ETV Bharat / international

Afghanistan : আফগান পরিস্থিতির প্রভাব পড়েছে আশপাশে, নিরাপত্তা বৈঠকে জানাল ভারত - India

নয়াদিল্লিতে বুধবার আট দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক হল ৷ সেখানেই এই বিষয়টি বলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷

afghanistan matters have implications for region india says at security dialogue
Afghanistan : আফগান পরিস্থিতির প্রভাব পড়েছে আশপাশে, নিরাপত্তা বৈঠকে জানাল ভারত
author img

By

Published : Nov 10, 2021, 2:19 PM IST

নয়াদিল্লি, 10 নভেম্বর : আফগানিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব আশপাশের অঞ্চলেও পড়ছে ৷ বুধবার নয়াদিল্লিতে আট দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে উঠে এল এই তথ্য ৷ আফগানিস্তানের সংকট নিয়েই আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয় ৷

এদিন বৈঠকের শুরুতে ভাষণ দেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ সেখানেই তিনি জানান যে আফগানিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব শুধু ওই দেশ নয়, তার প্রতিবেশী দেশ ও আশপাশের অঞ্চলেও পড়েছে ৷

আরও পড়ুন : Climate Change: রোগের নাম ‘জলবায়ু পরিবর্তন’, প্রথম আক্রান্ত সত্তরের বৃদ্ধা

তিনি জানান, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে এখন আলোচনা করা দরকার ৷ আরও বেশি সহযোগিতা দরকার এই অঞ্চলের দেশগুলির মধ্যে ৷

এদিনের বৈঠকে ভারত ছাড়াও উপস্থিত ছিলেন রাশিয়া, ইরান, কাজাকিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুরকমেনিস্তান ও উজবেকিস্তান ৷ বৈঠকে পৌরহিত্য করেন অজিত ডোভাল ৷

আরও পড়ুন : Xi Jinping : তৃতীয় দফায় চিনের মসনদে জিনপিংকে বসাতে ঐতিহাসিক পদক্ষেপ সিপিসি'র

অজিত ডোভাল বলেন, ‘‘আমরা আজ আফগানিস্তান সংক্রান্ত বিষয়ে আলোচনা করছি ৷ আমরা ওই দেশের পরিস্থিতির উপর নজর রেখেছি ৷’’ এই আলোচনা থেকে আফগানিস্তান পরিস্থিতির যে প্রভাব আশপাশের অঞ্চলে পড়ছে, তা সামলানোর রাস্তা বেরোবে বলেও বিশ্বাস অজিত ডোভালের ৷

প্রসঙ্গত, গত অগস্টে আফগানিস্তানের নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে সেই দেশ দখল করেছে তালিবান ৷ তার পর থেকেই সেখানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ ইতিমধ্যে সরে গিয়েছে মার্কিন সেনাও ৷ ফলে ওই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন অগ্নিগর্ভ ৷

আরও পড়ুন : Rafale Controversy : মধ্যস্থতাকারীকে 75 লক্ষ ইউরো দাসোঁর, রাফাল বিতর্কে নয়া দাবি ফরাসি পত্রিকার

ইতিমধ্যে বহু মানুষ ওই দেশ ছেড়ে চলে এসেছেন ৷ বিভিন্ন দেশ থেকে যাঁরা সেখানে গিয়ে কাজ করছিলেন, তাঁদেরও ফিরিয়ে নেওয়া হয় ৷ তার পর থেকে তালিবান শাসন চলছে আফগানিস্তানে ৷

নয়াদিল্লি, 10 নভেম্বর : আফগানিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব আশপাশের অঞ্চলেও পড়ছে ৷ বুধবার নয়াদিল্লিতে আট দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে উঠে এল এই তথ্য ৷ আফগানিস্তানের সংকট নিয়েই আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয় ৷

এদিন বৈঠকের শুরুতে ভাষণ দেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ সেখানেই তিনি জানান যে আফগানিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব শুধু ওই দেশ নয়, তার প্রতিবেশী দেশ ও আশপাশের অঞ্চলেও পড়েছে ৷

আরও পড়ুন : Climate Change: রোগের নাম ‘জলবায়ু পরিবর্তন’, প্রথম আক্রান্ত সত্তরের বৃদ্ধা

তিনি জানান, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে এখন আলোচনা করা দরকার ৷ আরও বেশি সহযোগিতা দরকার এই অঞ্চলের দেশগুলির মধ্যে ৷

এদিনের বৈঠকে ভারত ছাড়াও উপস্থিত ছিলেন রাশিয়া, ইরান, কাজাকিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুরকমেনিস্তান ও উজবেকিস্তান ৷ বৈঠকে পৌরহিত্য করেন অজিত ডোভাল ৷

আরও পড়ুন : Xi Jinping : তৃতীয় দফায় চিনের মসনদে জিনপিংকে বসাতে ঐতিহাসিক পদক্ষেপ সিপিসি'র

অজিত ডোভাল বলেন, ‘‘আমরা আজ আফগানিস্তান সংক্রান্ত বিষয়ে আলোচনা করছি ৷ আমরা ওই দেশের পরিস্থিতির উপর নজর রেখেছি ৷’’ এই আলোচনা থেকে আফগানিস্তান পরিস্থিতির যে প্রভাব আশপাশের অঞ্চলে পড়ছে, তা সামলানোর রাস্তা বেরোবে বলেও বিশ্বাস অজিত ডোভালের ৷

প্রসঙ্গত, গত অগস্টে আফগানিস্তানের নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে সেই দেশ দখল করেছে তালিবান ৷ তার পর থেকেই সেখানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ ইতিমধ্যে সরে গিয়েছে মার্কিন সেনাও ৷ ফলে ওই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন অগ্নিগর্ভ ৷

আরও পড়ুন : Rafale Controversy : মধ্যস্থতাকারীকে 75 লক্ষ ইউরো দাসোঁর, রাফাল বিতর্কে নয়া দাবি ফরাসি পত্রিকার

ইতিমধ্যে বহু মানুষ ওই দেশ ছেড়ে চলে এসেছেন ৷ বিভিন্ন দেশ থেকে যাঁরা সেখানে গিয়ে কাজ করছিলেন, তাঁদেরও ফিরিয়ে নেওয়া হয় ৷ তার পর থেকে তালিবান শাসন চলছে আফগানিস্তানে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.