বেজিং, 13 জুন: কোরোনা সংক্রমণের জেরে বন্ধ হল চিনের রাজধানী বেজিং-এর সবচেয়ে বড় পাইকারী বাজার। গত দুদিনে ওই বাজারে কর্মরত এমন সাত জনের শরীরে কোরোনা ভাইরাস মিলেছে। এর পরেই জ়িনফাদি নামে ওই বাজারটি বন্ধ করে বাজারের 4,000 দোকানে জীবাণমুক্ত করার কাজ শুরু হয়।
চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, শুক্রবার ছয় জনের শরীরে কোরোনা ভাইরাস পাওয়া যায়। বৃহস্তপতিবার কোরোনা পজ়িটিভ হন আরও এক জন। এদের প্রত্যেকেরই কোনও ট্রাভেল হিস্ট্রি নেই। এঁরা স্থানীয়ভাবে সংক্রামিত হয়েছেন। গত 50 দিনে বেজিং-এ এই প্রথম স্থানীয়ভাবে সংক্রমণের খোঁজ পাওয়া গেল। প্রথম তিনটি পজ়িটিভ কেস সামনে আসার পরেই দ্রুত ব্যবসা নেয় বেজিং প্রশাসন। এরপর শুক্রবার রাতে আরও চার জনের পজ়িটিভ হওয়ার খবর আসে।
কোরোনা সংক্রমণ রুখতে ওই পাইকারী বাজার থেকে শহরের কোন কোন দোকানে খাবার সরবরাহ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যাতে ওই বাজারের কোনও জিনিস থেকে কোরোনা ভাইরাস ছড়িয়ে না পরে। বাজারে এবং বাজারের পার্কি এলাকায় যাতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের দিয়ে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে বাজারটিকে। বাজারের বিভিন্ন ভাড়া ঘরে বসবাসকারী শ্রমিকদের বাসে করে তুলে নিয়ে যাওয়া হয়।
বেজিং-এ নতুন করে আর যাতে কোরোনা ব্যাপক আকার ধারণ না করে তার জন্য দ্রুত সবরকম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। শহরে সোমবার থেকে ফের স্কুল খোলার কথা ছিল। কিন্তু নতুন করে কোরোনা সংক্রমণ দেখা দেওয়ায় এখন তা স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি সব রকমের স্পোর্টস এভেন্টগুলিও স্থগিত রাখা হয়েছে। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চিনে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্ত হয়েছে 83,075 এবং কোরোনায় মৃত্যু হয়েছে 4,634 জনের।