ETV Bharat / international

পাকিস্তানের সিন্ধে বাস ও ট্রেনের সংঘর্ষ, মৃত কমপক্ষে 30

পাকিস্তানের সিন্ধে দুর্ঘটনায় মৃত কমপক্ষে 30 । পাকিস্তান এক্সপ্রেস করাচি থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার সময় একটি বাসে ধাক্কা মারে । ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ।

author img

By

Published : Feb 29, 2020, 2:32 AM IST

Updated : Feb 29, 2020, 9:27 AM IST

Representational Image
ছবিটি প্রতীকী

সিন্ধ (পাকিস্তান), 29 ফেব্রুয়ারি : পাকিস্তানের সিন্ধে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ । মৃত কমপক্ষে 30 জন । আহত 60 । তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ।

পাকিস্তান এক্সপ্রেস করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল । গতকাল রাতে সিন্ধের রোহরি রেলওয়ে স্টেশনের কাছে একটি বাসে ধাক্কা মারে । দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ।

এবিষয়ে সুক্কুর পুলিশের AIG জামিল আহমেদ জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ যে বাসটি তিনভাগে ভাগ হয়ে গেছে । বাসটির অর্ধেক অংশ প্রায় 150 থেকে 200 ফিট পর্যন্ত হিঁচড়ে নিয়ে যায় ট্রেনটি।

শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে রোহরি স্টেশনের কাছে কানধ্রা রেল ক্রসিংয়ে ৷ 50-র উপর যাত্রী নিয়ে বাসটি যখন ওই ক্রসিং পার করছিল, সেই সময়ই দ্রুতগতিতে আসছিল রাওয়ালপিন্ডি থেকে করাচিগামী 45 আপ পাকিস্তান এক্সপ্রেস ৷ সংঘর্ষ এতটাই প্রবল ছিল, যার ফলে তিন টুকরো হয়ে যায় বাসের ৷ ক্ষতি হয়েছে ট্রেনের ইঞ্জিনেরও ৷ আহত ট্রেনের সহ-চালক ৷

দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকার্য শুরু হলেও বহু যাত্রীর মৃত্যু হয় ঘটনাস্থানেই ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও মারা যান কয়েক জন ৷ সুক্কুরের কমিশনার সাফিক আহমেদ বলেন, ‘‘ট্রেনটি দ্রুতগতিতে আসছিল, বাসটি ট্রেন পেরোনোর অপেক্ষা না করেই ওই ক্রসিং পার হতে গিয়েছিল ৷ তারফলেই দুর্ঘটনাটি ঘটে ৷ অন্তত 60 জন আহত ব্যক্তিকে রোহরি ও সুক্কুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷’’ সুক্কুর ডিস্ট্রিকের হেলথ অফিসার মুনির মানগ্রিও বলেন, ‘‘13টি মৃতদেহ রোহরি হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বাকি মৃতদেহগুলি সুক্কুর হাসপাতালে পাঠানো হয়েছে ৷’’ পাকিস্তান রেল বিভাগের মুখপাত্রও দুর্ঘটনার জন্য বাস চালককেই দায়ী করেছেন ৷

সিন্ধ (পাকিস্তান), 29 ফেব্রুয়ারি : পাকিস্তানের সিন্ধে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ । মৃত কমপক্ষে 30 জন । আহত 60 । তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ।

পাকিস্তান এক্সপ্রেস করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল । গতকাল রাতে সিন্ধের রোহরি রেলওয়ে স্টেশনের কাছে একটি বাসে ধাক্কা মারে । দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ।

এবিষয়ে সুক্কুর পুলিশের AIG জামিল আহমেদ জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ যে বাসটি তিনভাগে ভাগ হয়ে গেছে । বাসটির অর্ধেক অংশ প্রায় 150 থেকে 200 ফিট পর্যন্ত হিঁচড়ে নিয়ে যায় ট্রেনটি।

শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে রোহরি স্টেশনের কাছে কানধ্রা রেল ক্রসিংয়ে ৷ 50-র উপর যাত্রী নিয়ে বাসটি যখন ওই ক্রসিং পার করছিল, সেই সময়ই দ্রুতগতিতে আসছিল রাওয়ালপিন্ডি থেকে করাচিগামী 45 আপ পাকিস্তান এক্সপ্রেস ৷ সংঘর্ষ এতটাই প্রবল ছিল, যার ফলে তিন টুকরো হয়ে যায় বাসের ৷ ক্ষতি হয়েছে ট্রেনের ইঞ্জিনেরও ৷ আহত ট্রেনের সহ-চালক ৷

দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকার্য শুরু হলেও বহু যাত্রীর মৃত্যু হয় ঘটনাস্থানেই ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও মারা যান কয়েক জন ৷ সুক্কুরের কমিশনার সাফিক আহমেদ বলেন, ‘‘ট্রেনটি দ্রুতগতিতে আসছিল, বাসটি ট্রেন পেরোনোর অপেক্ষা না করেই ওই ক্রসিং পার হতে গিয়েছিল ৷ তারফলেই দুর্ঘটনাটি ঘটে ৷ অন্তত 60 জন আহত ব্যক্তিকে রোহরি ও সুক্কুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷’’ সুক্কুর ডিস্ট্রিকের হেলথ অফিসার মুনির মানগ্রিও বলেন, ‘‘13টি মৃতদেহ রোহরি হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বাকি মৃতদেহগুলি সুক্কুর হাসপাতালে পাঠানো হয়েছে ৷’’ পাকিস্তান রেল বিভাগের মুখপাত্রও দুর্ঘটনার জন্য বাস চালককেই দায়ী করেছেন ৷

Last Updated : Feb 29, 2020, 9:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.