ETV Bharat / international

কোরোনা : দক্ষিণ ও মধ্য এশিয়া থেকে 29 হাজার জনকে ফেরাল অ্যামেরিকা

author img

By

Published : Apr 7, 2020, 3:33 PM IST

13 টি বিমাানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, উজবেকিস্তান, নেপাল ও টার্কমেনিস্তান থেকে 29 হাজার জনকে দেশে ফেরাল অ্যামেরিকা ।

ছবি
ছবি

ওয়াশিংটন, 7 এপ্রিল : মধ্য এবং দক্ষিণ এশিয়ায় বসবাসকারী প্রায় 29 হাজার জনকে ফিরিয়ে নিল অ্যামেরিকা । ভারতসহ মোট ছ'টি দেশে 13টি বিমান পাঠিয়ে অ্যামেরিকার এই নাগরিকদের দেশে ফেরানোর কাজ সম্পূর্ণ করা হয় ।

অ্যামেরিকার এক শীর্ষ কূটনীতিক অ্যালিস ওয়েলস এবিষয়ে জানান, 13 টি বিমাানে এখনও পর্যন্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশ, উজবেকিস্তান, নেপাল ও টার্কমেনিস্তান থেকে 29 হাজার জনকে অ্যামেরিকায় আনা হয়েছে । ভারতে অ্যামেরিকার দূতাবাস দেশবাসীকে খুঁজতে এখনও কাজ করছে । ভারতের বিভিন্ন জাায়গায় আর কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখছে তারা । দরকারে তাঁদের সঙ্গে যোগাযোগ করে সাহায্যের চেষ্টা করা হচ্ছে ।

ভারতে বসবাসকারী অ্যামেরিকার নাগরিকদের নিয়ে ওয়েলস বলেন, "ভারতে বসবাসকারী হাজারেরও বেশি অ্যামেরিকার নাগরিকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । সংখ্যাটা প্রায় 1300 হবে । এত বড় এলাকা, ভারতের বিভিন্ন প্রান্তে অ্যামেরিকার নাগরিক ছিলেন । লকডাউনের ফলে তাঁদের খুঁজে বের করা বা তাঁদের সঙ্গে যোগাযোগ করাও একটু চাপের হয়েছে ।"

তবে, স্থানীয় প্রশাসন, দেশের প্রশাসনিক আধিকারিকদের সাহায্য ছাড়া করা সম্ভব ছিল না বলেও জানান তিনি। দক্ষিণ ও মধ্য এশিয়াকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "এটা একটা যৌথ প্রচেষ্টা । আমরা ধন্যবাদ জানাই আমাদেরই মতো যাঁরা কাজ করছেন ওখানে, তাঁদেরকে । অসামরিক বিমান পরিষেবা, স্বাস্থ্য পরিষেবাসহ বাকি এমন সকল পরিষেবায় যুক্ত ব্যক্তিদের ধন্যবাদ ।" তিনি আরও বলেন, "কোরোনা মোকাবিলায় ভারত এবং অ্যামেরিকাকে যৌথভাবে লড়তে হবে । ভারতের কাছ থেকে অ্যামেরিকা ম্যালেরিয়ার ওষুধ চেয়েছিল। কিন্তু ভারত তার রপ্তানি করবে কি না তা ভাবতে অনেকটা সময় নিচ্ছে । ওষুধ পরিষেবার ক্ষেত্রে অ্যামেরিকার দীর্ঘদিনের বন্ধু ভারত । ওষুধ সরবরাহের ক্ষেত্রে ভারতের স্থান উল্লেখযোগ্য । যা অ্যামেরিকার বাজারের একটা বড় অংশে সরবরাহ করে ভারত । তাই এই পরিস্থিতিতে উভয় দেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা যায় ।"

ওয়াশিংটন, 7 এপ্রিল : মধ্য এবং দক্ষিণ এশিয়ায় বসবাসকারী প্রায় 29 হাজার জনকে ফিরিয়ে নিল অ্যামেরিকা । ভারতসহ মোট ছ'টি দেশে 13টি বিমান পাঠিয়ে অ্যামেরিকার এই নাগরিকদের দেশে ফেরানোর কাজ সম্পূর্ণ করা হয় ।

অ্যামেরিকার এক শীর্ষ কূটনীতিক অ্যালিস ওয়েলস এবিষয়ে জানান, 13 টি বিমাানে এখনও পর্যন্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশ, উজবেকিস্তান, নেপাল ও টার্কমেনিস্তান থেকে 29 হাজার জনকে অ্যামেরিকায় আনা হয়েছে । ভারতে অ্যামেরিকার দূতাবাস দেশবাসীকে খুঁজতে এখনও কাজ করছে । ভারতের বিভিন্ন জাায়গায় আর কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখছে তারা । দরকারে তাঁদের সঙ্গে যোগাযোগ করে সাহায্যের চেষ্টা করা হচ্ছে ।

ভারতে বসবাসকারী অ্যামেরিকার নাগরিকদের নিয়ে ওয়েলস বলেন, "ভারতে বসবাসকারী হাজারেরও বেশি অ্যামেরিকার নাগরিকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । সংখ্যাটা প্রায় 1300 হবে । এত বড় এলাকা, ভারতের বিভিন্ন প্রান্তে অ্যামেরিকার নাগরিক ছিলেন । লকডাউনের ফলে তাঁদের খুঁজে বের করা বা তাঁদের সঙ্গে যোগাযোগ করাও একটু চাপের হয়েছে ।"

তবে, স্থানীয় প্রশাসন, দেশের প্রশাসনিক আধিকারিকদের সাহায্য ছাড়া করা সম্ভব ছিল না বলেও জানান তিনি। দক্ষিণ ও মধ্য এশিয়াকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "এটা একটা যৌথ প্রচেষ্টা । আমরা ধন্যবাদ জানাই আমাদেরই মতো যাঁরা কাজ করছেন ওখানে, তাঁদেরকে । অসামরিক বিমান পরিষেবা, স্বাস্থ্য পরিষেবাসহ বাকি এমন সকল পরিষেবায় যুক্ত ব্যক্তিদের ধন্যবাদ ।" তিনি আরও বলেন, "কোরোনা মোকাবিলায় ভারত এবং অ্যামেরিকাকে যৌথভাবে লড়তে হবে । ভারতের কাছ থেকে অ্যামেরিকা ম্যালেরিয়ার ওষুধ চেয়েছিল। কিন্তু ভারত তার রপ্তানি করবে কি না তা ভাবতে অনেকটা সময় নিচ্ছে । ওষুধ পরিষেবার ক্ষেত্রে অ্যামেরিকার দীর্ঘদিনের বন্ধু ভারত । ওষুধ সরবরাহের ক্ষেত্রে ভারতের স্থান উল্লেখযোগ্য । যা অ্যামেরিকার বাজারের একটা বড় অংশে সরবরাহ করে ভারত । তাই এই পরিস্থিতিতে উভয় দেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা যায় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.