ETV Bharat / international

''হাফিজ়কে গ্রেপ্তার লোক দেখানো'', মন্তব্য ট্রাম্প প্রশাসন আধিকারিকের

নামপ্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের আধিকারিকের বক্তব্য, খুব বাস্তবসম্মত দিক থেকেই তিনি হাফিজ়ের লোক দেখানো গ্রেপ্তারির কথা বলেছেন

হাফিজ় সইদকে গ্রেপ্তার করেছে পাকিস্তান
author img

By

Published : Jul 20, 2019, 3:13 PM IST

ওয়াশিংটন, 20 জুলাই : আন্তর্জাতিক মহলের চাপের কাছে নতিস্বীকার করে হাফিজ় সইদকে গ্রেপ্তার করেছে পাকিস্তান ৷ কিন্তু এতে সন্তুষ্ট নয় ওয়াশিংটন ৷ সন্দেহটা রয়েই গেছে তাদের ৷ দিল্লির সন্দেহ ছিলই, এবার তাকেই উসকে দিলেন ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক ৷ তাঁর মতে, এমন লোক দেখানো পদক্ষেপ আগেও করেছে পাকিস্তান । তাই এবার জোরালো পদক্ষেপ চাই ৷ এটা শুধুমাত্র ''উইনডো ড্রেসিং'' ৷

তিনি জানিয়েছেন, এর আগেও হাফিজ়কে গ্রেপ্তার করেছিল পাকিস্তান ৷ কিন্তু তাতে লস্কর-ই-তইবার সঙ্গে নাশকতার ছক কষা আটকায়নি ৷ আগামী সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অ্যামেরিকা সফরের আগে ট্রাম্প সরকারের উচ্চপদস্থ আধিকারিকের এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

26/11 মুম্বই হামলার মূলচক্রী হাফিজ় সইদ সহ 12 জনের বিরুদ্ধে সন্ত্রাসে মদতের জন্য অর্থ জোগান দেওয়া সহ 23টি মামলা রুজু করে সইদকে গ্রেপ্তার করা হয়েছে ৷ 2001 সালে সংসদে জঙ্গি হামলার পর থেকে কমপক্ষে সাতবার হাফিজ় সইদকে গ্রেপ্তার করা হয়েছে ইসলামাবাদের তরফে । কিন্তু, আন্তর্জাতিক জঙ্গি হাফিজে়র বিরুদ্ধে কড়া পদক্ষেপে বারবার দ্বিধাগ্রস্ত হয়েছে পাকিস্তান প্রশাসন ৷

এই প্রসঙ্গে নামপ্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের আধিকারিকের বক্তব্য, খুব বাস্তবসম্মত দিক থেকেই তিনি লোক দেখানো গ্রেপ্তারির কথা বলেছেন ৷ তাঁর কথায়, ''পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যে এই লস্কর, হাক্কানি, জইশ জঙ্গিদের যোগসূত্র রয়েছে, তা তো সবারই জানা ৷ ''

তবে তিনি বলেন, পাকিস্তানের মাটিতে যে সন্ত্রাসবাদ মাথা চাড়া দিতে বাধা দিচ্ছেন ইমরান, তা প্রশংসনীয় ৷ কারণ বিশ্বজুড়ে শান্তি বজায় রাখাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকের ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, হাফিজ়কে গ্রেপ্তার করে মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই, আন্তর্জাতিক মহলকে বার্তা দেওয়ার কাজটাও প্রথমেই সেরে রাখলেন ইমরান ৷ এর ফলে আর্থিক সাহায্য ইত্যাদির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সহযোগিতা পাবে পাকিস্তান ৷

ওয়াশিংটন, 20 জুলাই : আন্তর্জাতিক মহলের চাপের কাছে নতিস্বীকার করে হাফিজ় সইদকে গ্রেপ্তার করেছে পাকিস্তান ৷ কিন্তু এতে সন্তুষ্ট নয় ওয়াশিংটন ৷ সন্দেহটা রয়েই গেছে তাদের ৷ দিল্লির সন্দেহ ছিলই, এবার তাকেই উসকে দিলেন ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক ৷ তাঁর মতে, এমন লোক দেখানো পদক্ষেপ আগেও করেছে পাকিস্তান । তাই এবার জোরালো পদক্ষেপ চাই ৷ এটা শুধুমাত্র ''উইনডো ড্রেসিং'' ৷

তিনি জানিয়েছেন, এর আগেও হাফিজ়কে গ্রেপ্তার করেছিল পাকিস্তান ৷ কিন্তু তাতে লস্কর-ই-তইবার সঙ্গে নাশকতার ছক কষা আটকায়নি ৷ আগামী সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অ্যামেরিকা সফরের আগে ট্রাম্প সরকারের উচ্চপদস্থ আধিকারিকের এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

26/11 মুম্বই হামলার মূলচক্রী হাফিজ় সইদ সহ 12 জনের বিরুদ্ধে সন্ত্রাসে মদতের জন্য অর্থ জোগান দেওয়া সহ 23টি মামলা রুজু করে সইদকে গ্রেপ্তার করা হয়েছে ৷ 2001 সালে সংসদে জঙ্গি হামলার পর থেকে কমপক্ষে সাতবার হাফিজ় সইদকে গ্রেপ্তার করা হয়েছে ইসলামাবাদের তরফে । কিন্তু, আন্তর্জাতিক জঙ্গি হাফিজে়র বিরুদ্ধে কড়া পদক্ষেপে বারবার দ্বিধাগ্রস্ত হয়েছে পাকিস্তান প্রশাসন ৷

এই প্রসঙ্গে নামপ্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের আধিকারিকের বক্তব্য, খুব বাস্তবসম্মত দিক থেকেই তিনি লোক দেখানো গ্রেপ্তারির কথা বলেছেন ৷ তাঁর কথায়, ''পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যে এই লস্কর, হাক্কানি, জইশ জঙ্গিদের যোগসূত্র রয়েছে, তা তো সবারই জানা ৷ ''

তবে তিনি বলেন, পাকিস্তানের মাটিতে যে সন্ত্রাসবাদ মাথা চাড়া দিতে বাধা দিচ্ছেন ইমরান, তা প্রশংসনীয় ৷ কারণ বিশ্বজুড়ে শান্তি বজায় রাখাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকের ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, হাফিজ়কে গ্রেপ্তার করে মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই, আন্তর্জাতিক মহলকে বার্তা দেওয়ার কাজটাও প্রথমেই সেরে রাখলেন ইমরান ৷ এর ফলে আর্থিক সাহায্য ইত্যাদির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সহযোগিতা পাবে পাকিস্তান ৷

Madurai (TN), July 20 (ANI): National Investigation Agency (NIA) carried out raids in the residence of Muhammad Sheikh Maiden on Saturday. Raids are underway in Narimadu, Madurai in connection with Ansarulla terror group. Further details are awaited.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.