ETV Bharat / international

কমান্ডার সুলেইমানির মৃত্যুতে নৃত্য করছেন ইরাকের মানুষ; ভিডিয়ো টুইট পম্পেয়োর

বাগদাদ বিমানবন্দরে অ্যামেরিকার সেনার অভিযান । বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার বড়সড় মূল্য দিতে হবে তেহরানকে এমনটাই ঘোষণা করেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর হলও তাই ৷ দেশের বাইরে কর্মরত অ্যামেরিকার নাগরিকদের রক্ষার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ করা হয়েছে ৷  পদক্ষেপ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ৷

সেনা অভিযানে হত কমান্ডার, নৃত্য করছেন ইরাকের মানুষ; ভিডিয়ো টুইট পম্পেয়োর
সেনা অভিযানে হত কমান্ডার, নৃত্য করছেন ইরাকের মানুষ; ভিডিয়ো টুইট পম্পেয়োর
author img

By

Published : Jan 3, 2020, 7:37 AM IST

Updated : Jan 3, 2020, 2:49 PM IST

বাগদাদ, 3 জানুয়ারি : বাগদাদ বিমানবন্দরে অ্যামেরিকার সেনা অভিযান । বিমান হানায় মিজ়াইল বর্ষণের ফলে ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কাদ্‌স ফোর্সের কমান্ডার কাসেম সুলেইমানি সহ মোট আটজনের মৃত্যু হয়েছে । এই ঘটনায় ইরাকের মানুষ খুব খুশি, একথা জানিয়ে একটি ভিডিয়ো-সহ টুইট করেছেন অ্যামেরিকার বিদেশ সচিব মাইক পম্পেয়ো। তিনি টুইটে লেখেন, ''জেনেরাল সোলেইমানি আর নেই জেনে রাস্তায় আনন্দ-নৃত্য করছেন ইরাকের মানুষ।''

ইরাকের সেনা সূত্রে খবর, আজ ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালানো হয়েছে অ্যামেরিকার সেনাবাহিনীর তরফে । পাশাপাশি দুটি গাড়িও বিস্ফোরণ হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আটজনের মৃত্যু হয়েছে । ইরাকের ঘটনার অব্যবহিত পরই অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রের পতাকার ছবি পোস্ট করেন টুইটে ৷

রাজনৈতিক মহল বলছে, এভাবেই দূতাবাসে আগুন ও ভাঙচুরের পরে জবাব দিল অ্যামেরিকা । পশ্চিম এশিয়ায় শয়ে শয়ে সেনা পাঠানো শুরু করেছে ট্রাম্প প্রশাসন ৷ বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার বড়সড় মূল্য চোকাতে হবে তেহরানকে এমনটাই ঘোষণা করেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট , আর হলও তাই ৷ দেশের বাইরে কর্মরত অ্যামেরিকার নাগরিকদের রক্ষার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ করা হয়েছে ৷ পদক্ষেপ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ৷ ইরানের কমান্ডার সোলেইমানির মৃত্যুর পর পেন্টাগনের তরফে জানানো হয়েছে এমনই ৷

  • Spoke with Iraqi Speaker al-Halbousi and thanked him for condemning @USEmbBaghdad attacks by Iran and its proxies. We agreed Iraq must uphold its responsibility to keep U.S. personnel safe and prevent further attacks. Building a sovereign & strong Iraq remains a shared priority.

    — Secretary Pompeo (@SecPompeo) January 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিরক্ষা দপ্তরের তরফে বলা হয়েছে, সোলেইমানি অ্যামেরিকার কূটনীতিক ও অন্যদের উপর হামলার ছক কষছিল ৷ সে ও তার বাহিনী অ্যামেরিকার নাগরিকদের মৃত্যুর জন্য দায়ি ৷ সেনা সূত্রে জানানো হয়েছে, অ্যামেরিকার সেনা অভিযানে ইরাকের কমান্ডার মৃত্যু জেনেরাল কাসেম সুলেইমানির মৃত্যু হয়েছে ৷ তেহরান সমর্থিত আধাসামরিক বাহিনী হাশেদ আল-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মেহদি আল-মুহানদিস। অভিযানে মৃত্যু হয়েছে তারও ৷ তার এই গোষ্ঠীর মধ্যেই রয়েছে কাতায়েব হিজবুল্লা গোষ্ঠী। এই গোষ্ঠীর ২৫ জন মার্কিন হানায় নিহত হওয়ার পরেই রবিবারে দূতাবাসের হামলার ঘটে ৷

কিছুদিন আগেই দূতাবাসকে সুরক্ষা দিতে ব্যর্থ ইরাকের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ অ্যামেরিকান প্রতিরক্ষা সচিব মার্ক এসপার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, 82 নম্বর এয়ারবর্ন ডিভিশনের ব়্যাপিড রেসপন্স ইউনিটের প্রায় 750 টি দলকে আগামী কয়েকদিনের মধ্যে বাগদাদে মোতায়েন করা হবে ৷

2018 সালের মে মাসে ট্রাম্প আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেন । এরপর থেকেই দু'দেশের মধ্যে সংঘাত বেড়েছে আরও ৷ এরপরই ইরানকে 'জবাব' দিল অ্যামেরিকা ৷

বাগদাদ, 3 জানুয়ারি : বাগদাদ বিমানবন্দরে অ্যামেরিকার সেনা অভিযান । বিমান হানায় মিজ়াইল বর্ষণের ফলে ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কাদ্‌স ফোর্সের কমান্ডার কাসেম সুলেইমানি সহ মোট আটজনের মৃত্যু হয়েছে । এই ঘটনায় ইরাকের মানুষ খুব খুশি, একথা জানিয়ে একটি ভিডিয়ো-সহ টুইট করেছেন অ্যামেরিকার বিদেশ সচিব মাইক পম্পেয়ো। তিনি টুইটে লেখেন, ''জেনেরাল সোলেইমানি আর নেই জেনে রাস্তায় আনন্দ-নৃত্য করছেন ইরাকের মানুষ।''

ইরাকের সেনা সূত্রে খবর, আজ ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালানো হয়েছে অ্যামেরিকার সেনাবাহিনীর তরফে । পাশাপাশি দুটি গাড়িও বিস্ফোরণ হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আটজনের মৃত্যু হয়েছে । ইরাকের ঘটনার অব্যবহিত পরই অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রের পতাকার ছবি পোস্ট করেন টুইটে ৷

রাজনৈতিক মহল বলছে, এভাবেই দূতাবাসে আগুন ও ভাঙচুরের পরে জবাব দিল অ্যামেরিকা । পশ্চিম এশিয়ায় শয়ে শয়ে সেনা পাঠানো শুরু করেছে ট্রাম্প প্রশাসন ৷ বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার বড়সড় মূল্য চোকাতে হবে তেহরানকে এমনটাই ঘোষণা করেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট , আর হলও তাই ৷ দেশের বাইরে কর্মরত অ্যামেরিকার নাগরিকদের রক্ষার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ করা হয়েছে ৷ পদক্ষেপ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ৷ ইরানের কমান্ডার সোলেইমানির মৃত্যুর পর পেন্টাগনের তরফে জানানো হয়েছে এমনই ৷

  • Spoke with Iraqi Speaker al-Halbousi and thanked him for condemning @USEmbBaghdad attacks by Iran and its proxies. We agreed Iraq must uphold its responsibility to keep U.S. personnel safe and prevent further attacks. Building a sovereign & strong Iraq remains a shared priority.

    — Secretary Pompeo (@SecPompeo) January 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিরক্ষা দপ্তরের তরফে বলা হয়েছে, সোলেইমানি অ্যামেরিকার কূটনীতিক ও অন্যদের উপর হামলার ছক কষছিল ৷ সে ও তার বাহিনী অ্যামেরিকার নাগরিকদের মৃত্যুর জন্য দায়ি ৷ সেনা সূত্রে জানানো হয়েছে, অ্যামেরিকার সেনা অভিযানে ইরাকের কমান্ডার মৃত্যু জেনেরাল কাসেম সুলেইমানির মৃত্যু হয়েছে ৷ তেহরান সমর্থিত আধাসামরিক বাহিনী হাশেদ আল-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মেহদি আল-মুহানদিস। অভিযানে মৃত্যু হয়েছে তারও ৷ তার এই গোষ্ঠীর মধ্যেই রয়েছে কাতায়েব হিজবুল্লা গোষ্ঠী। এই গোষ্ঠীর ২৫ জন মার্কিন হানায় নিহত হওয়ার পরেই রবিবারে দূতাবাসের হামলার ঘটে ৷

কিছুদিন আগেই দূতাবাসকে সুরক্ষা দিতে ব্যর্থ ইরাকের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ অ্যামেরিকান প্রতিরক্ষা সচিব মার্ক এসপার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, 82 নম্বর এয়ারবর্ন ডিভিশনের ব়্যাপিড রেসপন্স ইউনিটের প্রায় 750 টি দলকে আগামী কয়েকদিনের মধ্যে বাগদাদে মোতায়েন করা হবে ৷

2018 সালের মে মাসে ট্রাম্প আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেন । এরপর থেকেই দু'দেশের মধ্যে সংঘাত বেড়েছে আরও ৷ এরপরই ইরানকে 'জবাব' দিল অ্যামেরিকা ৷

Dantewada (Chhattisgarh), Jan 03 (ANI): A differently-abled class 7 student has attracted the attention of cricket legend Sachin Tendulkar, and the reason is former's dedication for the sport despite the physical limitations he has. Madda Ram Kawasi hails from Naxal-hit Dantewada district in Chhattisgarh, and is playing cricket for last two years. Tendulkar had tweeted a video in which Madda was seen playing cricket, and told his followers to start their new year with the "inspirational video".
Last Updated : Jan 3, 2020, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.