ETV Bharat / international

পেশওয়ারে মাদ্রাসায় বিস্ফোরণে গ্রেপ্তার 55 - কাউন্টার টেররিজ়ম

বুধবার পেশওয়ার পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে ৷ এই অভিযানে ব়্যাপিড রেসপন্স ফোর্স, মহিলা পুলিশ এবং বম্ব ডিসপোজ়াল ইউনিটকে নামানো হয়েছিল ৷

55-arrested-over-peshawar-madrasa-blast
পেশওয়ার মাদ্রাসা বিস্ফোরণে গ্রেপ্তার 55
author img

By

Published : Oct 29, 2020, 4:11 PM IST

পেশওয়ার, 29 অক্টোবর : পেশওয়ারের মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় 55 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করল পাকিস্তান প্রশাসন ৷ গত মঙ্গলবারের ওই ঘটনায় 8 পড়ুয়ার মৃত্য়ু হয় ৷ 136 জন আহত হয়েছে ৷

বুধবার পেশওয়ার পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে ৷ এই অভিযানে ব়্যাপিড রেসপন্স ফোর্স, মহিলা পুলিশ এবং বম্ব ডিসপোজ়াল ইউনিটকে নামানো হয়েছিল ৷ দির কলোনি ও সংলগ্ন এলাকায় অভিযান চালায় এই যৌথ বাহিনী ৷ ওই এলাকাতেই রয়েছে জামিয়া জুবেইরা মাদ্রাসা ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্পেশাল তদন্তকারী দল ধৃতদের জেরা করছে ৷

বিস্ফোরণের সময় ওই মাদ্রাসায় 40 থেকে 50 জন পড়ুয়া ছিল ৷ সেই বিস্ফোরণ ঘটানোর জন্য় 5 কেজির মতো বিস্ফোরক ব্য়বহার করা হয়েছিল বলে জানিয়েছেন পেশওয়ারের AIG বম্ব ডিসপোজ়াল স্কোয়াড শাফকত মালিক ৷ তবে মাদ্রাসায় বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও সন্ত্রাসবাদী সংগঠন ।

পেশওয়ার, 29 অক্টোবর : পেশওয়ারের মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় 55 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করল পাকিস্তান প্রশাসন ৷ গত মঙ্গলবারের ওই ঘটনায় 8 পড়ুয়ার মৃত্য়ু হয় ৷ 136 জন আহত হয়েছে ৷

বুধবার পেশওয়ার পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে ৷ এই অভিযানে ব়্যাপিড রেসপন্স ফোর্স, মহিলা পুলিশ এবং বম্ব ডিসপোজ়াল ইউনিটকে নামানো হয়েছিল ৷ দির কলোনি ও সংলগ্ন এলাকায় অভিযান চালায় এই যৌথ বাহিনী ৷ ওই এলাকাতেই রয়েছে জামিয়া জুবেইরা মাদ্রাসা ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্পেশাল তদন্তকারী দল ধৃতদের জেরা করছে ৷

বিস্ফোরণের সময় ওই মাদ্রাসায় 40 থেকে 50 জন পড়ুয়া ছিল ৷ সেই বিস্ফোরণ ঘটানোর জন্য় 5 কেজির মতো বিস্ফোরক ব্য়বহার করা হয়েছিল বলে জানিয়েছেন পেশওয়ারের AIG বম্ব ডিসপোজ়াল স্কোয়াড শাফকত মালিক ৷ তবে মাদ্রাসায় বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও সন্ত্রাসবাদী সংগঠন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.