ETV Bharat / international

করোনা সংক্রমণে মৃত বেড়ে 25, বন্ধ ইউহান সহ 5 শহর - করোনার বলি 25

ইউহান সহ চিনের পাঁচটি শহরে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি পরিবহন ব্যবস্থা ৷ পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত হুয়াংগ্যাং, অ্যাজ়হো, ইহাইজিয়াং, কি ইয়াং জিয়াং ও ইউহান শহরকে পুরোপুরিভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷

coronavirus
ছবির সূত্র : ANI
author img

By

Published : Jan 24, 2020, 8:29 AM IST

Updated : Jan 24, 2020, 11:59 AM IST

বেজিং, 24 জানুয়ারি : করোনা ভাইরাসে আক্রান্ত 830 জন ৷ এই সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল 25 ৷ এদিকে করোনার সংক্রমণ আটকাতে গতকাল থেকেই ইউহান সহ চিনের মোট পাঁচটি শহরে সমস্ত সরকারি পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত চিনে করোনা ভাইরাস (ইউহান) আক্রান্ত হয়েছে 630 জনেরও বেশি মানুষ, মারা গেছে 17 জন ৷

গত সন্ধ্যায় চিনের এক সরকারি বিবৃতিতে হুবেই শহরের হুয়াংগ্যাং, অ্যাজ়হো, ইহাইজিয়াং, কি ইয়াং জিয়াং ও ইউহান শহরে সমস্ত সরকারি পরিবহন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় ৷

  • Embassy of India, Beijing: The Embassy has started two hotlines for those who wish to get in touch with the Embassy in this regard: +8618612083629 and +8618612083617.

    — ANI (@ANI) January 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত ভারতীয় নার্স

ইউহান থেকেই প্রথম এই করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল ৷ তারপর ইউহানে শহরকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ শহরের বাইরে যাওয়ার সমস্ত রেল ও বিমান পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে ৷ চিনে যে 17 জন মারা গেছে তারা সকলেই ইউহান শহর বা তার আশেপাশের এলাকার বাসিন্দা ছিলেন ৷

বেজিংয়ে ভারতীয় দূতাবাসের তরফে ইউহান সহ অন্যান্য এলাকায় বসবাসরত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ পাশাপাশি সবরকম সাহায্যের জন্য +8618612083629 ও +8618612083617 , দু'টি হটলাইন নম্বরও চালু করেছে ভারতীয় দূতাবাস ৷ চিনে বসবাসকারী ভারতীয়দের নভেল করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য নির্দেশিকাও জারি করেছে ভারতীয় দূতাবাস ৷

ইউহানের মতো হুয়াংগ্যাং শহরকেও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিনের প্রশাসন ৷ পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত শহরের বাইরে যাওয়ার সমস্ত রকম পরিষেবা বন্ধ রাখা হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে ৷

বেজিং, 24 জানুয়ারি : করোনা ভাইরাসে আক্রান্ত 830 জন ৷ এই সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল 25 ৷ এদিকে করোনার সংক্রমণ আটকাতে গতকাল থেকেই ইউহান সহ চিনের মোট পাঁচটি শহরে সমস্ত সরকারি পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত চিনে করোনা ভাইরাস (ইউহান) আক্রান্ত হয়েছে 630 জনেরও বেশি মানুষ, মারা গেছে 17 জন ৷

গত সন্ধ্যায় চিনের এক সরকারি বিবৃতিতে হুবেই শহরের হুয়াংগ্যাং, অ্যাজ়হো, ইহাইজিয়াং, কি ইয়াং জিয়াং ও ইউহান শহরে সমস্ত সরকারি পরিবহন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় ৷

  • Embassy of India, Beijing: The Embassy has started two hotlines for those who wish to get in touch with the Embassy in this regard: +8618612083629 and +8618612083617.

    — ANI (@ANI) January 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত ভারতীয় নার্স

ইউহান থেকেই প্রথম এই করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল ৷ তারপর ইউহানে শহরকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ শহরের বাইরে যাওয়ার সমস্ত রেল ও বিমান পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে ৷ চিনে যে 17 জন মারা গেছে তারা সকলেই ইউহান শহর বা তার আশেপাশের এলাকার বাসিন্দা ছিলেন ৷

বেজিংয়ে ভারতীয় দূতাবাসের তরফে ইউহান সহ অন্যান্য এলাকায় বসবাসরত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ পাশাপাশি সবরকম সাহায্যের জন্য +8618612083629 ও +8618612083617 , দু'টি হটলাইন নম্বরও চালু করেছে ভারতীয় দূতাবাস ৷ চিনে বসবাসকারী ভারতীয়দের নভেল করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য নির্দেশিকাও জারি করেছে ভারতীয় দূতাবাস ৷

ইউহানের মতো হুয়াংগ্যাং শহরকেও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিনের প্রশাসন ৷ পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত শহরের বাইরে যাওয়ার সমস্ত রকম পরিষেবা বন্ধ রাখা হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে ৷

Mumbai, Jan 24 (ANI): Bollywood actor Tiger Shroff was clicked in Mumbai. He was seen post his dance rehearsal. Tiger was seen clicking pictures with his fans. Tiger will be next seen in 'Baaghi 3'. 'Baaghi 3' is an action thriller film directed by Ahmed Khan.
Last Updated : Jan 24, 2020, 11:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.