ETV Bharat / state

'চিকিৎসকরা পরিশ্রম করছেন, তৃণমূল লুটেপুটে খাচ্ছে', কল্যাণকে পালটা দিলীপের - DILIP GHOSH - DILIP GHOSH

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ও স্টাইপেন্ড নেওয়া নিয়ে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ ৷ এবার সেই প্রসঙ্গে তাঁকে পালটা আক্রমণ করলেন দিলীপ ঘোষ ৷

Dilip Ghosh on Kalyan Banerjee Remarks
তৃণমূল সাংসদ কল্যাণকে আক্রমণ দিলীপের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2024, 7:29 AM IST

উত্তরপাড়া, 7 অক্টোবর: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ও স্টাইপেন্ড নেওয়া নিয়ে আক্রমণ করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ এবার তাঁকে পালটা আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, "চিকিৎসকরা পরিশ্রম করছেন ৷ তৃণমূল তো লুটেপুটে খাচ্ছে ৷"

হুগলির কোন্নগরে দলীয় অনুষ্ঠানে গিয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "চিকিৎসকরা কর্মবিরতি করেও স্টাইপেন্ডের টাকা নিচ্ছেন কীভাবে !" সেই প্রসঙ্গে দিলীপ বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মমতাদিদি 76 বার বনধ ডেকেছেন পশ্চিমবাংলায় । কিছু না করেই ওঁর পার্টির লোকেরা লুটেপুটে খাচ্ছে । তবুও তো চিকিৎসকরা পরিশ্রম করে যাচ্ছেন ।"

তৃণমূল লুটেপুটে খাচ্ছে বলেন দিলীপ (ইটিভি ভারত)

হুগলির উত্তরপাড়ার দেশবন্ধু পার্ক এলাকায় দুর্গাপুজো উদ্বোধন করতে আসেন দিলীপ ঘোষ । পুজো উদ্বোধন করার পর রাজ্যের শাসক দল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেন দিলীপ ৷ তিনি বলেন, "মানুষ কিছু করতে পারছে না ৷ তাই রাত জেগে আন্দোলন করছে ৷ নির্যাতিত তরুণী চিকিৎসকের সুবিচার চেয়ে রাজ্যজুড়ে যে আন্দোলন হয়েছে, গোটা বিশ্ব এর আগে কখনও দেখেনি ৷ তারপরও লোককে ভুল বোঝানো হচ্ছে ৷ ছোট ঘটনা, তুচ্ছ ঘটনা, দুর্ঘটনা বলে চাপা দেওয়া হচ্ছে । আমরা ভুলছি না ।"

জয়নগরের ঘটনা প্রসঙ্গে দিলীপ বলেন, "রাজ্যে এমন কোনও ব্লক ও জেলা নেই, যেখানে নির্যাতনের ঘটনা ঘটছে না ৷ দুর্গাপুজোর সময় দুর্গাদের উপরই অত্যাচার হচ্ছে । এর চেয়ে দুর্ভাগ্যের আর কী আছে?"

Dilip Ghosh on Kalyan Banerjee Remarks
দুর্গাপুজোর উদ্বোধনে দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)

হুগলি জেলায় উত্তরপাড়া, কোন্নগর মিলিয়ে পাঁচটি বারোয়ারি দুর্গাপুজো রাজ্য সরকারের অনুদান প্রত্যাখ্যান করেছে । সেই বিষয়ে বিজেপি নেতা বলেন, "তাদের আমি অভিনন্দন জানাব । কমপক্ষে দুর্গাপুজো সমাজের মানুষের টাকা নিয়ে হওয়া উচিত । আড়ম্বর কম হোক । পুজো পুজোর মতো হোক । মানুষ যেন শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পুজোর আনন্দ উপভোগ করতে পারে ৷ সরকারি অনুদানে পুজো করা মানে, অন্যায় অপরাধে মুখ বন্ধ করার দাম দিচ্ছে ওরা ৷"

উত্তরপাড়া, 7 অক্টোবর: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ও স্টাইপেন্ড নেওয়া নিয়ে আক্রমণ করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ এবার তাঁকে পালটা আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, "চিকিৎসকরা পরিশ্রম করছেন ৷ তৃণমূল তো লুটেপুটে খাচ্ছে ৷"

হুগলির কোন্নগরে দলীয় অনুষ্ঠানে গিয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "চিকিৎসকরা কর্মবিরতি করেও স্টাইপেন্ডের টাকা নিচ্ছেন কীভাবে !" সেই প্রসঙ্গে দিলীপ বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মমতাদিদি 76 বার বনধ ডেকেছেন পশ্চিমবাংলায় । কিছু না করেই ওঁর পার্টির লোকেরা লুটেপুটে খাচ্ছে । তবুও তো চিকিৎসকরা পরিশ্রম করে যাচ্ছেন ।"

তৃণমূল লুটেপুটে খাচ্ছে বলেন দিলীপ (ইটিভি ভারত)

হুগলির উত্তরপাড়ার দেশবন্ধু পার্ক এলাকায় দুর্গাপুজো উদ্বোধন করতে আসেন দিলীপ ঘোষ । পুজো উদ্বোধন করার পর রাজ্যের শাসক দল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেন দিলীপ ৷ তিনি বলেন, "মানুষ কিছু করতে পারছে না ৷ তাই রাত জেগে আন্দোলন করছে ৷ নির্যাতিত তরুণী চিকিৎসকের সুবিচার চেয়ে রাজ্যজুড়ে যে আন্দোলন হয়েছে, গোটা বিশ্ব এর আগে কখনও দেখেনি ৷ তারপরও লোককে ভুল বোঝানো হচ্ছে ৷ ছোট ঘটনা, তুচ্ছ ঘটনা, দুর্ঘটনা বলে চাপা দেওয়া হচ্ছে । আমরা ভুলছি না ।"

জয়নগরের ঘটনা প্রসঙ্গে দিলীপ বলেন, "রাজ্যে এমন কোনও ব্লক ও জেলা নেই, যেখানে নির্যাতনের ঘটনা ঘটছে না ৷ দুর্গাপুজোর সময় দুর্গাদের উপরই অত্যাচার হচ্ছে । এর চেয়ে দুর্ভাগ্যের আর কী আছে?"

Dilip Ghosh on Kalyan Banerjee Remarks
দুর্গাপুজোর উদ্বোধনে দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)

হুগলি জেলায় উত্তরপাড়া, কোন্নগর মিলিয়ে পাঁচটি বারোয়ারি দুর্গাপুজো রাজ্য সরকারের অনুদান প্রত্যাখ্যান করেছে । সেই বিষয়ে বিজেপি নেতা বলেন, "তাদের আমি অভিনন্দন জানাব । কমপক্ষে দুর্গাপুজো সমাজের মানুষের টাকা নিয়ে হওয়া উচিত । আড়ম্বর কম হোক । পুজো পুজোর মতো হোক । মানুষ যেন শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পুজোর আনন্দ উপভোগ করতে পারে ৷ সরকারি অনুদানে পুজো করা মানে, অন্যায় অপরাধে মুখ বন্ধ করার দাম দিচ্ছে ওরা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.