ETV Bharat / international

Afghanistan : কাজ যেতে বাধা দিচ্ছে তালিবান, অভিযোগ মহিলা সাংবাদিকের

মহিলা সাংবাদিকদের কাজ করতে দেওয়া হচ্ছে না ৷ এমনই অভিযোগ করলেন রেডিও টেলিভিশন আফগানিস্তানের মহিলা সঞ্চালিকা ৷ তাঁকে এবং তাঁর অন্য়ান্য় মহিলা সহকর্মীদের তালিবানরা অফিসে ঢুকতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

afghan-women-journalists-say-they-are-now-being-barred-from-working-by-taliban
কাজ যেতে বাধা দিচ্ছে তালিবান, অভিযোগ মহিলা সাংবাদিকের
author img

By

Published : Aug 20, 2021, 2:04 PM IST

কাবুল, 20 অগস্ট : মহিলা সাংবাদিকদের সংবাদ মাধ্যমে কাজ করার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ ৷ রেডিও টেলিভিশন আফগানিস্তানের এক মহিলা সাংবাদিক তথা সঞ্চালক শবনম খান দওরানকে তাঁর অফিসে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর অভিযোগ তালিবান জঙ্গিরা তাঁকে অফিসের গেটে আটকে দেয় ৷ তিনি আরও বলেছেন, তালিবানের তরফে বলা হয়েছে, শরিয়তি আইন মেনে মহিলাদের সংবাদ মাধ্যমে কাজ করতে দেওয়া হবে ৷ কিন্তু, বাস্তব ছবিটা সম্পূর্ণ অন্য বলে অভিযোগ করেছেন তিনি ৷

আফগানিস্তানের সংবাদ মাধ্যম টোলো নিউজের তরফে শবনম খান দওরানের বক্তব্যকে উল্লেখ করে বলা হয়েছে, ‘‘আমি কাজে ফিরতে চাই ৷ কিন্তু, দূর্ভাগ্যবশত তারা আমাকে কাজ করতে দিচ্ছে না ৷ তারা বলছে শাসনের পরিবর্তন হয়েছে এবং আপনি কাজ করতে পারবেন না ৷’’ আরেক সাংবাদিক খাদিজা অভিযোগ করেছেন, তাঁর কাজের উপরেও তালিবানরা নিষেধাজ্ঞা আরোপ করেছে ৷ তিনি বলেন, ‘‘আমি অফিসে গিয়েছিলাম ৷ কিন্তু, সেখানে আমাকে ঢুকতে দেওয়া হয়নি ৷ পরে আমার অন্যান্য সহকর্মীদের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয় ৷ আমরা আমাদের নতুন ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি, যাঁকে তালিবানের তরফে নিয়োগ করা হয়েছে ৷’’

আরও পড়ুন : Afghanistan : আফগানরা যেন দেশ না ছাড়েন, ইমাম এবং ধর্মপ্রচারকদের সক্রিয় হতে নির্দেশ তালিবানের

খাদিজা আরও জানিয়েছেন, তালিবানের তরফে তাঁদের বলা হয়েছে খুব দ্রুত মহিলা সাংবাদিকদের কাজ করার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ সংবাদ চ্যানেলের অনুষ্ঠানের বিষয় বদলে দেওয়া হয়েছে ৷ তালিবান তাদের নিজেদের পছন্দের অনুষ্ঠান সম্প্রচার করছে ৷ সেখানে কোনও মহিলা সাংবাদিক এবং সঞ্চালক নেই ৷ আর তালিবানের তরফে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর বলা হয়েছিল, ইসলামের শরিয়তি আইনের মধ্যে মহিলাদের অধিকারের বিষয়টিকে সম্মান দেওয়া হবে ৷ তারপরেও প্রতিপদে মহিলাদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : Taliban: কান্দহার-হেরাটে বন্ধ ভারতীয় কনস্যুলেটে হানা তালিবানের, নথির খোঁজে তল্লাশি

প্রসঙ্গত, তালিবান মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ নিশ্চিত করে জানিয়েছিলেন, শরিয়তি আইন মেনে তালিবান মহিলাদের অধিকার প্রদান করবে ৷ যেখানে ওই জঙ্গি নেতা জানায়, ইসলামিক আইন মেনে মহিলাদের অধিকার দেওয়ার ক্ষেত্রে তালিবান বদ্ধপরিকর ৷ স্বাস্থ্য ক্ষেত্র এবং অন্যান্য সব জায়গায় যেখানে মহিলাদের প্রয়োজন রয়েছে, সেখানে তাঁরা কাজ করতে পারবেন ৷ সেখানে মহিলাদের প্রতি কোনওরকম অভব্য আচরণ করা হবে না ৷ এমনকি তালিবানের তরফে সকল সরকারি কর্মচারীদের ক্ষমা করার কথাও জানানো হয় ৷ সেই সঙ্গে সকল সরকারি কর্মীদের কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ৷

কাবুল, 20 অগস্ট : মহিলা সাংবাদিকদের সংবাদ মাধ্যমে কাজ করার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ ৷ রেডিও টেলিভিশন আফগানিস্তানের এক মহিলা সাংবাদিক তথা সঞ্চালক শবনম খান দওরানকে তাঁর অফিসে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর অভিযোগ তালিবান জঙ্গিরা তাঁকে অফিসের গেটে আটকে দেয় ৷ তিনি আরও বলেছেন, তালিবানের তরফে বলা হয়েছে, শরিয়তি আইন মেনে মহিলাদের সংবাদ মাধ্যমে কাজ করতে দেওয়া হবে ৷ কিন্তু, বাস্তব ছবিটা সম্পূর্ণ অন্য বলে অভিযোগ করেছেন তিনি ৷

আফগানিস্তানের সংবাদ মাধ্যম টোলো নিউজের তরফে শবনম খান দওরানের বক্তব্যকে উল্লেখ করে বলা হয়েছে, ‘‘আমি কাজে ফিরতে চাই ৷ কিন্তু, দূর্ভাগ্যবশত তারা আমাকে কাজ করতে দিচ্ছে না ৷ তারা বলছে শাসনের পরিবর্তন হয়েছে এবং আপনি কাজ করতে পারবেন না ৷’’ আরেক সাংবাদিক খাদিজা অভিযোগ করেছেন, তাঁর কাজের উপরেও তালিবানরা নিষেধাজ্ঞা আরোপ করেছে ৷ তিনি বলেন, ‘‘আমি অফিসে গিয়েছিলাম ৷ কিন্তু, সেখানে আমাকে ঢুকতে দেওয়া হয়নি ৷ পরে আমার অন্যান্য সহকর্মীদের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয় ৷ আমরা আমাদের নতুন ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি, যাঁকে তালিবানের তরফে নিয়োগ করা হয়েছে ৷’’

আরও পড়ুন : Afghanistan : আফগানরা যেন দেশ না ছাড়েন, ইমাম এবং ধর্মপ্রচারকদের সক্রিয় হতে নির্দেশ তালিবানের

খাদিজা আরও জানিয়েছেন, তালিবানের তরফে তাঁদের বলা হয়েছে খুব দ্রুত মহিলা সাংবাদিকদের কাজ করার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ সংবাদ চ্যানেলের অনুষ্ঠানের বিষয় বদলে দেওয়া হয়েছে ৷ তালিবান তাদের নিজেদের পছন্দের অনুষ্ঠান সম্প্রচার করছে ৷ সেখানে কোনও মহিলা সাংবাদিক এবং সঞ্চালক নেই ৷ আর তালিবানের তরফে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর বলা হয়েছিল, ইসলামের শরিয়তি আইনের মধ্যে মহিলাদের অধিকারের বিষয়টিকে সম্মান দেওয়া হবে ৷ তারপরেও প্রতিপদে মহিলাদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : Taliban: কান্দহার-হেরাটে বন্ধ ভারতীয় কনস্যুলেটে হানা তালিবানের, নথির খোঁজে তল্লাশি

প্রসঙ্গত, তালিবান মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ নিশ্চিত করে জানিয়েছিলেন, শরিয়তি আইন মেনে তালিবান মহিলাদের অধিকার প্রদান করবে ৷ যেখানে ওই জঙ্গি নেতা জানায়, ইসলামিক আইন মেনে মহিলাদের অধিকার দেওয়ার ক্ষেত্রে তালিবান বদ্ধপরিকর ৷ স্বাস্থ্য ক্ষেত্র এবং অন্যান্য সব জায়গায় যেখানে মহিলাদের প্রয়োজন রয়েছে, সেখানে তাঁরা কাজ করতে পারবেন ৷ সেখানে মহিলাদের প্রতি কোনওরকম অভব্য আচরণ করা হবে না ৷ এমনকি তালিবানের তরফে সকল সরকারি কর্মচারীদের ক্ষমা করার কথাও জানানো হয় ৷ সেই সঙ্গে সকল সরকারি কর্মীদের কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.