ETV Bharat / international

অ্য়াসট্রোজ়েনেকা টিকা ভারতে তৈরি, সম্পূর্ণ সুরক্ষিত, জানালেন বরিস - UK

অ্য়াসট্রোজেনেকার টিকাকরণ বন্ধ করে দেওয়া হয়েছে ইউরোপের দেশগুলিতে ৷ এ নিয়ে চলতি সপ্তাহের শেষে একটি বৈঠকে বসার কথা ছিল ৷ এবং সেখানে কী আলোচনা হয় তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা ৷

AstraZeneca
ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 16, 2021, 7:12 PM IST

লন্ডন, 16 মার্চ : অ্য়াসট্রোজ়েনেকার টিকা সম্পূর্ণ সুরক্ষিত ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ একথা জানিয়েছেন ৷ টিকা নিলে কোনও সমস্য়া হবে না বলে জানিয়েছেন তিনি ৷

কী সমস্য়া

জার্মানি, ইতালি ও ফ্রান্সের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে অ্য়াস্ট্রোজেনেকার ভ্য়াকসিন নিলে রক্ত জমাট বেঁধে যাচ্ছে ৷ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হচ্ছে তাঁদের ৷ অনেকের মৃত্য়ুও হচ্ছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে ৷ যদিও, টিকা নেওয়ার সঙ্গে রক্ত জমাটের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা ৷ তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নিশ্চিতে অ্য়াস্ট্রোজেনেকা ভ্য়াকসিন নিন ৷ সেটি সম্পূর্ণ নিরাপদ ৷

আরও পড়ুন- জার্মানি, ইতালি ফ্রান্সে বন্ধ করোনা টিকাকরণ

ইতিমধ্য়ে অ্য়াসট্রোজেনেকার টিকাকরণ বন্ধ করে দেওয়া হয়েছে ইউরোপের দেশগুলিতে ৷ এ নিয়ে চলতি সপ্তাহের শেষে একটি বৈঠকে বসার কথা ছিল ৷ এবং সেখানে কী আলোচনা হয় তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা ৷

এরপর আজ লন্ডনের বিখ্য়াত টাইমস সংবাদপত্রের তরফ থেকে বরিস জনসনের কাছে একটি মেল পাঠানো হয় পুরো বিষয়টি জানার জন্য় ৷ সেই মেলের উত্তরে ব্রিটিশ প্রদানমন্ত্রী জানিয়েছেন, অ্য়াসট্রোজেনেকার টিকায় কোনও সমস্য়া নেই ৷ সেটি সম্পূর্ণ সুরক্ষিত ৷ ভারত ও আমেরিকার বিভিন্ন জায়গায় সেটি তৈরি করা হচ্ছে ৷ এবং বিশ্বের বিভিন্ন দেশে সেটি ব্য়বহার করা হচ্ছে ৷

লন্ডন, 16 মার্চ : অ্য়াসট্রোজ়েনেকার টিকা সম্পূর্ণ সুরক্ষিত ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ একথা জানিয়েছেন ৷ টিকা নিলে কোনও সমস্য়া হবে না বলে জানিয়েছেন তিনি ৷

কী সমস্য়া

জার্মানি, ইতালি ও ফ্রান্সের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে অ্য়াস্ট্রোজেনেকার ভ্য়াকসিন নিলে রক্ত জমাট বেঁধে যাচ্ছে ৷ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হচ্ছে তাঁদের ৷ অনেকের মৃত্য়ুও হচ্ছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে ৷ যদিও, টিকা নেওয়ার সঙ্গে রক্ত জমাটের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা ৷ তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নিশ্চিতে অ্য়াস্ট্রোজেনেকা ভ্য়াকসিন নিন ৷ সেটি সম্পূর্ণ নিরাপদ ৷

আরও পড়ুন- জার্মানি, ইতালি ফ্রান্সে বন্ধ করোনা টিকাকরণ

ইতিমধ্য়ে অ্য়াসট্রোজেনেকার টিকাকরণ বন্ধ করে দেওয়া হয়েছে ইউরোপের দেশগুলিতে ৷ এ নিয়ে চলতি সপ্তাহের শেষে একটি বৈঠকে বসার কথা ছিল ৷ এবং সেখানে কী আলোচনা হয় তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা ৷

এরপর আজ লন্ডনের বিখ্য়াত টাইমস সংবাদপত্রের তরফ থেকে বরিস জনসনের কাছে একটি মেল পাঠানো হয় পুরো বিষয়টি জানার জন্য় ৷ সেই মেলের উত্তরে ব্রিটিশ প্রদানমন্ত্রী জানিয়েছেন, অ্য়াসট্রোজেনেকার টিকায় কোনও সমস্য়া নেই ৷ সেটি সম্পূর্ণ সুরক্ষিত ৷ ভারত ও আমেরিকার বিভিন্ন জায়গায় সেটি তৈরি করা হচ্ছে ৷ এবং বিশ্বের বিভিন্ন দেশে সেটি ব্য়বহার করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.