দিল্লি, 25 জুন: নেপালের প্রায় 11টি জায়গায় সীমান্ত লঙ্ঘন করে 33 হেক্টর জমি দখল করার অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে ৷ নেপাল কৃষিমন্ত্রকের সার্ভেতে এমনই তথ্য উঠে এসেছে। বিষয়টি প্রকাশ্যে আসার একদিনের মধ্যেই সংসদের নিম্নকক্ষে প্রস্তাব আনল নেপালের বিরোধী দল নেপালি কংগ্রেস ৷
নেপালি কংগ্রেস হল নেপাল পার্লামেন্টের উভয় কক্ষের প্রধান বিরোধী দল ৷ চিন নেপালের অংশ দখল করার পরই খাগড়া প্রসাদ শর্মা ওলির সরকারের বিরুদ্ধে প্রস্তাব আনেন নেপালি কংগ্রেসের সাংসদ দেবেন্দ্র রাজ কান্ডেল, সত্য নারায়ণ শর্মা খানাল ও সঞ্জয়া কুমার গৌতম ৷ প্রস্তাবে বলা হয়েছে, "ঢোলাকিয়া, হুমলা, সিন্ধুপালচওক, শঙ্খুওয়াসাবা, গোর্খা ও সরুয়া জেলার 64 হেক্টর জমি দখল করেছে চিন ৷ এমনকী সীমান্ত এলাকার 35টি স্তম্ভ সরিয়ে দেওয়া হয়েছে ৷ নেপালের গোর্খা জেলার রুই গ্রাম দখল করেছে চিন সেনা ৷ রুই গ্রামের 72টি ও দারচুলার 18টি পরিবার এখন চিনের দখলে ৷" চিনের এই অনধিকার প্রবেশ নিয়ে নেপালি কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট বিমলেন্দ্রনাথ নিধি টুইটারে সরকারের কাছে জবাব চেয়েছেন ৷ যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে ওলি সরকার ৷
এদিকে চলতি বছরেই লিপুলেখ গিরিপথ থেকে কৈলাস মানস সরোবর যাওয়ার রাস্তার উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ এরপরই লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নেপালের সংসদে বিল পেশ করা হয় ৷ যা সম্প্রতি নেপালের দুই কক্ষেই পাশ হয়েছে ৷