ওয়াশিংটন, 1 জুলাই : করোনা নিয়ে এবার আরও একটি তথ্য সামনে এল ৷ জানা গিয়েছে যে, ভ্যাকসিন নেওয়ার পরও যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের সংক্রমণের তীব্রতা কম ছিল বা অনেক কম সময়েই তাঁরা করোনা মুক্ত হতে পেরেছিলেন ৷ তাছাড়া তাঁদের উপসর্গও অনেক কম ছিল ৷ ভ্যাকসিন যাঁরা নেননি, তাঁরা করোনা আক্রান্ত হলে সবকিছুই বেশি ছিল ৷ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এমআরএনএ-র একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে ৷
তবে ওই সমীক্ষা বলছে যে, এখনও পর্যন্ত করোনার যে ক‘টি ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, কোনওটিই 100 শতাংশ সুরক্ষিত নয় ৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারোজিনা হেলথ সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ বার্গিস জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার অর্থ করোনার সংক্রমণ থেকে নিজেকে অন্তত 90 শতাংশ সুরক্ষিত থাকা ৷ আর তারপরও যদি কেউ সংক্রমিত হন, তাহলে তার তীব্রতা অনেকটাই কম হবে ৷
আরও পড়ুন : Covishield : ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশে স্বীকৃতি পেল সেরামের কোভিশিল্ড
এই সমীক্ষাটি করা হয় 2020 সালের 14 ডিসেম্বর থেকে 2021 সালের 10 এপ্রিল পর্যন্ত ৷ যাঁরা এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে 5 জন করোনায় আক্রান্ত হন ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার পরও ৷ আর 11 জন ভ্যাকসিনের একটি ডোজ নেওয়ার পর আক্রান্ত হন ৷ আর 156 জন ভ্যাকসিন না নিয়েই করোনা আক্রান্ত হয়েছেন ৷ পরে চলতি বছরের 30 জুন এই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয় নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে ৷
এই সমীক্ষায় দেখা গিয়েছে, ভ্যাকসিন নেননি এমন যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের সংক্রমণ দুই সপ্তাহ বা তার বেশি সময় ছিল ৷ আর ভ্যাকসিন নেওয়ার পরও যাঁদের করোনা হয়েছে তাঁরা এক সপ্তাহেই সুস্থ হয়েছেন ৷ তাছাড়া ঝুঁকিও প্রায় 66 শতাংশ কমে গিয়েছে এই ক্ষেত্রে ৷ আর ভ্যাকসিন নেওয়া থাকলে 58 শতাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে করোনা আক্রান্ত হলেও জ্বর আসেনি ৷
আরও পড়ুন : Sputnik Light : স্পুটনিক লাইটের তৃতীয় দফা ট্রায়ালের অনুমোদন পেল না ড. রেড্ডি’স ল্য়াবরেটরিজ