ETV Bharat / international

ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিন্স - দক্ষিণ ফিলিপিন্স

রবিবার স্থানীয় সময় বেলা সাড়ে বারোটা নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিন্স ৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল 6.3 ৷ এর পরবর্তী ধাক্কাও আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে, সেদেশের ভূ-বিভাগ ৷ ফলে দক্ষিণ ফিলিপিন্সে সতর্কতা জারি করা হয়েছে ৷

6-dot-3-magnitude-earthquake-rattles-southern-philippines
6.3 মাত্রার ভূমিকম্প দক্ষিণ ফিলিপিন্সের দাভাও ডেল সুর প্রদেশে
author img

By

Published : Feb 7, 2021, 12:37 PM IST

মানিলা (ফিলিপিন্স), 7 ফেব্রুয়ারি : ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিন্সে দাভাও ডেল সুর প্রদেশ ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.3 ৷ ফিলিপাইন ইনস্টিটিউট অফ সিসমোলজি অ্যান্ড ভলক্যানোলজি একথা জানিয়েছে ৷ ওই সংস্থার তরফে জানানো হয়েছে, ফিলিপিন্সের স্থানীয় সময় দুপুর 12টা 22 মিনিটে এই ভূমিকম্প হয়েছে ৷

আরও পড়ুন : ভারত-নেপাল সীমান্তে ভূমিকম্প

রবিবারের এই ভূমিকম্পে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ ভূমিকম্পের উৎসস্থল ম্যাগসেসে শহর থেকে 6 কিলোমিটার দক্ষিণ-পূর্বে মাটি থেকে 15 কিলোমিটার গভীরে ৷ ফিলিপিন্সের ভূ-বিভাগের তরফে বলা হয়েছে, এই ভূমিকম্পটি মূলত টেকটোনিক প্রকৃতির ছিল ৷ এই ভূমিকম্পের পরবর্তী ধাক্কাও আসতে পারে এবং তার ফলে ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছে ভূ-বিভাগ ৷ ভূমিকম্প দক্ষিণ কোটাবাটো প্রদেশের কাডাপাওয়ান শহর, কোরোনাডাল শহর এবং মিনডানাও অঞ্চলে অনুভূত হয়েছে ৷ ফিলিপিন্স তার ভৌগলিক অবস্থানের জন্য স্বাভাবিকভাবেই ভূমিকম্প প্রবণ দেশ ৷

মানিলা (ফিলিপিন্স), 7 ফেব্রুয়ারি : ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিন্সে দাভাও ডেল সুর প্রদেশ ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.3 ৷ ফিলিপাইন ইনস্টিটিউট অফ সিসমোলজি অ্যান্ড ভলক্যানোলজি একথা জানিয়েছে ৷ ওই সংস্থার তরফে জানানো হয়েছে, ফিলিপিন্সের স্থানীয় সময় দুপুর 12টা 22 মিনিটে এই ভূমিকম্প হয়েছে ৷

আরও পড়ুন : ভারত-নেপাল সীমান্তে ভূমিকম্প

রবিবারের এই ভূমিকম্পে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ ভূমিকম্পের উৎসস্থল ম্যাগসেসে শহর থেকে 6 কিলোমিটার দক্ষিণ-পূর্বে মাটি থেকে 15 কিলোমিটার গভীরে ৷ ফিলিপিন্সের ভূ-বিভাগের তরফে বলা হয়েছে, এই ভূমিকম্পটি মূলত টেকটোনিক প্রকৃতির ছিল ৷ এই ভূমিকম্পের পরবর্তী ধাক্কাও আসতে পারে এবং তার ফলে ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছে ভূ-বিভাগ ৷ ভূমিকম্প দক্ষিণ কোটাবাটো প্রদেশের কাডাপাওয়ান শহর, কোরোনাডাল শহর এবং মিনডানাও অঞ্চলে অনুভূত হয়েছে ৷ ফিলিপিন্স তার ভৌগলিক অবস্থানের জন্য স্বাভাবিকভাবেই ভূমিকম্প প্রবণ দেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.