ইসলামাবাদ, 27 ডিসেম্বর: হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলেন পাকিস্তানের চারজন সেনা অফিসার। দুর্ঘটনাটি ঘটে গিলগিট-বালটিস্তানে। রবিবার সে দেশের সেনার তরফে জানানো হয়েছে যে প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করছিল শনিবার সন্ধ্যায়। সেই সময়ই দুর্ঘটনা ঘটে অ্যাস্টোর জেলার মিনিমার্গে চপারটি ভেঙে পড়ে। সেনা সূত্রে খবর, ওই চপারে একটি সেনা হাসপাতাল থেকে সৈনিকের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল।
আরও পড়ুন: সন্ত্রাসে আর্থিক মদত, হাফিজের 15 বছরের কারাদণ্ড
ওই চপারে পাইলট, কো-পাইলট ছাড়াও আরও দুই সেনা আধিকারিক ছিলেন। দুর্ঘটনায় প্রত্যেকেই মারা গিয়েছেন। গিলগিট-বালটিস্তানের তথ্যমন্ত্রী ফাতুল্লা খান এই নিয়ে গভীর দুঃখপ্রকাশ করেছেন।