ETV Bharat / international

লাহোরের ধর্মস্থানের বাইরে বিস্ফোরণ, নিহত 8 - Sufi Shrine

লাহোরের দাতা দরবারের বাইরে বিস্ফোরণ । নিহত 8, জখম কমপক্ষে 26 ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : May 8, 2019, 10:24 AM IST

Updated : May 8, 2019, 2:42 PM IST

লাহোর, 8 মে : লাহোরের দাতা দরবার ধর্মস্থানের বাইরে বিস্ফোরণ । আজ সকালে বিস্ফোরণ হয় । নিহত আটজন । পাঁচজনই পুলিশকর্মী । গুরুতর জখম কমপক্ষে 26 । আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ।

গুরুতর জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । উদ্ধারকাজ চলছে । তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি ।

দাতা দরবার ধর্মস্থানটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সুফি দরগা । সুফি ধর্মগুরু দাতা গঞ্জ বকসের দেহাবশেষ এই দরগায় সংরক্ষিত রয়েছে । একাদশ শতকে দরগাটি নির্মিত হয় । প্রতি বছর প্রায় 10 লাখ মানুষ এই দরগায় আসেন ।

লাহোর, 8 মে : লাহোরের দাতা দরবার ধর্মস্থানের বাইরে বিস্ফোরণ । আজ সকালে বিস্ফোরণ হয় । নিহত আটজন । পাঁচজনই পুলিশকর্মী । গুরুতর জখম কমপক্ষে 26 । আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ।

গুরুতর জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । উদ্ধারকাজ চলছে । তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি ।

দাতা দরবার ধর্মস্থানটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সুফি দরগা । সুফি ধর্মগুরু দাতা গঞ্জ বকসের দেহাবশেষ এই দরগায় সংরক্ষিত রয়েছে । একাদশ শতকে দরগাটি নির্মিত হয় । প্রতি বছর প্রায় 10 লাখ মানুষ এই দরগায় আসেন ।

New Delhi, May 08 (ANI): As the food authority is planning to remove soy from list of heart-healthy food, researchers through a study evaluated and determined soy protein has the ability to lower cholesterol by a small but significant amount. According to the study published in the Journal of Nutrition, forty-one trials examined the protein's effects on low-density lipoprotein (LDL) cholesterol, which is often referred to as the "bad cholesterol" because a high amount of it leads to a build-up of cholesterol in arteries. All 43 studies provided data about "total cholesterol," which reflects the overall amount of cholesterol in the blood. Researchers found that soy protein reduced LDL cholesterol by three to four per cent in adults, a small but significant amount, noted Dr David Jenkins, the lead author of the study.
Last Updated : May 8, 2019, 2:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.