বেজিং, 26 জানুয়ারি : করোনা ভাইরাসের মোকাবিলায় ভ্যাকসিন তৈরির কাজ শুরু করল চিন ৷ ইতিমধ্যে, ওই দেশের প্রায় দু'হাজার মানুষ এই রোগে আক্রান্ত ৷ এখনও পর্যন্ত 56 জনের মৃত্যু হয়েছে ৷
চিনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টারের বিজ্ঞানী জ়ু ওয়েনবো আজ বলেন, বিজ্ঞানীরা এই ভাইরাসটির প্রথম স্ট্রেইনকে আলাদা করতে সক্ষম হয়েছে ৷ এক বৈঠকের পর চিনের প্রেসিডেন্ট শি চিনপিং সতর্ক করে বলেছিলেন, এই রোগে আক্রান্তের সংখ্যা দ্রুতহারে বাড়ছে ৷
এই রোগে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে চিনে শাংঘাই শহরে ৷ এরপর থেকেই দেশে আতঙ্ক ছড়াতে শুরু করে ৷ এই রোগ থেকে দেশকে বাঁচাতে নড়েচড়ে বসে প্রশাসনও ৷ জাতীয় স্বাস্থ্য কমিশনের তরফে বলা হয়, এখনও পর্যন্ত 1975 জন এই ভাইরাসে আক্রান্ত ৷ সম্প্রতি প্রকাশিত রিপোর্টে কমিশনের তরফে বলা হয়, 15টি মৃত্যু ও 688টি নতুন কেস জমা হয়েছে ৷ এর মধ্যে 324 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তবে, সুস্থ হওয়ায় 49 জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷
হুবেইয়ের রাজধানী ইউহানে প্রথম এই রোগ ধরা পড়ে ৷ মৃত্যু হয় 52 জনের ৷ হেবেই (বেজিংয়ের কাছে), হেইলংজিয়াং (উত্তর-পূর্ব), হেনান (মধ্য-পূর্ব) ও শাংঘাই (পূর্ব)-তে একজন করে মারা গেছেন ৷
আক্রান্ত ব্যক্তিদের বাড়ির লোকজনদেরও (প্রায় 23,500 জন) পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে ৷ তাঁদের মধ্যে 21,500 জনকে নজরে রাখা হয়েছে ৷