ক্রাইস্টচার্চ, ১৭ মার্চ : ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে ৫ ভারতীয়র। নিউজ়িল্যান্ডে ভারতীয় হাইকমিশনের তরফে একথা জানানো হয়। পাশাপাশি, দুটি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০।
নিউজ়িল্যান্ডে ভারতীয় হাইকমিশনের তরফে টুইট করা হয়, "অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, ন্যক্কারজনক সন্ত্রাসবাদী হামলায় আমাদের পাঁচ নাগরিক প্রাণ হারিয়েছেন। তাঁদের নাম- মেহবুব খোখার, রামিজ় ভোরা, আসিফ ভোরা, আনসি আলিবাভা, ওজ়ির কাদির।" পাশাপাশি, ক্রাইস্টচার্চের ঘটনায় আক্রান্তদের পরিবারকে দ্রুত ভিসা দেওয়ার জন্য নিউজ়িল্যান্ডের ইমিগ্রেশন দপ্তর একটি বিশেষ পেজ় তৈরি করেছে। ভারতীয় হাইকমিশনের তরফে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরদুটি হল- ০২১৮০৩৮৯৯ ও ০২১৮৫০০৩৩।
উল্লেখ্য, শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসবাদী হামলায় ৪৯ জন মারা যান। গতকাল নিউজ়িল্যান্ড পুলিশের তরফে জানানো হয়, আরও একজন মারা গেছেন। পাশাপাশি, ৫০ জন জখম হয়েছেন। ৩৬ জন ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসাধীন। অকল্যান্ডের হাসপাতালে তিনজন চিকিৎসাধীন। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।