ETV Bharat / international

তিন সন্তান নীতি চালুর ভাবনায় চিনা কমিউনিস্ট পার্টি - চিনা কমিউনিস্ট পার্টি

1980 সাল থেকে চিনে জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত নীতি চালু আছে ৷ প্রথমে চিন এক সন্তান নীতি চালু করেছিল ৷ 2015 সালে চালু হয় দুই সন্তান নীতি ৷

Chinese couples can now have three children
চিনা দম্পতিদের তিন সন্তান জন্ম দেওয়ার অনুমতি কমিউনিস্ট পার্টির
author img

By

Published : May 31, 2021, 3:58 PM IST

Updated : May 31, 2021, 4:17 PM IST

বেজিং, 31 মে : দু’টি নয় ৷ এবার থেকে তিন সন্তানের জন্ম দেওয়ার অনুমতি পাবেন চিনা দম্পতিরা ৷ চিনের শাসক কমিউনিস্ট পার্টি দুই সন্তান নীতিতে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ সোমবার এমনই খবর পাওয়া গিয়েছে ওই দেশের সরকারি সংবাদসংস্থার তরফ থেকে ৷

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিতে চলেছে চিন ৷ ওই সংবাদ সংস্থা যা জানিয়েছে, তা হল - সম্প্রতি চিনে জনগণনার তথ্য সামনে এসেছে ৷ তাতে দেখা যাচ্ছে যে দেশের কর্মক্ষম জনতার সংখ্যা গত দশকগুলির চেয়ে কমে গিয়েছে ৷ আর 65-র ওপরের বয়সীদের সংখ্যা বেড়ে গিয়েছে ৷

1980 সাল থেকে চিনে জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত নীতি চালু আছে ৷ দ্রুতহারে জনসংখ্যা বৃদ্ধি কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু এর ফলে জনসংখ্যায় কর্মক্ষম অংশ কমে যাচ্ছে ৷ এটাই এখন তাদের কাছে চিন্তার হয়ে দাঁড়িয়েছে ৷ সেই কারণে চিনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সোমবার বৈঠকেও বসে ৷ সেখানেই এই প্রস্তাব উঠেছে ৷

আরও পড়ুন : খারাপ আবহাওয়ার কারণে চিনে পাহাড়ি ম্যারাথনে মৃত্যু 21 অ্যাথলিটের

উল্লেখ্য, প্রথমে চিন এক সন্তান নীতি চালু করেছিল ৷ তার পর 2015 সালে সেই নীতি কিছুটা শিথিল করে ওই দেশ ৷ চালু হয় দুই সন্তান নীতি ৷ এবার সেই নীতি আরও একটু শিথিলের পথে চিনা কমিউনিস্ট পার্টি ৷

বেজিং, 31 মে : দু’টি নয় ৷ এবার থেকে তিন সন্তানের জন্ম দেওয়ার অনুমতি পাবেন চিনা দম্পতিরা ৷ চিনের শাসক কমিউনিস্ট পার্টি দুই সন্তান নীতিতে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ সোমবার এমনই খবর পাওয়া গিয়েছে ওই দেশের সরকারি সংবাদসংস্থার তরফ থেকে ৷

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিতে চলেছে চিন ৷ ওই সংবাদ সংস্থা যা জানিয়েছে, তা হল - সম্প্রতি চিনে জনগণনার তথ্য সামনে এসেছে ৷ তাতে দেখা যাচ্ছে যে দেশের কর্মক্ষম জনতার সংখ্যা গত দশকগুলির চেয়ে কমে গিয়েছে ৷ আর 65-র ওপরের বয়সীদের সংখ্যা বেড়ে গিয়েছে ৷

1980 সাল থেকে চিনে জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত নীতি চালু আছে ৷ দ্রুতহারে জনসংখ্যা বৃদ্ধি কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু এর ফলে জনসংখ্যায় কর্মক্ষম অংশ কমে যাচ্ছে ৷ এটাই এখন তাদের কাছে চিন্তার হয়ে দাঁড়িয়েছে ৷ সেই কারণে চিনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সোমবার বৈঠকেও বসে ৷ সেখানেই এই প্রস্তাব উঠেছে ৷

আরও পড়ুন : খারাপ আবহাওয়ার কারণে চিনে পাহাড়ি ম্যারাথনে মৃত্যু 21 অ্যাথলিটের

উল্লেখ্য, প্রথমে চিন এক সন্তান নীতি চালু করেছিল ৷ তার পর 2015 সালে সেই নীতি কিছুটা শিথিল করে ওই দেশ ৷ চালু হয় দুই সন্তান নীতি ৷ এবার সেই নীতি আরও একটু শিথিলের পথে চিনা কমিউনিস্ট পার্টি ৷

Last Updated : May 31, 2021, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.