ETV Bharat / international

Bangladesh : কুমিল্লার ঘটনায় দোষীদের কড়া শাস্তি দেওয়ার বার্তা শেখ হাসিনার - বাংলাদেশ

কুমিল্লার ঘটনায় দোষীদের ছাড়া হবে না ৷ প্রত্যেককে কড়া শাস্তি দেওয়া হবে ৷ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

bangladesh-pm-sheikh-hasina-warns-those-involved-in-communal-violence
Bangladesh : কুমিল্লার ঘটনায় দোষীদের কড়া শাস্তি দেওয়ার বার্তা শেখ হাসিনার
author img

By

Published : Oct 15, 2021, 1:32 PM IST

ঢাকা (বাংলাদেশ), 15 অক্টোবর : মন্দিরে যারা হামলা করেছে এবং কুমিল্লায় (Cumilla) দুর্গাপুজোর মণ্ডপে যারা ভাঙচুর করেছে, তাদের কড়া বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina) ৷ তিনি বলেছেন, ‘‘কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, তার বিস্তারিত তদন্ত হবে ৷ কাউকে ছাড়া হবে না ৷ সে তারা যে ধর্মেরই হোক ৷ তাদের খুঁজে বের করা হবে এবং শাস্তি দেওয়া হবে ৷’’ বৃহস্পতিবার বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী এই বার্তা দেন বলে জানিয়েছে ঢাকা ট্রিবিউন ৷

দুর্গাপুজো উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের আলাপচারিতার একটি অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেন শেখ হাসিনা ৷ সেই অনুষ্ঠানেই তিনি এই নিয়ে মন্তব্য করেন ৷ কুমিল্লায় মন্দির ভাঙচুরের ঘটনাকে তিনি ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলেও মন্তব্য করেন তিনি ৷ তাঁর মতে, যারা মানুষের বিশ্বাস অর্জনে ব্যর্থ, যাদের কোনও নীতি-আদর্শ নেই, তারাই এই ধরনের ঘটনা ঘটায় ৷

আরও পড়ুন : Bangladesh : খুলনার মন্দির চত্বরে উদ্ধার 18 টি তাজা বোমা

একই সঙ্গে তিনি জানান, যে প্রযুক্তির এই যুগে কেউ ছাড়া পাবে না ৷ সরকারের কাছে এই নিয়ে অনেক তথ্য আছে ৷ প্রত্যেককেই খুঁজে বের করা হবে ৷ অতীতেও তাঁর সরকার দোষীদের সাজা দিয়েছে ৷ ভবিষ্যতেও দেবে বলে হাসিনা জানিয়েছেন ৷ ঢাকা ট্রিবিউনের দাবি যে হাসিনা জানিয়েছেন, এই ঘটনায় এমন শাস্তি দেওয়া হবে, যাতে আর কেউ এই ধরনের কাণ্ড ঘটানোর সাহস না পায় ৷ পাশাপাশি তাঁর বক্তব্য, বাংলাদেশে সবাই একসঙ্গে যে কোনও উৎসব পালন করে ৷ ধর্ম নিজের, কিন্তু উৎসব সবার ৷ অন্যদিকে হাসিনার দাবি, বাংলাদেশ এখন ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে চলেছে ৷ সেই যাত্রাকে আঘাত করতেই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে ৷

আরও পড়ুন : Bangladesh Temple Attacked : বাংলাদেশে মন্দিরে হামলার অভিযোগ, হিংসায় মৃত 3

এখানে উল্লেখ করা প্রয়োজন, বুধবার কুমিল্লায় প্রথম হিংসার ঘটনা ছড়ায় ৷ সেখানে বেশ কিছু পুজো মণ্ডপ ভেঙে দেওয়া হয় ৷ মন্দিরে ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ তারপর ক্রমশ তা বাংলা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় ৷ এখনও পর্যন্ত সব মিলিয়ে 3 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন অনেকে ৷ আহতদের মধ্যে সাংবাদিক, পুলিশ কর্মী ও সাধারণ মানুষও রয়েছেন ৷ এই পরিস্থিতিতে পুজো উদ্যোক্তাদের প্রতি শেখ হাসিনার আবেদন, সারা দেশের পুজো মণ্ডপগুলির তালিকা একটি নীতি তৈরি করা হোক ৷ এর ফলে সরকারের তরফে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করা যাবে ৷

আরও পড়ুন : Bow And Arrow Attack: সুপার মার্কেটে তির-ধনুক নিয়ে হামলা, নরওয়েতে মৃত ৫

ঢাকা (বাংলাদেশ), 15 অক্টোবর : মন্দিরে যারা হামলা করেছে এবং কুমিল্লায় (Cumilla) দুর্গাপুজোর মণ্ডপে যারা ভাঙচুর করেছে, তাদের কড়া বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina) ৷ তিনি বলেছেন, ‘‘কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, তার বিস্তারিত তদন্ত হবে ৷ কাউকে ছাড়া হবে না ৷ সে তারা যে ধর্মেরই হোক ৷ তাদের খুঁজে বের করা হবে এবং শাস্তি দেওয়া হবে ৷’’ বৃহস্পতিবার বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী এই বার্তা দেন বলে জানিয়েছে ঢাকা ট্রিবিউন ৷

দুর্গাপুজো উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের আলাপচারিতার একটি অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেন শেখ হাসিনা ৷ সেই অনুষ্ঠানেই তিনি এই নিয়ে মন্তব্য করেন ৷ কুমিল্লায় মন্দির ভাঙচুরের ঘটনাকে তিনি ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলেও মন্তব্য করেন তিনি ৷ তাঁর মতে, যারা মানুষের বিশ্বাস অর্জনে ব্যর্থ, যাদের কোনও নীতি-আদর্শ নেই, তারাই এই ধরনের ঘটনা ঘটায় ৷

আরও পড়ুন : Bangladesh : খুলনার মন্দির চত্বরে উদ্ধার 18 টি তাজা বোমা

একই সঙ্গে তিনি জানান, যে প্রযুক্তির এই যুগে কেউ ছাড়া পাবে না ৷ সরকারের কাছে এই নিয়ে অনেক তথ্য আছে ৷ প্রত্যেককেই খুঁজে বের করা হবে ৷ অতীতেও তাঁর সরকার দোষীদের সাজা দিয়েছে ৷ ভবিষ্যতেও দেবে বলে হাসিনা জানিয়েছেন ৷ ঢাকা ট্রিবিউনের দাবি যে হাসিনা জানিয়েছেন, এই ঘটনায় এমন শাস্তি দেওয়া হবে, যাতে আর কেউ এই ধরনের কাণ্ড ঘটানোর সাহস না পায় ৷ পাশাপাশি তাঁর বক্তব্য, বাংলাদেশে সবাই একসঙ্গে যে কোনও উৎসব পালন করে ৷ ধর্ম নিজের, কিন্তু উৎসব সবার ৷ অন্যদিকে হাসিনার দাবি, বাংলাদেশ এখন ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে চলেছে ৷ সেই যাত্রাকে আঘাত করতেই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে ৷

আরও পড়ুন : Bangladesh Temple Attacked : বাংলাদেশে মন্দিরে হামলার অভিযোগ, হিংসায় মৃত 3

এখানে উল্লেখ করা প্রয়োজন, বুধবার কুমিল্লায় প্রথম হিংসার ঘটনা ছড়ায় ৷ সেখানে বেশ কিছু পুজো মণ্ডপ ভেঙে দেওয়া হয় ৷ মন্দিরে ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ তারপর ক্রমশ তা বাংলা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় ৷ এখনও পর্যন্ত সব মিলিয়ে 3 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন অনেকে ৷ আহতদের মধ্যে সাংবাদিক, পুলিশ কর্মী ও সাধারণ মানুষও রয়েছেন ৷ এই পরিস্থিতিতে পুজো উদ্যোক্তাদের প্রতি শেখ হাসিনার আবেদন, সারা দেশের পুজো মণ্ডপগুলির তালিকা একটি নীতি তৈরি করা হোক ৷ এর ফলে সরকারের তরফে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করা যাবে ৷

আরও পড়ুন : Bow And Arrow Attack: সুপার মার্কেটে তির-ধনুক নিয়ে হামলা, নরওয়েতে মৃত ৫

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.