ETV Bharat / international

বাংলাদেশে ফেরি দুর্ঘটনা, মৃত 23 - Dhaka accident

বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ একটি ভেসেলের সঙ্গে ধাক্কা লাগে একটি ফেরির ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 23 জনের ৷ এখনও অনেকে নিখোঁজ ৷

বাংলাদেশে ফেরি দুর্ঘটনা
বাংলাদেশে ফেরি দুর্ঘটনা
author img

By

Published : Jun 29, 2020, 1:48 PM IST

Updated : Jun 29, 2020, 2:13 PM IST

ঢাকা, 29 জুন : ঢাকায় আজ একটি ভেসেলের সঙ্গে ধাক্কা লাগে একটি ফেরির ৷ তারপরই ফেরিটি উলটে যায় ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 23 জনের ৷ এখনও অনেকে নিখোঁজ ৷ উদ্ধারকাজ চলছে বলে সেদেশের আধিকারিকরা জানিয়েছেন ৷

দমকল কর্মী ইনায়েত হোসেন বলেন, "এখনও পর্যন্ত এই ফেরি থেকে 23 জনের দেহ উদ্ধার করা গিয়েছে ৷ ফেরিতে 50 জন মতো যাত্রী ছিলেন ৷ আমাদের উদ্ধারকর্তারা এখনও খোঁজ চালাচ্ছে ৷"

মর্নিং বার্ড ভেসেলের সঙ্গে অন্য একটি ফেরির ধাক্কা লাগে ৷ দুর্ঘটনাটি ঘটে সদরঘাট বন্দর থেকে কয়েকমিটার দূরে ফরাশগঞ্জের কাছে ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ফেরিতে 50 জনেরও বেশি যাত্রী ছিল ৷ অনেকে কেবিনে আটকে ছিল ৷

বাংলাদেশে পরিচর্যার অভাবে প্রায়ই ফেরি দুর্ঘটনা ঘটে ৷ অনেক সময়ই ফেরিগুলিতে বেশি সংখ্যক যাত্রী তোলা হয় ৷ কখনও খারাপ আবহাওয়ার কারণেও দুর্ঘটনা ঘটতে দেখা যায় ৷

ঢাকা, 29 জুন : ঢাকায় আজ একটি ভেসেলের সঙ্গে ধাক্কা লাগে একটি ফেরির ৷ তারপরই ফেরিটি উলটে যায় ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 23 জনের ৷ এখনও অনেকে নিখোঁজ ৷ উদ্ধারকাজ চলছে বলে সেদেশের আধিকারিকরা জানিয়েছেন ৷

দমকল কর্মী ইনায়েত হোসেন বলেন, "এখনও পর্যন্ত এই ফেরি থেকে 23 জনের দেহ উদ্ধার করা গিয়েছে ৷ ফেরিতে 50 জন মতো যাত্রী ছিলেন ৷ আমাদের উদ্ধারকর্তারা এখনও খোঁজ চালাচ্ছে ৷"

মর্নিং বার্ড ভেসেলের সঙ্গে অন্য একটি ফেরির ধাক্কা লাগে ৷ দুর্ঘটনাটি ঘটে সদরঘাট বন্দর থেকে কয়েকমিটার দূরে ফরাশগঞ্জের কাছে ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ফেরিতে 50 জনেরও বেশি যাত্রী ছিল ৷ অনেকে কেবিনে আটকে ছিল ৷

বাংলাদেশে পরিচর্যার অভাবে প্রায়ই ফেরি দুর্ঘটনা ঘটে ৷ অনেক সময়ই ফেরিগুলিতে বেশি সংখ্যক যাত্রী তোলা হয় ৷ কখনও খারাপ আবহাওয়ার কারণেও দুর্ঘটনা ঘটতে দেখা যায় ৷

Last Updated : Jun 29, 2020, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.