পার্টির (Communist Party of China) ৷ সোমবার থেকে চারদিনের একটি সম্মেলন শুরু হয়েছে রাজধানী বেজিংয়ে ৷ তাতে যোগ দিয়েছেন কমিউনিস্ট পার্টির শীর্ষ আধিকারিকরা ৷ এদিন এই অনুষ্ঠানেই একটি ‘ঐতিহাসিক প্রস্তাব’ পেশ করা হয়েছে ৷এই প্রস্তাব পাস হলে চিনের প্রেসিডেন্ট পদে তৃতীয়বার বসে ইতিহাস গড়বেন জিনপিং ৷ পার্টির একশো বছরের ইতিহাসে তিনিই হবেন প্রথম ব্যক্তি, যিনি টানা তৃতীয়বার চিনের প্রেসিডেন্ট পদে বসবেন৷

আরও পড়ুন : Rafale Controversy : মধ্যস্থতাকারীকে 75 লক্ষ ইউরো দাসোঁর, রাফাল বিতর্কে নয়া দাবি ফরাসি পত্রিকার

সিপিসি-র (CPC) 19তম কেন্দ্রীয় কমিটি তার ষষ্ঠ পূর্ণাঙ্গ সভা শুরু করেছে ৷ তাতে প্রায় 400 জন পূর্ণ এবং আংশিক সময়ের সদস্য যোগদান করেছেন ৷ চিনা সংবাদ সংস্থার তরফে এই তথ্য সামনে আনা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, এই সম্মলনে ইতিমধ্যেই সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শি জিনপিং পলিটব্যুরোর তরফে কাজের খতিয়ান পেশ করেছেন ৷ সিপিসি-র শতবর্ষিকীতে কী কী বিষয় অর্জন করেছে দল, কোন কোন ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সেই সবকিছুরই প্রস্তাব পেশ করেছেন তিনি ৷

আরও পড়ুন : Afghanistan: আফগানিস্তান নিয়ে দুশ্চিন্তা, মুখোমুখি আলোচনায় ভারত-চিন-রাশিয়া, অনীহা পাকিস্তানের

প্রসঙ্গত, 68 বছরের শি জিনপিং চিনা প্রশাসনের প্রধান তিনটি কেন্দ্রেরই মাথায় রয়েছেন ৷ তিনি শুধুমাত্র সিপিসি-র চেয়ারম্যান নন, একইসঙ্গে কেন্দ্রীয় সেনা কমিশনেরও চেয়ারম্যান ৷ যা গোটা দেশের সামরিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে ৷ পাশাপাশি, শেষ 10 বছর তিনিই দেশের প্রেসিডেন্ট ৷ এরপর আগামী পাঁচ বছরও সেই পদে থাকবেন তিনি ৷ শি জিনপিংয়ের কাছে এই সম্মেলনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ যিনি তাঁর ক্ষমতার মেয়াদের শেষ নয় বছরে পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের পরে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন ৷

Last Updated : Nov 8, 2021, 8:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.