ETV Bharat / international

বেজিংয়ে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ, মৃত 4 - তেলের ট্যাঙ্কারে বিষ্ফোরণ

চিনের তেলের ট্যাঙ্কারের বিস্ফোরণে মৃত্যু হয়েছে 4 জনের । জখম 50-র অধিক । আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । উদ্ধারকাজ চলছে ।

4 dead in oil tank explosion in china
তেলের ট্যাঙ্কারে বিষ্ফোরণ
author img

By

Published : Jun 15, 2020, 6:57 AM IST

বেজিং, 14 জুন : পূর্ব চিনের জঝিয়ঙের একটি হাইওয়েতে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে । শনিবারের এই বিস্ফোরণে মৃত্যু হয় 4 জনের । জখম 50 জনের অধিক ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণটি বিকাল সাড়ে চারটে নাগাদ ঘটে । চিনের একটি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, দমকলবাহিনী ও উদ্ধারকারীর দল উদ্ধারকাজ শুরু করেছে ।

চিনের সংবাদপত্র অনুসারে জানা গেছে, বিস্ফোরণে মারা গিয়েছেন 4 জন । এবং গুরুতর জখম হয়েছেন 50 জন । আহতদের স্থানীয় 6টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী তায় ঝউ এলাকার বহু বাড়ি, কারখানা, দোকানপাট ।

ঘটনাস্থানের পার্শ্ববর্তী রেস্তরাঁর এক কর্মচারী জানান, বিষ্ফোরণে ঘরের জানালা ভেঙে যায় । তবে তাঁর মা ও বোনের কোনও ক্ষতি হয়নি ।

বিস্ফোরণের ভিডিয়োটি চিনের একটি সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে । গাড়ি উড়ে যাওয়া থেকে পার্শ্ববর্তী এলাকার ক্ষতিগ্রস্তের দৃশ্য দেখানো হয়েছে । বিস্ফোরণের জেরে বহু গাড়িতে আগুন লেগেছে ।

জঝিয়ঙের ওই হাইওয়েটি আসলে অনেকগুলি রাস্তার প্রবেশ দ্বার । এখনও পর্যন্তও উদ্ধারকাজ চলছে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে জানা যায়, বিগত বিশ দশক ধরে চিনে তৈরি হয়েছে বিস্তৃত হাইওয়ে নেটওয়ার্ক । যানবাহনের সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে । সরকারের তরফ থেকে জনসচেতনতার বার্তা দেওয়া সত্ত্বেও সুরাহা হয়নি । চিনে পথ দুর্ঘটনায় প্রতি বছর অন্ততপক্ষে 2 লাখ মানুষ মারা যান ।

বেজিং, 14 জুন : পূর্ব চিনের জঝিয়ঙের একটি হাইওয়েতে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে । শনিবারের এই বিস্ফোরণে মৃত্যু হয় 4 জনের । জখম 50 জনের অধিক ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণটি বিকাল সাড়ে চারটে নাগাদ ঘটে । চিনের একটি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, দমকলবাহিনী ও উদ্ধারকারীর দল উদ্ধারকাজ শুরু করেছে ।

চিনের সংবাদপত্র অনুসারে জানা গেছে, বিস্ফোরণে মারা গিয়েছেন 4 জন । এবং গুরুতর জখম হয়েছেন 50 জন । আহতদের স্থানীয় 6টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী তায় ঝউ এলাকার বহু বাড়ি, কারখানা, দোকানপাট ।

ঘটনাস্থানের পার্শ্ববর্তী রেস্তরাঁর এক কর্মচারী জানান, বিষ্ফোরণে ঘরের জানালা ভেঙে যায় । তবে তাঁর মা ও বোনের কোনও ক্ষতি হয়নি ।

বিস্ফোরণের ভিডিয়োটি চিনের একটি সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে । গাড়ি উড়ে যাওয়া থেকে পার্শ্ববর্তী এলাকার ক্ষতিগ্রস্তের দৃশ্য দেখানো হয়েছে । বিস্ফোরণের জেরে বহু গাড়িতে আগুন লেগেছে ।

জঝিয়ঙের ওই হাইওয়েটি আসলে অনেকগুলি রাস্তার প্রবেশ দ্বার । এখনও পর্যন্তও উদ্ধারকাজ চলছে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে জানা যায়, বিগত বিশ দশক ধরে চিনে তৈরি হয়েছে বিস্তৃত হাইওয়ে নেটওয়ার্ক । যানবাহনের সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে । সরকারের তরফ থেকে জনসচেতনতার বার্তা দেওয়া সত্ত্বেও সুরাহা হয়নি । চিনে পথ দুর্ঘটনায় প্রতি বছর অন্ততপক্ষে 2 লাখ মানুষ মারা যান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.