ETV Bharat / international

83 জন যাত্রী নিয়ে গজনিতে ভেঙে পড়ল বিমান

আফগানিস্তানে 83 জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান । হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি ।

plane Crash
ভেঙে পড়ল বিমান
author img

By

Published : Jan 27, 2020, 4:07 PM IST

Updated : Jan 27, 2020, 5:01 PM IST

কাবুল, 27 জানুয়ারি : আফগানিস্তানের গজনিতে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান । বিমানটি আফগানিস্তানের সরকারি যাত্রীবাহী বিমান পরিষেবা সংস্থা আরিয়ানার ।

গজনি রাজ্যের প্রশাসনের মুখপাত্র আরিফ নুরি জানিয়েছেন, আফগানিস্তানের দে ইয়াক জেলার সাদো খেল এলাকায় বিমানটি ভেঙে পড়েছে । দুপুর 1টা 10 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে ।

বিমানে 83 জন যাত্রী ছিল বলে জানা গেছে । তবে, হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি । প্রশাসন জানিয়েছে, উদ্ধারকাজ শুরু হয়েছে ।

কাবুল, 27 জানুয়ারি : আফগানিস্তানের গজনিতে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান । বিমানটি আফগানিস্তানের সরকারি যাত্রীবাহী বিমান পরিষেবা সংস্থা আরিয়ানার ।

গজনি রাজ্যের প্রশাসনের মুখপাত্র আরিফ নুরি জানিয়েছেন, আফগানিস্তানের দে ইয়াক জেলার সাদো খেল এলাকায় বিমানটি ভেঙে পড়েছে । দুপুর 1টা 10 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে ।

বিমানে 83 জন যাত্রী ছিল বলে জানা গেছে । তবে, হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি । প্রশাসন জানিয়েছে, উদ্ধারকাজ শুরু হয়েছে ।

New Delhi, Jan 27 (ANI): Board of Control for Cricket in India (BCCI) president Sourav Ganguly and National Cricket Academy (NCA) Director Rahul Dravid arrived for a meeting on issues concerning NCA in Delhi on January 27.
Last Updated : Jan 27, 2020, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.