কাঠমাণ্ডু, 25 নভেম্বর : মাউন্ট এভারেস্টের সংশোধিত উচ্চতা দ্রুত ঘোষণা করবে নেপাল ও চিন । কিছু দিনের মধ্যে নেপাল সফরে যাবেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী । সেইসময় এই ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে ।
মাউন্ট এভারেস্টের উচ্চতায় পরিবর্তন এসেছে বলে বার বার বিভিন্ন মহল থেকে আওয়াজ উঠছিল । বিশেষত 2015-র ভয়াবহ বন্যার পর সেই দাবি জোরালো হয়ে ওঠে । সার্ভে অফ ইন্ডিয়ার 1954-র তথ্য অনুযায়ী এভারেস্টের উচ্চতা 8,848 মিটার । 1975 সালে চিনের সার্ভে-তে একই উচ্চতার কথা বলা হয় । কিন্তু 2005-এর একটি তথ্য বলছে এভারেস্টের উচ্চতা 8,844.43 মিটার । বরফের আস্তরণের গভীরতা 3.5 মিটার ।
নেপালের মন্ত্রিসভা বুধবার এই নিয়ে একটি বৈঠক করে । ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, এভারেস্টের উচ্চতা সংক্রান্ত বিষয়ে যাবতীয় ঘোষণা করবে সে দেশের জমি সংক্রান্ত মন্ত্রক । এই প্রথম নেপাল সরকার নিজস্ব যন্ত্রাংশ ও পদ্ধতির মাধ্যমে এভারেস্টের উচ্চতা মাপ করেছে ।