ETV Bharat / international

China on Afghanistan: বিশৃঙ্খলভাবে বিদেশি সেনা প্রত্যাহারের জন্য অশান্ত আফগানিস্তান, রাষ্ট্রসংঘে বলল চিন - আমেরিকা সেনা প্রত্যাহার

আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নেওয়ার কাজ সম্পূর্ণ করেছে আমেরিকা ৷ ভবিষ্যৎ আফগানিস্তান নিয়ে একটি প্রস্তাব গ্রহণ করা হয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ৷ তাতে সভাপতিত্ব করেছে ভারত ৷ এই প্রস্তাবের তীব্র সমালোচনা করল চিন ৷

ইউএনএসসি-তে চিনের প্রতিনিধি
ইউএনএসসি-তে চিনের প্রতিনিধি
author img

By

Published : Aug 31, 2021, 12:41 PM IST

নিউ ইয়র্ক, 31 অগস্ট : অশান্ত আফগানিস্তানের জন্য অন্য দেশগুলির বিশৃঙ্খল ভাবে সেনা প্রত্যাহার করাকে দায়ী করল চিন ৷ ইউএনএসসি-তে (UN Security Council, UNSC) চিনের প্রতিনিধি বলেন, "বিভিন্ন দেশের সেনাবাহিনী যে বিশৃঙ্খল পদ্ধতিতে আফগানিস্তান ছেড়েছে, তার সঙ্গে আফগানিস্তানের এই সাম্প্রতিক গন্ডগোলের সরাসরি যোগ রয়েছে ৷ আমরা আশা করি, সংশ্লিষ্ট দেশগুলি বুঝতে পারবে যে এই প্রত্যাহার করা মানেই দায়িত্ব শেষ নয় ৷ বরং নতুন করে ভাবনাচিন্তার আর ভুল সংশোধনের ৷"

আফগানিস্তান বিষয়ে একটি প্রস্তাব (Resolution) পাশ করা হয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (United Nations Security Council) ৷ বিদেশ সচিব (Foreign Secretary) হর্ষ বর্ধন শ্রিংলার (Harsh Vardhan Shringla) নেতৃত্বে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেছে ভারত ৷ সেখানে পাশ হওয়া এই গুরুত্বপূর্ণ প্রস্তাব 13 টি দেশের সমর্থন পেয়েছে ৷ শুধুমাত্র চিন ও রাশিয়া এর পক্ষে ভোট দেয়নি ৷ কোনও দেশ এই রেজোলিউশনের বিরোধিতা করেনি ৷

আরও পড়ুন : Taliban celebration: 20 বছরের সেনা অভিযান শেষ, শূন্যে গুলি ছুড়ে উল্লাস তালিবানের

এমনকি এই রেজোলিউশন নিয়ে সন্দেহ প্রকাশ করে চিনের প্রতিনিধি বলেন, "রাশিয়ার সঙ্গে একযোগে চিন এই আলোচনায় অংশগ্রহ করে গুরুত্বপূর্ণ এবং যুক্তিযুক্ত সংশোধন পেশ করেছে ৷ তা সত্ত্বেও তড়িঘড়ি এই রেজোলিউশন গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে চিনের যথেষ্ট সন্দেহ রয়েছে ৷"

এই ভাবে অন্য দেশগুলি তাদের নিজেদের ইচ্ছে অন্যদের উপর চাপিয়ে আধিপত্য বিস্তার করতে চাইছে ৷ এই ভুল অভ্যাস বদলানো উচিত, অন্য দেশগুলিকে আক্রমণ করে জানিয়েছেন চিনের প্রতিনিধি ৷ সরাসরি আমেরিকার নাম উল্লেখ না করে তিনি বলেন, "শান্তি কায়েম করার প্রতিশ্রুতিতে বিগত 20 বছরে তারা যা করেছে, সেই দায় তাদের ৷"

এর মধ্যে নিরাপত্তা পরিষদে আমেরিকার প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড (Linda Thomas-Greenfield) বলেন, "ইউএনএসসি আশা করে তালিবানরা তাদের কথা রাখবে ৷ 31 অগস্ট বা তার পরও যে সব আফগানরা দেশ ছাড়তে চাইবে তাদের নিরাপদে দেশ ছাড়ার ব্যবস্থা করে দেবে তারা ৷ আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে এটা পরিষ্কার করে বলা হয়েছে রেজোলিউশনটিতে ৷"

নিউ ইয়র্ক, 31 অগস্ট : অশান্ত আফগানিস্তানের জন্য অন্য দেশগুলির বিশৃঙ্খল ভাবে সেনা প্রত্যাহার করাকে দায়ী করল চিন ৷ ইউএনএসসি-তে (UN Security Council, UNSC) চিনের প্রতিনিধি বলেন, "বিভিন্ন দেশের সেনাবাহিনী যে বিশৃঙ্খল পদ্ধতিতে আফগানিস্তান ছেড়েছে, তার সঙ্গে আফগানিস্তানের এই সাম্প্রতিক গন্ডগোলের সরাসরি যোগ রয়েছে ৷ আমরা আশা করি, সংশ্লিষ্ট দেশগুলি বুঝতে পারবে যে এই প্রত্যাহার করা মানেই দায়িত্ব শেষ নয় ৷ বরং নতুন করে ভাবনাচিন্তার আর ভুল সংশোধনের ৷"

আফগানিস্তান বিষয়ে একটি প্রস্তাব (Resolution) পাশ করা হয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (United Nations Security Council) ৷ বিদেশ সচিব (Foreign Secretary) হর্ষ বর্ধন শ্রিংলার (Harsh Vardhan Shringla) নেতৃত্বে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেছে ভারত ৷ সেখানে পাশ হওয়া এই গুরুত্বপূর্ণ প্রস্তাব 13 টি দেশের সমর্থন পেয়েছে ৷ শুধুমাত্র চিন ও রাশিয়া এর পক্ষে ভোট দেয়নি ৷ কোনও দেশ এই রেজোলিউশনের বিরোধিতা করেনি ৷

আরও পড়ুন : Taliban celebration: 20 বছরের সেনা অভিযান শেষ, শূন্যে গুলি ছুড়ে উল্লাস তালিবানের

এমনকি এই রেজোলিউশন নিয়ে সন্দেহ প্রকাশ করে চিনের প্রতিনিধি বলেন, "রাশিয়ার সঙ্গে একযোগে চিন এই আলোচনায় অংশগ্রহ করে গুরুত্বপূর্ণ এবং যুক্তিযুক্ত সংশোধন পেশ করেছে ৷ তা সত্ত্বেও তড়িঘড়ি এই রেজোলিউশন গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে চিনের যথেষ্ট সন্দেহ রয়েছে ৷"

এই ভাবে অন্য দেশগুলি তাদের নিজেদের ইচ্ছে অন্যদের উপর চাপিয়ে আধিপত্য বিস্তার করতে চাইছে ৷ এই ভুল অভ্যাস বদলানো উচিত, অন্য দেশগুলিকে আক্রমণ করে জানিয়েছেন চিনের প্রতিনিধি ৷ সরাসরি আমেরিকার নাম উল্লেখ না করে তিনি বলেন, "শান্তি কায়েম করার প্রতিশ্রুতিতে বিগত 20 বছরে তারা যা করেছে, সেই দায় তাদের ৷"

এর মধ্যে নিরাপত্তা পরিষদে আমেরিকার প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড (Linda Thomas-Greenfield) বলেন, "ইউএনএসসি আশা করে তালিবানরা তাদের কথা রাখবে ৷ 31 অগস্ট বা তার পরও যে সব আফগানরা দেশ ছাড়তে চাইবে তাদের নিরাপদে দেশ ছাড়ার ব্যবস্থা করে দেবে তারা ৷ আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে এটা পরিষ্কার করে বলা হয়েছে রেজোলিউশনটিতে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.