ETV Bharat / international

Twitter CEO Parag Agrawal : কে পরাগ আগরওয়াল ? ভারতীয় বংশোদ্ভূত টুইটার সিইও-র পড়াশোনা, কেরিয়ার, বেতন একনজরে - পরাগ আগরওয়ালের বেতন

টুইটারের সিইও (new Twitter CEO) হলেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল (Twitter CEO Parag Agrawal) ৷ জেনে নিন তাঁর পড়াশোনা, কেরিয়ার ও বেতন সংক্রান্ত যাবতীয় তথ্য (Who is Parag Agrawal)৷

who-is-parag-agrawal-brief-profile-of-new-twitter-ceo
কে এই পরাগ আগরওয়াল ? জানুন ভারতীয় বংশোদ্ভূত টুইটার সিইও-র পড়াশোনা, কেরিয়ার, বেতন
author img

By

Published : Nov 30, 2021, 10:11 AM IST

Updated : Nov 30, 2021, 1:25 PM IST

কলকাতা, 30 নভেম্বর: জ্যাক ডর্সি (Jack Dorsey resigned) সরে দাঁড়ানোর পর তাঁর জায়গায় এখন পরাগ আগরওয়াল (Twitter CEO Parag Agrawal) ৷ সোশ্যাল মিডিয়া জায়েন্ট টুইটারের সিইও (New Twitter CEO) পদে ভারতীয় বংশোদ্ভূত ৷ এতদিন তিনি ছিলেন কোম্পানির সিটিও ৷ ডর্সিকে সরিয়ে সেই জায়গায় অন্য কারওকে বসানো হবে বলে খবর রটেছিল ৷ অবশেষে দেখা গেল, কোম্পানিরই সুযোগ্য কর্মী পরাগের কাঁধে পড়ল গুরুদায়িত্ব ৷

কে এই পরাগ আগরওয়াল (Who is Parag Agrawal)?

গুগলের মাথায় বসে থাকা আর এক ভারতীয় বংশোদ্ভূত টেক সিইও সুন্দর পিচাইয়ের মতোই পরাগ আগরওয়ালও (Profile of new Twitter CEO) আইআইটি-র ছাত্র ৷ 'মিষ্টভাষী' মানুষটি আইআইটি মুম্বইয়ের প্রাক্তনী ৷ 37 বছরের পরাগকে বেশ পছন্দ করতেন জ্যাক ডর্সিও ৷ টুইটারের শীর্ষতম পদে যাওয়ার জন্য এই বিষয়টিও পরাগের জন্য বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ৷

একটি প্রেস বিজ্ঞপ্তিতে পরাগ আগরওয়ালের কেরিয়ার নিয়ে কিছু তথ্য জানিয়েছে টুইটার ৷ সেখান থেকেই জানা গিয়েছে, 2011 সালে টুইটারে কাজ শুরু করেন পরাগ আগরওয়াল ৷ 2017 সাল থেকে তিনি কোম্পানির চিফ টেকনোলজি অফিসার বা সিটিও ৷ কোম্পানির প্রযুক্তিগত রণকৌশল, কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ায় নেতৃত্ব দেওয়া-সহ নানা কাজ একা হাতে সামলাতে হত তাঁকে ৷ সিটিও হিসেবে নিযুক্ত হওয়ার আগে, পরাগ 2016 এবং 2017 সালে ইউজারদের উপর প্রভাব বৃদ্ধি এবং রাজস্ব ও উপভোক্তা সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং-এ নিজের দক্ষতার প্রমাণ রেখে টুইটারের প্রথম ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার হয়ে উঠেছিলেন ৷

আরও পড়ুন: Parag Agarwal becomes Twitter CEO : টুইটারের নয়া সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল

জন্ম মুম্বইতে ৷ ছোট থেকেই অঙ্ক প্রিয় বিষয় ৷ অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুলের ছাত্র পরাগ আগরওয়াল আইআইটি মুম্বই থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক পাশ করেন ৷ এরপর আরও উচ্চতর শিক্ষার জন্য তিনি 2005 সালে চলে যান আমেরিকা ৷ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি কম্পিউটার সায়ান্সে পিএইচডি করেন ৷ 2011 সালে টুইটারে যোগ দেওয়ার আগে তিনি অল্প সময়ের জন্য মাইক্রোসফট, এটিঅ্যান্ডটি ও ইয়াহু-তে কাজ করেছেন ৷ এই তিনটি কোম্পানিতেই তাঁর কাজ ছিল মূলত গবেষণামূলক ৷ টুইটারে কাজ শুরু করার পর প্রথম দিকে তিনি বিজ্ঞাপন সংক্রান্ত কাজ করতেন ৷ তবে খুব কম দিনের মধ্যেই তাঁকে আরও বড় দায়িত্বে আনা হয় ৷ 2017 সালে প্রোমোশন পেয়ে তিনি হন টুইটারের সিটিও ৷

এবার টুইটারের শীর্ষস্থানের দায়িত্ব তাঁর কাঁধে এলেও সুন্দর পিচাই বা সত্য নাদেল্লার মতো তিনি খুব পরিচিত নাম নন ৷ তাই টুইটারের সিইও-র দায়িত্ব পাওয়ার পর কর্মীদের উদ্দেশে পরাগের বার্তা, "আপনাদের মধ্যে কেউ আমায় চেনেন, আবার অনেকে চেনেন না ৷ এখান থেকেই আমাদের যাত্রা শুরু হোক ভবিষ্যতের পথে ৷ আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে, আমাদের আলোচনারও অনেক কিছু আছে ৷ আগামিকাল আমরা অল হ্যান্ডস মিটে অনেকটা সময় কাটাব আর প্রশ্নোত্তর পর্ব ও আলোচনা চালাব ৷"

আরও পড়ুন : Twitter India: টুইটার ইন্ডিয়ার দায়িত্ব থেকে সরলেন মণীশ মাহেশ্বরী

এই বিরাট দায়িত্ব পালনের জন্য পরাগ আগরওয়ালকে বার্ষিক এক মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক দেবে টুইটার ৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 7.5 কোটি ৷ সঙ্গে থাকছে 12.5 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের স্টক কমপেনসেশন ৷ এই ভারতীয় বংশোদ্ভূতের জন্য আমাদের তরফেও রইল অনেক শুভেচ্ছা ৷

কলকাতা, 30 নভেম্বর: জ্যাক ডর্সি (Jack Dorsey resigned) সরে দাঁড়ানোর পর তাঁর জায়গায় এখন পরাগ আগরওয়াল (Twitter CEO Parag Agrawal) ৷ সোশ্যাল মিডিয়া জায়েন্ট টুইটারের সিইও (New Twitter CEO) পদে ভারতীয় বংশোদ্ভূত ৷ এতদিন তিনি ছিলেন কোম্পানির সিটিও ৷ ডর্সিকে সরিয়ে সেই জায়গায় অন্য কারওকে বসানো হবে বলে খবর রটেছিল ৷ অবশেষে দেখা গেল, কোম্পানিরই সুযোগ্য কর্মী পরাগের কাঁধে পড়ল গুরুদায়িত্ব ৷

কে এই পরাগ আগরওয়াল (Who is Parag Agrawal)?

গুগলের মাথায় বসে থাকা আর এক ভারতীয় বংশোদ্ভূত টেক সিইও সুন্দর পিচাইয়ের মতোই পরাগ আগরওয়ালও (Profile of new Twitter CEO) আইআইটি-র ছাত্র ৷ 'মিষ্টভাষী' মানুষটি আইআইটি মুম্বইয়ের প্রাক্তনী ৷ 37 বছরের পরাগকে বেশ পছন্দ করতেন জ্যাক ডর্সিও ৷ টুইটারের শীর্ষতম পদে যাওয়ার জন্য এই বিষয়টিও পরাগের জন্য বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ৷

একটি প্রেস বিজ্ঞপ্তিতে পরাগ আগরওয়ালের কেরিয়ার নিয়ে কিছু তথ্য জানিয়েছে টুইটার ৷ সেখান থেকেই জানা গিয়েছে, 2011 সালে টুইটারে কাজ শুরু করেন পরাগ আগরওয়াল ৷ 2017 সাল থেকে তিনি কোম্পানির চিফ টেকনোলজি অফিসার বা সিটিও ৷ কোম্পানির প্রযুক্তিগত রণকৌশল, কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ায় নেতৃত্ব দেওয়া-সহ নানা কাজ একা হাতে সামলাতে হত তাঁকে ৷ সিটিও হিসেবে নিযুক্ত হওয়ার আগে, পরাগ 2016 এবং 2017 সালে ইউজারদের উপর প্রভাব বৃদ্ধি এবং রাজস্ব ও উপভোক্তা সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং-এ নিজের দক্ষতার প্রমাণ রেখে টুইটারের প্রথম ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার হয়ে উঠেছিলেন ৷

আরও পড়ুন: Parag Agarwal becomes Twitter CEO : টুইটারের নয়া সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল

জন্ম মুম্বইতে ৷ ছোট থেকেই অঙ্ক প্রিয় বিষয় ৷ অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুলের ছাত্র পরাগ আগরওয়াল আইআইটি মুম্বই থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক পাশ করেন ৷ এরপর আরও উচ্চতর শিক্ষার জন্য তিনি 2005 সালে চলে যান আমেরিকা ৷ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি কম্পিউটার সায়ান্সে পিএইচডি করেন ৷ 2011 সালে টুইটারে যোগ দেওয়ার আগে তিনি অল্প সময়ের জন্য মাইক্রোসফট, এটিঅ্যান্ডটি ও ইয়াহু-তে কাজ করেছেন ৷ এই তিনটি কোম্পানিতেই তাঁর কাজ ছিল মূলত গবেষণামূলক ৷ টুইটারে কাজ শুরু করার পর প্রথম দিকে তিনি বিজ্ঞাপন সংক্রান্ত কাজ করতেন ৷ তবে খুব কম দিনের মধ্যেই তাঁকে আরও বড় দায়িত্বে আনা হয় ৷ 2017 সালে প্রোমোশন পেয়ে তিনি হন টুইটারের সিটিও ৷

এবার টুইটারের শীর্ষস্থানের দায়িত্ব তাঁর কাঁধে এলেও সুন্দর পিচাই বা সত্য নাদেল্লার মতো তিনি খুব পরিচিত নাম নন ৷ তাই টুইটারের সিইও-র দায়িত্ব পাওয়ার পর কর্মীদের উদ্দেশে পরাগের বার্তা, "আপনাদের মধ্যে কেউ আমায় চেনেন, আবার অনেকে চেনেন না ৷ এখান থেকেই আমাদের যাত্রা শুরু হোক ভবিষ্যতের পথে ৷ আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে, আমাদের আলোচনারও অনেক কিছু আছে ৷ আগামিকাল আমরা অল হ্যান্ডস মিটে অনেকটা সময় কাটাব আর প্রশ্নোত্তর পর্ব ও আলোচনা চালাব ৷"

আরও পড়ুন : Twitter India: টুইটার ইন্ডিয়ার দায়িত্ব থেকে সরলেন মণীশ মাহেশ্বরী

এই বিরাট দায়িত্ব পালনের জন্য পরাগ আগরওয়ালকে বার্ষিক এক মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক দেবে টুইটার ৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 7.5 কোটি ৷ সঙ্গে থাকছে 12.5 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের স্টক কমপেনসেশন ৷ এই ভারতীয় বংশোদ্ভূতের জন্য আমাদের তরফেও রইল অনেক শুভেচ্ছা ৷

Last Updated : Nov 30, 2021, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.