ETV Bharat / international

আবার চিন ! নতুন মারণ রোগ ব্রুসেলোসিস ! - Brucellosis, caused by brucella bacteria

গতবছর চিনের লানঝাউ শহরের একটি রাষ্ট্রীয় বায়োকেমিকাল ফ্যাক্টরি থেকে জীবাণু ছড়িয়ে পড়ে বিপর্যয় ঘটে ৷ ওই ফ্যাক্টরিতে অ্যানিমাল ভ্যাকসিন তৈরি হচ্ছিল বলে জানা গিয়েছে ৷

Brucellosis
Brucellosis
author img

By

Published : Sep 19, 2020, 7:00 AM IST

কোরোনায় অস্থির বিশ্ব ৷ এরই মধ্যে নয়া আতঙ্ক ! আতঙ্কের নাম ব্রুসেলোসিস ৷ ইতিমধ্যে উত্তর-পূর্ব চিনের কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এই জটিল সংক্রামক রোগে ৷ ব্রুসেলোসিসও ব্যাক্টেরিয়া ঘটিতে রোগ ৷ উহানের মতো চাপা খবর নয়, বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, গতবছর চিনের লানঝাউ শহরের একটি রাষ্ট্রীয় বায়োকেমিকাল ফ্যাক্টরি থেকে ভয়ঙ্কর জীবাণু ছড়িয়ে পড়ে বিপর্যয় ঘটে গিয়েছে ৷ ওই ফ্যাক্টরিতে অ্যানিমাল ভ্যাকসিন তৈরি হচ্ছিল ৷ সে সময় কোনওভাবে কীটনাশক (গ্যাস) লিক করে সংক্রমিত হন কারখানার কর্মীরা ৷ এরপরই ব্রুসেলোসিসের বাড়বাড়ন্ত ৷

জানা গিয়েছে, 2019 সালের জলাই থেকে 2020-র অগাস্টের মধ্যে লানঝাউ বায়োকেমিকাল ফার্মাসিটিকাল কোম্পানিটি এই দায়িত্বজ্ঞানহীন কাজটি ঘটায় ৷ তারা ব্রুসেল্লা ভ্যাকসিন তৈরির জন্য একটি সময় অতিক্রান্ত বা এক্সপেয়ারি ডেট পেরিয়া যাওয়া কীটনাশক ব্যবহার করে ৷ যাতে ব্যাক্টেরিয়া তো মরেইনি, উল্টে ছড়িয়েছে সংক্রমক রোগ ৷ কীটনাশক গ্যাস লিক করে বাতাস বাহিত হয়ে প্রথম ছড়িয়ে পড়ে কাছের লানঝাউ ভেটারনারি ইনস্টিটিউটে ৷ ঘটনায় গত ডিসেম্বরে আক্রান্ত হন 200 জন ৷

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত লানঝাউ প্রদেশের 3245 জন ব্রুসেলোসিসে আক্রান্ত হয়েছেন ৷ নতুন করে 1,401 জন আক্রান্ত হয়েছেন বলে খবর দিচ্ছে AFP ৷

ব্রুসেল্লা ব্যাক্টেরিয়াই ব্রুসেলোসিসের কারণ ৷ কোরোনার মতোই সংক্রমক রোগ, বলছেন চিকিৎসকরা ৷ কিন্তু, এই রোগ কি মানুষ থেকে মানুষে ছড়ায় ? বিষয়টি নিয়ে সামান্য ধোঁয়াশা রয়েছে ৷ তবে, ব্রুসেলোসিসের অন্যতম উপসর্গ হল জ্বর, মাথা ব্যথা ইত্যাদি ৷ গবাদি পশু, ভেড়া, শুকরের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে দ্রুত ৷ অর্থাৎ কি না আবার চিন ! আবার দুঃস্বপ্ন ! এবার ব্রুসেলোসিস ৷

কোরোনায় অস্থির বিশ্ব ৷ এরই মধ্যে নয়া আতঙ্ক ! আতঙ্কের নাম ব্রুসেলোসিস ৷ ইতিমধ্যে উত্তর-পূর্ব চিনের কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এই জটিল সংক্রামক রোগে ৷ ব্রুসেলোসিসও ব্যাক্টেরিয়া ঘটিতে রোগ ৷ উহানের মতো চাপা খবর নয়, বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, গতবছর চিনের লানঝাউ শহরের একটি রাষ্ট্রীয় বায়োকেমিকাল ফ্যাক্টরি থেকে ভয়ঙ্কর জীবাণু ছড়িয়ে পড়ে বিপর্যয় ঘটে গিয়েছে ৷ ওই ফ্যাক্টরিতে অ্যানিমাল ভ্যাকসিন তৈরি হচ্ছিল ৷ সে সময় কোনওভাবে কীটনাশক (গ্যাস) লিক করে সংক্রমিত হন কারখানার কর্মীরা ৷ এরপরই ব্রুসেলোসিসের বাড়বাড়ন্ত ৷

জানা গিয়েছে, 2019 সালের জলাই থেকে 2020-র অগাস্টের মধ্যে লানঝাউ বায়োকেমিকাল ফার্মাসিটিকাল কোম্পানিটি এই দায়িত্বজ্ঞানহীন কাজটি ঘটায় ৷ তারা ব্রুসেল্লা ভ্যাকসিন তৈরির জন্য একটি সময় অতিক্রান্ত বা এক্সপেয়ারি ডেট পেরিয়া যাওয়া কীটনাশক ব্যবহার করে ৷ যাতে ব্যাক্টেরিয়া তো মরেইনি, উল্টে ছড়িয়েছে সংক্রমক রোগ ৷ কীটনাশক গ্যাস লিক করে বাতাস বাহিত হয়ে প্রথম ছড়িয়ে পড়ে কাছের লানঝাউ ভেটারনারি ইনস্টিটিউটে ৷ ঘটনায় গত ডিসেম্বরে আক্রান্ত হন 200 জন ৷

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত লানঝাউ প্রদেশের 3245 জন ব্রুসেলোসিসে আক্রান্ত হয়েছেন ৷ নতুন করে 1,401 জন আক্রান্ত হয়েছেন বলে খবর দিচ্ছে AFP ৷

ব্রুসেল্লা ব্যাক্টেরিয়াই ব্রুসেলোসিসের কারণ ৷ কোরোনার মতোই সংক্রমক রোগ, বলছেন চিকিৎসকরা ৷ কিন্তু, এই রোগ কি মানুষ থেকে মানুষে ছড়ায় ? বিষয়টি নিয়ে সামান্য ধোঁয়াশা রয়েছে ৷ তবে, ব্রুসেলোসিসের অন্যতম উপসর্গ হল জ্বর, মাথা ব্যথা ইত্যাদি ৷ গবাদি পশু, ভেড়া, শুকরের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে দ্রুত ৷ অর্থাৎ কি না আবার চিন ! আবার দুঃস্বপ্ন ! এবার ব্রুসেলোসিস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.