বেজিং : চিন একটি নতুন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে । রিমোর্ট চালিত এই উপগ্রহটি বৈজ্ঞানিক পরীক্ষার কাজে ব্যবহৃত হবে ।
জিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, গত রবিবার বেলা 11.44 মিনিটে জিউকান উৎক্ষেপণ কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহটি রওনা দেয় ।
লং মার্চ 4সি রকেটে চেপে ইয়াগন-33 মহাকাশের উদ্দেশে রওনা দেয় । উৎক্ষেপণ সফল হয়েছে বলে জানানো হয়েছে ।
এটি লং মার্চ-এর 357 তম উড়ান মিশন ।
কক্ষপথে ক্ষুদ্র এবং ন্যানো প্রযুক্তির পরীক্ষার ক্ষেত্রেও এটি ব্যবহার করা হবে ।
আরও পড়ুন : কার্টোস্যাট-3 সহ 14টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে PSLV-C 47
এই কৃত্রিম উপগ্রহ বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহার করা হবে । এ ছাড়াও ভূমি সম্পদ জরিপ, ফলিত ফসলের অনুমান, দুর্যোগ প্রতিরোধ বা হ্রাসের জন্য ব্যবহৃত হবে ।