ETV Bharat / international

মা-বাবার খুনের বদলা, দুই তালিবান জঙ্গিকে খতম করল আফগান কিশোরী - দুই তালিবান জঙ্গিকে খতম করল কিশোরী

বাড়িতে হামলা চালায় তালিবান জঙ্গিরা । খুন করে বাবা-মাকে । পরিবারের একে-47 রাইফেলটি হাতে নিয়ে রুখে দাঁড়ায় আফগানিস্তানের কিশোরী । রাইফেল হাতে কিশোরীর ছবি ভাইরাল হতেই প্রশংসার বন্যা সোশাল মিডিয়ায় ।

Afghan girl fought back Taliban militants
দুই তালিবান জঙ্গিকে খতম করল কিশোরী
author img

By

Published : Jul 23, 2020, 1:40 AM IST

কাবুল, 22 জুলাই : সরকারের সমর্থক ছিলেন কিশোরীর বাবা । সেই 'অপরাধে' তাদের বাড়িতে হামলা চালায় তালিবান জঙ্গিরা । মেরে ফেলে তার বাবা-মাকে । ঘাবড়ে না গিয়ে পরিবারের একে-47 রাইফেলটি হাতে তুলে নেয় ওই কিশোরী । ঘোর প্রদেশের প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, দুই জঙ্গিকে গুলি করে হত্যা করে সে, আহত হয় আরও বেশ কয়েকজন জঙ্গি ।

রাইফেল হাতে ওই কিশোরীর একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । সাহসিকতার জন্য সোশাল মিডিয়ায় প্রশংসাও পেয়েছে সে । পরে আরও কিছু জঙ্গি গ্রিওয়া গ্রামের ওই বাড়িটিতে হামলা চালায় । তবে, গ্রামবাসী এবং সরকারের অন্যান্য সমর্থকরা তাদের পালটা গণপিটুনি দেয় ।

কিশোরীর বয়স 14 থেকে 16-র মধ্যে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা । ওই কিশোরী এবং তার ছোট ভাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা ।

সোশাল মিডিয়ায় কিশোরীর সাহসের প্রশংসা করে কেউ বললেন, "হ্যাটস অফ" । কেউ আবার বলেন, "জানি তোমার মা-বাবা ফিরে আসবে না । তবু তোমার এই প্রতিশোধ তোমায় শান্তি দেবে ।"

যদিও এই হামলার কথা অস্বীকার করেছে তালিবানিরা । তালিবান মুখপাত্র জ়াবিহুল্লা মুজাহিদ বলেন, "ঘোরের স্থানীয় পুলিশ চৌকিতে হামলা চালিয়েছিল তালিবানিরা, যেখানে দু'জন আহত ও বেশ কয়েকজন স্থানীয় পুলিশ নিহত হয় ।"

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, আফগানিস্তানের পশ্চিমের প্রদেশগুলির মধ্যে অন্যতম অনুন্নত প্রদেশ হল ঘোর । নারী নির্যাতনের ঘটনাও বেশি এই প্রদেশে । তালিবানরা ফেব্রুয়ারিতে অ্যামেরিকার সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে । তবে বর্তমানে এর অনেক সদস্যই সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে আফগানিস্তানের সরকার ফেলে দিতে চাইছে ।

কাবুল, 22 জুলাই : সরকারের সমর্থক ছিলেন কিশোরীর বাবা । সেই 'অপরাধে' তাদের বাড়িতে হামলা চালায় তালিবান জঙ্গিরা । মেরে ফেলে তার বাবা-মাকে । ঘাবড়ে না গিয়ে পরিবারের একে-47 রাইফেলটি হাতে তুলে নেয় ওই কিশোরী । ঘোর প্রদেশের প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, দুই জঙ্গিকে গুলি করে হত্যা করে সে, আহত হয় আরও বেশ কয়েকজন জঙ্গি ।

রাইফেল হাতে ওই কিশোরীর একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । সাহসিকতার জন্য সোশাল মিডিয়ায় প্রশংসাও পেয়েছে সে । পরে আরও কিছু জঙ্গি গ্রিওয়া গ্রামের ওই বাড়িটিতে হামলা চালায় । তবে, গ্রামবাসী এবং সরকারের অন্যান্য সমর্থকরা তাদের পালটা গণপিটুনি দেয় ।

কিশোরীর বয়স 14 থেকে 16-র মধ্যে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা । ওই কিশোরী এবং তার ছোট ভাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা ।

সোশাল মিডিয়ায় কিশোরীর সাহসের প্রশংসা করে কেউ বললেন, "হ্যাটস অফ" । কেউ আবার বলেন, "জানি তোমার মা-বাবা ফিরে আসবে না । তবু তোমার এই প্রতিশোধ তোমায় শান্তি দেবে ।"

যদিও এই হামলার কথা অস্বীকার করেছে তালিবানিরা । তালিবান মুখপাত্র জ়াবিহুল্লা মুজাহিদ বলেন, "ঘোরের স্থানীয় পুলিশ চৌকিতে হামলা চালিয়েছিল তালিবানিরা, যেখানে দু'জন আহত ও বেশ কয়েকজন স্থানীয় পুলিশ নিহত হয় ।"

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, আফগানিস্তানের পশ্চিমের প্রদেশগুলির মধ্যে অন্যতম অনুন্নত প্রদেশ হল ঘোর । নারী নির্যাতনের ঘটনাও বেশি এই প্রদেশে । তালিবানরা ফেব্রুয়ারিতে অ্যামেরিকার সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে । তবে বর্তমানে এর অনেক সদস্যই সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে আফগানিস্তানের সরকার ফেলে দিতে চাইছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.