ETV Bharat / international

বাংলাদেশে ট্রেন ও বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 12 জনের মৃত্যু - দুর্ঘটনা

বাংলাদেশের জয়পুরহাট জেলায় ট্রেন ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হয়েছে অন্তত 12 জনের। কমপক্ষে ছয় জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন।

12-killed-in-bangladesh-train-bus-collision
বাংলাদেশে ট্রেন ও বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 12 জনের মৃত্যু
author img

By

Published : Dec 19, 2020, 7:53 PM IST

Updated : Dec 19, 2020, 8:01 PM IST

ঢাকা, 19 ডিসেম্বর : মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশে। বাস ও ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থান বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি রেল-লেভেল ক্রসিং। দুর্ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। আহত ছয়। ওই দেশের এক পুলিশ অফিসার একেএম আলমগির জাহান সাংবাদিকদের কাছে এমনটাই জানিয়েছেন। একটি সংবাদ সংস্থার দেওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনাটি সকাল সাতটা নাগাদ ঘটে।

ওই পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, যে ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে, সেটি মানুষ দ্বারা পরিচালিত। ট্রেনটি রাজশাহী শহরের দিকে যাচ্ছিল। তখনই ওই ক্রসিংয়ে যাত্রীবাহী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আধিকারিকদের থেকে জানা গিয়েছে, ঘটনাস্থান থেকে 10টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বাকিরা আপাতত চিকিৎসাধীন।

জয়পুরহাট জেলা প্রশাসনের প্রধান শরিফুল ইসলাম জানান, ক্রসিংয়ের দায়িত্বে যিনি ছিলেন, তাঁর গাফিলতির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, "আমরা জানতে পেরেছি যে ঘটনার সময় ওই ক্রসিংয়ের দায়িত্বে যিনি ছিলেন, তিনি ঘুমাচ্ছিলেন।"

ঢাকা, 19 ডিসেম্বর : মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশে। বাস ও ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থান বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি রেল-লেভেল ক্রসিং। দুর্ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। আহত ছয়। ওই দেশের এক পুলিশ অফিসার একেএম আলমগির জাহান সাংবাদিকদের কাছে এমনটাই জানিয়েছেন। একটি সংবাদ সংস্থার দেওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনাটি সকাল সাতটা নাগাদ ঘটে।

ওই পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, যে ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে, সেটি মানুষ দ্বারা পরিচালিত। ট্রেনটি রাজশাহী শহরের দিকে যাচ্ছিল। তখনই ওই ক্রসিংয়ে যাত্রীবাহী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আধিকারিকদের থেকে জানা গিয়েছে, ঘটনাস্থান থেকে 10টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বাকিরা আপাতত চিকিৎসাধীন।

জয়পুরহাট জেলা প্রশাসনের প্রধান শরিফুল ইসলাম জানান, ক্রসিংয়ের দায়িত্বে যিনি ছিলেন, তাঁর গাফিলতির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, "আমরা জানতে পেরেছি যে ঘটনার সময় ওই ক্রসিংয়ের দায়িত্বে যিনি ছিলেন, তিনি ঘুমাচ্ছিলেন।"

Last Updated : Dec 19, 2020, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.