ETV Bharat / international

বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 7.6 মিলিয়ন - বিশ্ব কোরোনা আপডেট

বিশ্বজুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা 7.6 মিলিয়ন ছাড়িয়ে গেল ৷ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷

বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 7.6 মিলিয়ন
বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 7.6 মিলিয়ন
author img

By

Published : Jun 15, 2020, 7:32 AM IST

জেনেভা, 15 জুন : বিশ্বের কোরোনা পরিস্থিতি ভয়াবহ ৷ সারা বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 7.6 মিলিয়ন ৷ তার মধ্যে মৃত্যু হয়েছে 427,000 জনের বেশি মানুষের ৷ রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই তথ্য প্রকাশ করেছে ৷

গত 24 ঘণ্টায় সারা বিশ্বে 137,526 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ একদিন আগে এই সংখ্যাটা ছিল 142,672 ৷ পাশাপাশি গত 24 ঘণ্টায় সারা বিশ্বে 4,281 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ মৃতের সংখ্যাটা তার আগের দিনের চেয়ে কিছুটা কম ৷ এর আগে গোটা বিশ্বে একদিনে মৃতের সংখ্যা ছিল 5,055 ৷ সবমিলিয়ে বিশ্ব জুড়ে কোরোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 427,630 ৷

WHO-এর দেওয়া তথ্য অনুযায়ী, অ্যামেরিকায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ সংখ্যাটা 3.71 মিলিয়ন ৷ এখনও পর্যন্ত মৃতের সংখ্যাও এখানে সবচেয়ে বেশি ৷ সংখ্যাটা 199,252 জনের মতো ৷ গোটা বিশ্বের মধ্যে একমাত্র যুক্তরাজ্যে 2 মিলিয়নের বেশি কোরোনা পজ়িটিভ কেস পাওয়া গেছে ৷

জেনেভা, 15 জুন : বিশ্বের কোরোনা পরিস্থিতি ভয়াবহ ৷ সারা বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 7.6 মিলিয়ন ৷ তার মধ্যে মৃত্যু হয়েছে 427,000 জনের বেশি মানুষের ৷ রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই তথ্য প্রকাশ করেছে ৷

গত 24 ঘণ্টায় সারা বিশ্বে 137,526 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ একদিন আগে এই সংখ্যাটা ছিল 142,672 ৷ পাশাপাশি গত 24 ঘণ্টায় সারা বিশ্বে 4,281 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ মৃতের সংখ্যাটা তার আগের দিনের চেয়ে কিছুটা কম ৷ এর আগে গোটা বিশ্বে একদিনে মৃতের সংখ্যা ছিল 5,055 ৷ সবমিলিয়ে বিশ্ব জুড়ে কোরোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 427,630 ৷

WHO-এর দেওয়া তথ্য অনুযায়ী, অ্যামেরিকায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ সংখ্যাটা 3.71 মিলিয়ন ৷ এখনও পর্যন্ত মৃতের সংখ্যাও এখানে সবচেয়ে বেশি ৷ সংখ্যাটা 199,252 জনের মতো ৷ গোটা বিশ্বের মধ্যে একমাত্র যুক্তরাজ্যে 2 মিলিয়নের বেশি কোরোনা পজ়িটিভ কেস পাওয়া গেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.