কাবুল, 4 সেপ্টেম্বর : পঞ্জশির (Panjshir) দখলে উঠে পড়ে লেগেছে তালিবান (Taliban) ৷ ইতিমধ্যেই তালিবানের তরফে দাবি করা হয়েছে যে তারা পঞ্জশির দখল করে ফেলেছে ৷ এই প্রদেশ দখল করা নিয়ে আঘাত-প্রতিঘাত চলছে গত কয়েকদিন ধরেই ৷ এই পরিস্থিতির মধ্যেই আফগানিস্তানের স্বঘোষিত 'তত্ত্বাবধায়ক' প্রেসিডেন্ট ('caretaker' President) আমরুল্লাহ সালেহ (Amrullah Saleh) জানিয়েছেন, তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে । শুক্রবার টুইট করে তিনি লেখেন, "প্রতিরোধ অব্যাহত রয়েছে ৷ এবং তা থাকবে । এখানে আমি আমার মাটির সঙ্গেই আছি ৷ তার মর্যাদা রক্ষার জন্য তাই থাকব ৷"
এদিন সকালেই জানা গিয়েছে, তালিবান দাবা করছে যে তারা পঞ্জশির দখল করেছে ৷ গত কয়েকদিন ধরেই তাঁকে নিয়ে মিডিয়ায় কিছু মিথ্যা খবর রটানো হচ্ছে ৷ তা স্পষ্ট করতেই সালেহ নিজেই টুইট করেছেন ৷ জানান, তিনি সুস্থ রয়েছেন এবং জন্মভূমির রক্ষায় নিয়োজিত রেখেছেন নিজেকে ৷ দৃঢ় প্রতিজ্ঞ আমরুল্লাহ জানিয়েছেন, তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ যেমন রাখা হয়েছে, তেমনটাই থাকবে ৷ এই কথা জানিয়ে আন্তর্জাতিক সংবাদসংস্থা বিবিসিকে (BBC) তিনি ভিডিয়ো বার্তাও পাঠিয়েছেন ৷
-
The RESISTANCE is continuing and will continue. I am here with my soil, for my soil & defending its dignity. https://t.co/FaKmUGB1mq
— Amrullah Saleh (@AmrullahSaleh2) September 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The RESISTANCE is continuing and will continue. I am here with my soil, for my soil & defending its dignity. https://t.co/FaKmUGB1mq
— Amrullah Saleh (@AmrullahSaleh2) September 3, 2021The RESISTANCE is continuing and will continue. I am here with my soil, for my soil & defending its dignity. https://t.co/FaKmUGB1mq
— Amrullah Saleh (@AmrullahSaleh2) September 3, 2021
এর মধ্যেই তালিবানের তরফে দাবি করা হয়েছে, পঞ্জশিরের খানিকটা তাঁরা দখল করেছে ৷ 11টি ফাঁড়ির সঙ্গে শুতুল জেলার কেন্দ্র দখল করেছে তারা ৷ প্রতিরোধকারীরা ভীষণ ভাবে পর্যুদস্তও হয়েছে ৷ পাল্টা প্রতিরোধবাহিনীর তরফে তালিবানের শুতুল প্রদেশ দখলের এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে ৷ বরং জানানো হয়েছে, প্রত্যাঘাতে বহু তালিবানের মৃত্যু হয়েছে ৷ তাদের অন্ততপক্ষে 350 জন নিহত এবং 290 জন জখম হয়েছে ৷ এটি শুতুল জেলা অবরোধের বিরুদ্ধে ইসলামী গোষ্ঠীর দাবিও অস্বীকার করেছিল । বৃহস্পতিবার পঞ্জশিরে ঢোকার মুখে গুলবাহারে তালিবানের সঙ্গে প্রতিরোধবাহিনীর সংঘর্ষ শুরু হয় ৷ শোনা যাচ্ছে, আল-কায়েদার (Al-Qaeda) সঙ্গে হাত মিলিয়ে পঞ্জশির প্রদেশে হামলা চালায় তালিবান ।
আগের টুইটে সালেহ অভিযোগ করেছিলেন, তালিবান পঞ্জশিরের সঙ্গে মানবিক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ৷ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা নাগরিকদের জাতিগত প্রোফাইল তৈরি করেছে ৷ মাইন ফিল্ডের মধ্যে দিয়ে পঞ্জশিরের বয়স্ক সেনা কর্মীদের হাঁটানো হচ্ছে, যাতে মাইন ফিল্ডের মধ্যে দিয়ে যাওয়ার পথ নির্ধারণ করা যায় ৷ ফোন, বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দিয়েছে ৷ ওষুধপত্রও পাচ্ছেন না মানুষ । তাঁরা কেবল অল্প পরিমাণ নগদ বহন করাতে পারছেন ।
-
Talibs have blocked humanitarian access to Panjshir, do racial profile of travelers, use military age men of Panjhsir as mine clearance tools walking them on mine fields, have shut phone, electricity & not allow medicine either. People can only carry small amount of cash. 1/2
— Amrullah Saleh (@AmrullahSaleh2) September 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Talibs have blocked humanitarian access to Panjshir, do racial profile of travelers, use military age men of Panjhsir as mine clearance tools walking them on mine fields, have shut phone, electricity & not allow medicine either. People can only carry small amount of cash. 1/2
— Amrullah Saleh (@AmrullahSaleh2) September 3, 2021Talibs have blocked humanitarian access to Panjshir, do racial profile of travelers, use military age men of Panjhsir as mine clearance tools walking them on mine fields, have shut phone, electricity & not allow medicine either. People can only carry small amount of cash. 1/2
— Amrullah Saleh (@AmrullahSaleh2) September 3, 2021
তিনি টুইটে আরও লিখেছেন, "জরুরি হাসপাতাল পরিষেবা শুরুর পর থেকে গত 23 বছর ধরে আমরা সেখানে তালিবানের প্রবেশাধিকার কখনওই বন্ধ করিনি । যুদ্ধবিধ্বস্ত দেশে তারা যুদ্ধাপরাধ করছে এবং আফগানদের মানবাধিকারের প্রতিও তাদের কোনও সম্মান বোধ নেই ৷ আমরা রাষ্ট্রসংঘ-সহ আন্তর্জাতিক নেতাদের এই স্পষ্ট অপরাধমূলক ও সন্ত্রাসী আচরণের দিকে নজর দেওয়ার আহ্বান জানাই ৷"
-
Over the past 23 years since start of the Emergency Hospital we never blocked Talib access to it. Talibs are committing war crimes & have zero respect for IHL. We call on UN & world leaders to take notice of this clear criminal & terrorist behavior of the Talibs.
— Amrullah Saleh (@AmrullahSaleh2) September 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Over the past 23 years since start of the Emergency Hospital we never blocked Talib access to it. Talibs are committing war crimes & have zero respect for IHL. We call on UN & world leaders to take notice of this clear criminal & terrorist behavior of the Talibs.
— Amrullah Saleh (@AmrullahSaleh2) September 3, 2021Over the past 23 years since start of the Emergency Hospital we never blocked Talib access to it. Talibs are committing war crimes & have zero respect for IHL. We call on UN & world leaders to take notice of this clear criminal & terrorist behavior of the Talibs.
— Amrullah Saleh (@AmrullahSaleh2) September 3, 2021
আরও পড়ুন : Taliban : চিন-রাশিয়াই গুরুত্বপূর্ণ সহযোগী, জানিয়ে দিল তালিবান