ওয়াশিংটন, 1 জুন : চিনা সেনার আগ্রাসনের বিরুদ্ধেভারতের মতো বিশ্বের বিভিন্ন দেশের সহযোগী হতে পারে অ্যামেরিকা । সম্প্রতি একসাক্ষাৎকারে জানালেন অ্যামেরিকার স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও ।
পম্পেওবলেন, “চিনেরকমিউনিস্ট পার্টির সামরিক আগ্রাসন বাস্তব । প্রেসিডেন্ট শি জ়িনপিং নিজের সামরিকক্ষমতা বাড়াচ্ছেন । চিনের এই হুমকি সামাল দেওয়ার জন্য আমাদের আমাদের প্রতিরক্ষাবিভাগ সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে । আমি নিশ্চিত প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনেআমাদের প্রতিরক্ষা বিভাগ, আমাদেরসেনা এবং আমাদের জাতীয় নিরাপত্তাবাহিনী অ্যামেরিকাবাসীকে রক্ষা করবে । চিনেরআগ্রাসনের বিরুদ্ধে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ব্রাজিল, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য দেশগুলিরভালো সহযোগী হতে পারব আমরা ।” পম্পেওর মতে, এই দেশগুলির সঙ্গে অ্যামেরিকারপারস্পরিক সম্পর্ক খুব ভালো হবে এবং আগামী শতাব্দী পশ্চিমী ধাঁচে গড়ে উঠবে ।
ভারত-চিনসীমান্তে উত্তেজনা নিয়ে প্রশ্নের উত্তরে অ্যামেরিকার স্বরাষ্ট্র সচিব বলেন, “বহুদিন ধরে চিনের কমিউনিস্ট পার্টিসীমান্তে আগ্রাসন দেখাচ্ছে । সম্প্রতি তারা বিভিন্নরকম কৌশল অবলম্বন করেছে । এটানতুন কিছু নয় । দীর্ঘদিন ধরে চিন এটা করে আসছে ।”