ETV Bharat / international

বাগদাদে অ্যামেরিকার দূতাবাসের কাছে ফের রকেট হানা

author img

By

Published : Jan 21, 2020, 7:40 AM IST

বাগদাদে অ্যামেরিকার দূতাবাসের কাছে রকেট হামলা । এখনও পর্যন্ত হতাহতের খবর নেই ।

ছবি
ছবি

বাগদাদ, 21 জানুয়ারি : বাগদাদের গ্রিন জ়োন এলাকায় অ্যামেরিকার দূতাবাসের কাছে ফের রকেট হামলা । তিনটি রকেট আঘাত হানে এলাকায় । সঙ্গে সঙ্গে সাইরেন বেজে ওঠে । তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই ।

এর আগে 12 জানুয়ারি ইরাকে বাগদাদের উত্তর দিকে অবস্থিত অ্যামেরিকার বায়ুসেনা ঘাঁটিতে চারটি রকেট হামলা চালায় । ঘটনায় বায়ুসেনার চার কর্মী জখম হয়েছিলেন ৷ সম্প্রতি বেশ কয়েকবার অ্যামেরিকার ঘাঁটিতে রকেট ও মর্টার হামলা চালানো হয়েছে ৷ ঘটনাগুলিতে ইরাকের সেনাকর্মীরাই বেশি জখম হয়েছেন ৷ কিন্তু, গত মাসে এই হামলায় একজন অ্যামেরিকান ঠিকাকর্মী মারা যান ।

গত 29 ডিসেম্বর অ্যামেরিকান বিমান হানায় ইরানের মদতপুষ্ট এক বিদ্রোহী সংগঠনের প্রায় 12 জনকে হত্যা করা হয় ৷ এরপরেই হাশ্দ আল-শাবি নামের এক দলের সমর্থকরা নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে থাকা অ্যামেরিকান দূতাবাস চত্বরে ঢুকে পড়ে ৷

ইরাক থেকে অ্যামেরিকান সেনা তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে ৷ আগুন লাগানো হয় দূতাবাসে ৷ স্লোগান ওঠে 'অ্যামেরিকার মৃত্যু হোক' ৷ অ্যামেরিকার অভিযোগ, ওই সমস্ত ঘটনার পিছনে ইরানের সেনার অন্যতম কমান্ডার কাশেম সোলেইমানির হাত ছিল । 3 জানুয়ারি ভোরে অ্যামেরিকার ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলেইমানি সহ মোট আটজন ।

বাগদাদ, 21 জানুয়ারি : বাগদাদের গ্রিন জ়োন এলাকায় অ্যামেরিকার দূতাবাসের কাছে ফের রকেট হামলা । তিনটি রকেট আঘাত হানে এলাকায় । সঙ্গে সঙ্গে সাইরেন বেজে ওঠে । তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই ।

এর আগে 12 জানুয়ারি ইরাকে বাগদাদের উত্তর দিকে অবস্থিত অ্যামেরিকার বায়ুসেনা ঘাঁটিতে চারটি রকেট হামলা চালায় । ঘটনায় বায়ুসেনার চার কর্মী জখম হয়েছিলেন ৷ সম্প্রতি বেশ কয়েকবার অ্যামেরিকার ঘাঁটিতে রকেট ও মর্টার হামলা চালানো হয়েছে ৷ ঘটনাগুলিতে ইরাকের সেনাকর্মীরাই বেশি জখম হয়েছেন ৷ কিন্তু, গত মাসে এই হামলায় একজন অ্যামেরিকান ঠিকাকর্মী মারা যান ।

গত 29 ডিসেম্বর অ্যামেরিকান বিমান হানায় ইরানের মদতপুষ্ট এক বিদ্রোহী সংগঠনের প্রায় 12 জনকে হত্যা করা হয় ৷ এরপরেই হাশ্দ আল-শাবি নামের এক দলের সমর্থকরা নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে থাকা অ্যামেরিকান দূতাবাস চত্বরে ঢুকে পড়ে ৷

ইরাক থেকে অ্যামেরিকান সেনা তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে ৷ আগুন লাগানো হয় দূতাবাসে ৷ স্লোগান ওঠে 'অ্যামেরিকার মৃত্যু হোক' ৷ অ্যামেরিকার অভিযোগ, ওই সমস্ত ঘটনার পিছনে ইরানের সেনার অন্যতম কমান্ডার কাশেম সোলেইমানির হাত ছিল । 3 জানুয়ারি ভোরে অ্যামেরিকার ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলেইমানি সহ মোট আটজন ।

New Delhi, Jan 21 (ANI): A team of researchers has conducted a detailed study on how leaving school and getting a job can lead to a drop in the amount of physical activity while becoming a mother is linked to increased weight gain. The study focused on the changes in physical activities, differences in diet and its result in body weight as young adults move from academics to become a parent. As many leave the stage of adolescence, people tend to put on weight, which is a result of changes in diet, and physical activity. The team conducted two studies, which studied the transition from high school into employment, and then that of becoming a parent. The first study found that leaving high school was associated with a decrease of seven minutes per day of moderate-to-vigorous physical activity. The decrease was larger for males than it was for females. More detailed analysis also showed that the change is largest when people go to university, with overall levels of moderate-to-vigorous physical activity falling by 11.4 minutes per day. In the second study, the team looked at the impact of becoming a parent on weight, diet and physical activity. The team who studied the second scenario, changes after becoming a parent, found that a woman of average height (164cm) who had no children gained around 7.5kg over five to six years, while a mother of the same height would gain an additional 1.3kg.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.