ETV Bharat / international

"বালাকোট থেকে জঙ্গিদের দেহ রাতারাতি সরিয়েছিল পাকিস্তান"

বায়ুসেনার অভিযানে খতম জঙ্গিদের মৃতদেহগুলি রাতারাতি বালাকোট থেকে খাইবার পাখতুনখাওয়া ও উপজাতি এলাকায় সরিয়ে দেওয়া হয়েছিল।

author img

By

Published : Mar 13, 2019, 12:27 PM IST

ছবিটি প্রতীকী

ওয়াশিংটন, ১৩ মার্চ : খতম জঙ্গিদের মৃতদেহগুলি রাতারাতি বালাকোট থেকে খাইবার পাখতুনখাওয়া ও উপজাতি এলাকায় সরিয়ে দেওয়া হয়। দাবি পাকিস্তানের গিলগিটের সমাজকর্মী সেনগে হাসনান সেরিংয়ের।

২৬ ফেব্রুয়ারি, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটিতে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। অভিযানে ৩০০-র বেশি জইশ জঙ্গি খতম হয়েছে। যদিও প্রথম থেকেই হামলায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি বলে দাবি করছিল পাকিস্তান।

এপ্রসঙ্গে গিলগিটের সমাজকর্মী সেনগে হাসনান সেরিং বলেন, "আমি নিশ্চিত যে বালাকোটে এমন কিছু হয়েছিল যা পাকিস্তান লুকোতে চাইছে। ভারতীয় বায়ুসেনার অভিযানের পর পাকিস্তান ওই এলাকায় কোনও সংবাদমাধ্যমকে ঢুকতে দিতে চায়নি। পাকিস্তান প্রথম থেকে দাবি করে আসছে যে বায়ুসেনার অভিযানে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তাহলে ওরা কেন গোটা এলাকা ঘিরে রেখেছিল ? এবং কোনও বিদেশি সংবাদমাধ্যকেও ঢুকতে দিতে চায়নি।"

তিনি আরও বলেন, "জইশ-ই-মহম্মদ বলেছিল যে বালাকোটের ওই জায়গায় তাদের মাদ্রাসা ছিল। ওই সময়ে একটি উর্দু সংবাদমাধ্যমে বলা হয় যে জঙ্গিদের দেহ পরদিনই বালাকোট থেকে খাইবার পাখতুনখাওয়া ও উপজাতি অধ্যুষিত এলাকায় সরিয়ে দেওয়া হয়। বালাকোটে ভারতের অভিযান যে সফল তার একাধিক প্রমাণ রয়েছে।"

ওয়াশিংটন, ১৩ মার্চ : খতম জঙ্গিদের মৃতদেহগুলি রাতারাতি বালাকোট থেকে খাইবার পাখতুনখাওয়া ও উপজাতি এলাকায় সরিয়ে দেওয়া হয়। দাবি পাকিস্তানের গিলগিটের সমাজকর্মী সেনগে হাসনান সেরিংয়ের।

২৬ ফেব্রুয়ারি, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটিতে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। অভিযানে ৩০০-র বেশি জইশ জঙ্গি খতম হয়েছে। যদিও প্রথম থেকেই হামলায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি বলে দাবি করছিল পাকিস্তান।

এপ্রসঙ্গে গিলগিটের সমাজকর্মী সেনগে হাসনান সেরিং বলেন, "আমি নিশ্চিত যে বালাকোটে এমন কিছু হয়েছিল যা পাকিস্তান লুকোতে চাইছে। ভারতীয় বায়ুসেনার অভিযানের পর পাকিস্তান ওই এলাকায় কোনও সংবাদমাধ্যমকে ঢুকতে দিতে চায়নি। পাকিস্তান প্রথম থেকে দাবি করে আসছে যে বায়ুসেনার অভিযানে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তাহলে ওরা কেন গোটা এলাকা ঘিরে রেখেছিল ? এবং কোনও বিদেশি সংবাদমাধ্যকেও ঢুকতে দিতে চায়নি।"

তিনি আরও বলেন, "জইশ-ই-মহম্মদ বলেছিল যে বালাকোটের ওই জায়গায় তাদের মাদ্রাসা ছিল। ওই সময়ে একটি উর্দু সংবাদমাধ্যমে বলা হয় যে জঙ্গিদের দেহ পরদিনই বালাকোট থেকে খাইবার পাখতুনখাওয়া ও উপজাতি অধ্যুষিত এলাকায় সরিয়ে দেওয়া হয়। বালাকোটে ভারতের অভিযান যে সফল তার একাধিক প্রমাণ রয়েছে।"

Srinagar (JandK), Mar 13 (ANI): Construction of 500-bedded Mother Child Hospital is in full swing in Bemina in Srinagar. The construction is expected to be completed within few months. Being constructed at Bemina bypass road, the hospital will help patients from both north and central Kashmir. The construction of the hospital is being done by Roads and Bridges (RandB) Department of Jammu and Kashmir. "Earlier, the hospital was supposed to be constructed for pregnant mothers only but after the appeal, it is both for mothers and babies," said Assistant Engineer of Roads and Bridges Department.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.