ETV Bharat / international

পেশোয়ারে খুন শিখ যুবক - পাকিস্তনে খুন এক শিখ যুবক

মৃতের নাম রবিন্দর সিং (25) । পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে ওই যুবককে ।

pakistan
pakistan
author img

By

Published : Jan 5, 2020, 4:46 PM IST

Updated : Jan 5, 2020, 6:02 PM IST

পেশোয়ার , 5 জানুয়ারি : পাকিস্তানের চমকানিতে আজ এক শিখ যুবকের মৃতদেহ উদ্ধার হয় । পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে খুন করা হয়েছে । রবিন্দর সিং (25) নামে ওই যুবকের বাড়ি খাইবার পাখতুনওয়া প্রদেশের শাংলা জেলায় ।

পেশোয়ারে বিয়ের বাজারের জন্য এসেছিলেন রবিন্দর । পুলিশের প্রাথমিক অনুমান, সেখানেই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা । খুন করা হয় তাঁকে ।

মৃতের পরিবারের কাছে একটি ফোন যায় । অজ্ঞাত এক আততায়ীর থেকে তাঁদের কাছে ফোন এসেছিল । রবিন্দরের পরিবারকে জানানো হয়, তাঁর মৃত্যু হয়েছে । পরিবারের ধারণা, ব্যক্তিগত শত্রুতার কারণেই রবিন্দরের উপর হামলা করেছে দুষ্কৃতীরা ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কারণে এই খুন, তা খতিয়ে দেখছে পুলিশ ।

উদ্ধার হয় যুবকের মৃতদেহ, ভিডিয়োয় দেখুন...

শিখ যুবককে খুনের তীব্র নিন্দা করে ভারত । এক বিবৃতিতে বিদেশমন্ত্রক বলে, "পাকিস্তানে সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের উপর বারবার আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে ভারত । আজ পেশোয়ারে শিখ যুবক খুন হয় । দু'দিন আগে নানকানা সাহিবে গুরুদ্বার ঘিরে বিক্ষোভ দেখায় ও পাথর ছোড়ে দুষ্কৃতীরা । তারও আগে শিখ যুবতিকে অপহরণ করে ধর্মান্তর করে বিবাহ করা হয়েছিল । "

উল্লেখ্য, 3 জানুয়ারি পাকিস্তানের নানকানা সাহিব গুরুদ্বারের সামনে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা । গুরুদ্বার লক্ষ্য করে পাথর ছোড়া হয় । যার জেরে গুরুদ্বারের ভিতরে আটকে পড়ে বহু মানুষ । সেই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক । টুইট করে জানানো হয়েছিল, "আমরা নানকানা সাহিবে গুরুদ্বারে হামলার ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন । পাকিস্তানের শিখ সংখ্যালঘুরা ধর্মীয় নির্যাতনের শিকার হচ্ছেন । পাকিস্তান সরকারের কাছে অনুরোধ অবিলম্বে যেন ব্যবস্থা নেওয়া হয় ।"

পেশোয়ার , 5 জানুয়ারি : পাকিস্তানের চমকানিতে আজ এক শিখ যুবকের মৃতদেহ উদ্ধার হয় । পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে খুন করা হয়েছে । রবিন্দর সিং (25) নামে ওই যুবকের বাড়ি খাইবার পাখতুনওয়া প্রদেশের শাংলা জেলায় ।

পেশোয়ারে বিয়ের বাজারের জন্য এসেছিলেন রবিন্দর । পুলিশের প্রাথমিক অনুমান, সেখানেই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা । খুন করা হয় তাঁকে ।

মৃতের পরিবারের কাছে একটি ফোন যায় । অজ্ঞাত এক আততায়ীর থেকে তাঁদের কাছে ফোন এসেছিল । রবিন্দরের পরিবারকে জানানো হয়, তাঁর মৃত্যু হয়েছে । পরিবারের ধারণা, ব্যক্তিগত শত্রুতার কারণেই রবিন্দরের উপর হামলা করেছে দুষ্কৃতীরা ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কারণে এই খুন, তা খতিয়ে দেখছে পুলিশ ।

উদ্ধার হয় যুবকের মৃতদেহ, ভিডিয়োয় দেখুন...

শিখ যুবককে খুনের তীব্র নিন্দা করে ভারত । এক বিবৃতিতে বিদেশমন্ত্রক বলে, "পাকিস্তানে সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের উপর বারবার আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে ভারত । আজ পেশোয়ারে শিখ যুবক খুন হয় । দু'দিন আগে নানকানা সাহিবে গুরুদ্বার ঘিরে বিক্ষোভ দেখায় ও পাথর ছোড়ে দুষ্কৃতীরা । তারও আগে শিখ যুবতিকে অপহরণ করে ধর্মান্তর করে বিবাহ করা হয়েছিল । "

উল্লেখ্য, 3 জানুয়ারি পাকিস্তানের নানকানা সাহিব গুরুদ্বারের সামনে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা । গুরুদ্বার লক্ষ্য করে পাথর ছোড়া হয় । যার জেরে গুরুদ্বারের ভিতরে আটকে পড়ে বহু মানুষ । সেই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক । টুইট করে জানানো হয়েছিল, "আমরা নানকানা সাহিবে গুরুদ্বারে হামলার ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন । পাকিস্তানের শিখ সংখ্যালঘুরা ধর্মীয় নির্যাতনের শিকার হচ্ছেন । পাকিস্তান সরকারের কাছে অনুরোধ অবিলম্বে যেন ব্যবস্থা নেওয়া হয় ।"

Hyderabad, Jan 05 (ANI): All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) president, Asaduddin Owaisi on Saturday said that Pakistan Prime Minister Imran Khan should not worry about Indian Muslims, Khan should worry about his own country, adding that "we are proud Indian Muslims and will remain so". Owais's statements come after Pakistan PM tweeted a fake video on Friday to "expose" India. He said, "Pakistan's Prime Minister posted video from Bangladesh falsely claiming it to be from India. Mr Khan you worry about your own country. We have rejected wrong theory of Jinnah, we are proud Indian Muslims and will remain so."

Last Updated : Jan 5, 2020, 6:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.