ETV Bharat / international

পাঁচিল টপকে হোয়াইট হাউজ়ে ঢোকার চেষ্টা, বাড়ানো হল নিরাপত্তা

গতকাল হোয়াইট হাউজ়ের পাঁচিল টপকানোর চেষ্টা করে এক ব্যক্তি । তাকে আটকায় প্রশাসনিক ভবনের নিরাপত্তারক্ষীরা । ধৃতকে অ্যামেরিকার সিক্রেট সার্ভিস ইউনিফর্মড ডিভিশন অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 20, 2019, 6:51 AM IST

Updated : Jun 20, 2019, 6:57 AM IST

ওয়াশিংটন, 20 জুন : হোয়াইট হাউজ়ের পাঁচিল টপকে ঢোকার চেষ্টা করেছিল এক ব্যক্তি । তাকে আটকায় সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা । এই ঘটনার জেরে হোয়াইট হাউজ়ের নিরাপত্তা দ্বিগুণ করে দেওয়া হয়েছে । বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত প্রবেশপথ ।

গতকাল স্থানীয় সময় 2 টো 45 মিনিটে হোয়াইট হাউজ়ের পেনসিলভেনিয়া অ্যাভিনিউ-র দিকের পাঁচিল টপকানোর চেষ্টা করে এক ব্যক্তি । তার কাছে একটি ব্যাগ ছিল । তাকে অ্যামেরিকার সিক্রেট সার্ভিস ইউনিফর্মড ডিভিশন অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে । ওই ব্যক্তিকে জেরা করা হচ্ছে ।

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার সময় হোয়াইট হাউজ়ে ছিলেন না । তিনি সেই সময় ফ্লোরিডায় ছিলেন বলে জানা গেছে ।

ওয়াশিংটন, 20 জুন : হোয়াইট হাউজ়ের পাঁচিল টপকে ঢোকার চেষ্টা করেছিল এক ব্যক্তি । তাকে আটকায় সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা । এই ঘটনার জেরে হোয়াইট হাউজ়ের নিরাপত্তা দ্বিগুণ করে দেওয়া হয়েছে । বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত প্রবেশপথ ।

গতকাল স্থানীয় সময় 2 টো 45 মিনিটে হোয়াইট হাউজ়ের পেনসিলভেনিয়া অ্যাভিনিউ-র দিকের পাঁচিল টপকানোর চেষ্টা করে এক ব্যক্তি । তার কাছে একটি ব্যাগ ছিল । তাকে অ্যামেরিকার সিক্রেট সার্ভিস ইউনিফর্মড ডিভিশন অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে । ওই ব্যক্তিকে জেরা করা হচ্ছে ।

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার সময় হোয়াইট হাউজ়ে ছিলেন না । তিনি সেই সময় ফ্লোরিডায় ছিলেন বলে জানা গেছে ।

New Delhi, Jun 20 (ANI): While there are several pieces of research that suggested a link between low levels of vitamin D in the blood and an increased risk of cardiovascular disease, researchers have now discovered that consuming vitamin D supplements won't decrease the risk. The study, published in the Journal of the American Medical Association Cardiology, found that vitamin D supplements did not decrease the incidence of heart attacks, strokes or other major adverse cardiovascular events. His finding was consistent for both men and women and for patients of different ages. Barbarawi led a team of researchers and reviewed data from 21 clinical trials, including more than 83,000 patients. Half the patients were administered vitamin D supplements, and half were given placebos. The meta-analysis of data showed no difference in the incidences of cardiovascular events or all causes of death between the two groups. Vitamin D sometimes is known as the sunshine vitamin, because human skin makes vitamin D when exposed to the sun. Thus, those living farthest from the equator tend to have lower levels of vitamin D in their blood. While some studies have found a link between low levels of the vitamin and an increased risk of adverse cardiovascular events, Barbarawi's study suggested that other factors, such as outdoor physical activity and nutritional status, might explain the association. As a result, he suggests that doctors and patients think twice about taking the vitamin to minimize the chances of a heart attack or other cardiovascular issues.
Last Updated : Jun 20, 2019, 6:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.