ETV Bharat / international

পেশওয়ারে বিস্ফোরণে মৃত 7 শিশু, জখম 70 - পেশোয়ার বিস্ফোরণ

মঙ্গলবার সকালে বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের পেশওয়ার ।

পেশোয়ারে স্কুলের সামনে বিস্ফোরণ, আহত 19 শিশু
পেশোয়ারে স্কুলের সামনে বিস্ফোরণ, আহত 19 শিশু
author img

By

Published : Oct 27, 2020, 10:40 AM IST

Updated : Oct 27, 2020, 12:16 PM IST

পেশওয়ার, 27 অক্টোবর : সাত সকালে ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের পেশওয়ার । আজ সকালে পেশওয়ারের দির কলোনির কাছে একটি স্কুলের সামনে প্রবল শব্দে বিস্ফোরণ হয় । ঘটনায় এখনও পর্যন্ত 7 জন শিশুর মৃত্যু হয়েছে । জখম 70 জন । যাদের মধ্যে বেশিরভাগটাই শিশু । ঘটনাস্থানে পৌঁছেছে উদ্ধারকারী দল । জখমদের হাসপাতালে পাঠানো হয়েছে । বিস্ফোরণের কারণ জানার চেষ্টা করা হচ্ছে ।

পাকিস্তানের সময় সকাল সাড়ে আটটা নাগাদ পেশওয়ারের উত্তর-পশ্চিমের একটি শহরের জামাত মসজিদে এই বিস্ফোরণ ঘটে । ওই মসজিদে স্থানীয় বাচ্চাদের নিয়ে ধর্মীয় স্কুল চালানো হত । পুলিশ জানিয়েছে, আজ সকালে মসজিদের মুখ্য হল জামিয়া জুবাইরিয়া মাদ্রাসায় ক্লাস চলাকালীন বিস্ফোরণ হয় । প্রাথমিক তদন্তের পর জানা গেছে, মাদ্রাসার ভিতরে কেউ একজন একটি ব্যাগ রেখে যায় । তার মিনিটখানেকের মধ্যে বিস্ফোরণ ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনও আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়নি । একটি ব্যাগের মধ্যে বোমা রাখা ছিল । বিস্ফোরণে মসজিদের ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ।

পেশওয়ার, 27 অক্টোবর : সাত সকালে ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের পেশওয়ার । আজ সকালে পেশওয়ারের দির কলোনির কাছে একটি স্কুলের সামনে প্রবল শব্দে বিস্ফোরণ হয় । ঘটনায় এখনও পর্যন্ত 7 জন শিশুর মৃত্যু হয়েছে । জখম 70 জন । যাদের মধ্যে বেশিরভাগটাই শিশু । ঘটনাস্থানে পৌঁছেছে উদ্ধারকারী দল । জখমদের হাসপাতালে পাঠানো হয়েছে । বিস্ফোরণের কারণ জানার চেষ্টা করা হচ্ছে ।

পাকিস্তানের সময় সকাল সাড়ে আটটা নাগাদ পেশওয়ারের উত্তর-পশ্চিমের একটি শহরের জামাত মসজিদে এই বিস্ফোরণ ঘটে । ওই মসজিদে স্থানীয় বাচ্চাদের নিয়ে ধর্মীয় স্কুল চালানো হত । পুলিশ জানিয়েছে, আজ সকালে মসজিদের মুখ্য হল জামিয়া জুবাইরিয়া মাদ্রাসায় ক্লাস চলাকালীন বিস্ফোরণ হয় । প্রাথমিক তদন্তের পর জানা গেছে, মাদ্রাসার ভিতরে কেউ একজন একটি ব্যাগ রেখে যায় । তার মিনিটখানেকের মধ্যে বিস্ফোরণ ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনও আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়নি । একটি ব্যাগের মধ্যে বোমা রাখা ছিল । বিস্ফোরণে মসজিদের ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ।

Last Updated : Oct 27, 2020, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.