ওয়াশিংটন, 20 জুলাই : আন্তর্জাতিক মহলের চাপের কাছে নতিস্বীকার করে হাফিজ় সইদকে গ্রেপ্তার করেছে পাকিস্তান ৷ কিন্তু এতে সন্তুষ্ট নয় ওয়াশিংটন ৷ সন্দেহটা রয়েই গেছে তাদের ৷ দিল্লির সন্দেহ ছিলই, এবার তাকেই উসকে দিলেন ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক ৷ তাঁর মতে, এমন লোক দেখানো পদক্ষেপ আগেও করেছে পাকিস্তান । তাই এবার জোরালো পদক্ষেপ চাই ৷ এটা শুধুমাত্র ''উইনডো ড্রেসিং'' ৷
তিনি জানিয়েছেন, এর আগেও হাফিজ়কে গ্রেপ্তার করেছিল পাকিস্তান ৷ কিন্তু তাতে লস্কর-ই-তইবার সঙ্গে নাশকতার ছক কষা আটকায়নি ৷ আগামী সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অ্যামেরিকা সফরের আগে ট্রাম্প সরকারের উচ্চপদস্থ আধিকারিকের এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷
26/11 মুম্বই হামলার মূলচক্রী হাফিজ় সইদ সহ 12 জনের বিরুদ্ধে সন্ত্রাসে মদতের জন্য অর্থ জোগান দেওয়া সহ 23টি মামলা রুজু করে সইদকে গ্রেপ্তার করা হয়েছে ৷ 2001 সালে সংসদে জঙ্গি হামলার পর থেকে কমপক্ষে সাতবার হাফিজ় সইদকে গ্রেপ্তার করা হয়েছে ইসলামাবাদের তরফে । কিন্তু, আন্তর্জাতিক জঙ্গি হাফিজে়র বিরুদ্ধে কড়া পদক্ষেপে বারবার দ্বিধাগ্রস্ত হয়েছে পাকিস্তান প্রশাসন ৷
এই প্রসঙ্গে নামপ্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের আধিকারিকের বক্তব্য, খুব বাস্তবসম্মত দিক থেকেই তিনি লোক দেখানো গ্রেপ্তারির কথা বলেছেন ৷ তাঁর কথায়, ''পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যে এই লস্কর, হাক্কানি, জইশ জঙ্গিদের যোগসূত্র রয়েছে, তা তো সবারই জানা ৷ ''
তবে তিনি বলেন, পাকিস্তানের মাটিতে যে সন্ত্রাসবাদ মাথা চাড়া দিতে বাধা দিচ্ছেন ইমরান, তা প্রশংসনীয় ৷ কারণ বিশ্বজুড়ে শান্তি বজায় রাখাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকের ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, হাফিজ়কে গ্রেপ্তার করে মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই, আন্তর্জাতিক মহলকে বার্তা দেওয়ার কাজটাও প্রথমেই সেরে রাখলেন ইমরান ৷ এর ফলে আর্থিক সাহায্য ইত্যাদির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সহযোগিতা পাবে পাকিস্তান ৷