ETV Bharat / international

ক্যালিফোর্নিয়ায় ইহুদিদের উপাসনালয়ে হামলা, মৃত 1

ক্যালিফোর্নিয়ার পোওয়েতে ইহুদিদের উপাসনালয়ে (সিনাগগ) হামলায় মৃত 1 । জখম 3 ।

ছবি সৌজন্যে ANI
author img

By

Published : Apr 28, 2019, 10:20 AM IST

ক্যালিফোর্নিয়া, 28 এপ্রিল : ক্যালিফোর্নিয়ার পোওয়েতে ইহুদিদের উপাসনালয়ে (সিনাগগ) এলোপাথাড়ি গুলিতে মৃত এক । জখম তিন । তাঁদের পালোমার মেডিকেল সেন্টারে ভরতি করা হয়েছে । গতকাল সকালে ইহুদিদের উপাসনালয়ে হামলা চালায় এক দুষ্কৃতী । হাতে বন্দুক নিয়ে এলোপাথাড়ি গুলি চালায় ওই যুবক । গতকাল সেকথা নিশ্চিত করেন পোওয়ের মেয়র স্টিভ ভাওস ও সান দিয়াগো কাউন্ট্রি শেরিফ উইলিয়াম গোর ।

ইহুদিদের উপাসনালয়ে প্রার্থনা চলাকালীন স্থানীয় সময় বেলা 12 টা নাগাদ হামলা চালায় ওই দুষ্কৃতী । গতকাল সাংবাদিক বৈঠকে বিষয়টির বর্ণনা দিতে গিয়ে পোওয়ের মেয়র স্টিভ ভাওস একে নিকৃষ্টতম অপরাধ বলে আখ্যা দিয়েছেন । তার কারণ গতকাল ছিল ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান পাসোভারের শেষদিন । আবার পিটসবার্গ সিনাগগ হামলার ছ'মাস । ফলে বেছে বেছে 27 এপ্রিল অর্থাৎ গতকালকেই টার্গেট করেছিল হামলাকারী বলে মনে করছেন অনেকে ।

এবিষয়ে পুলিশের তরফ থেকে জানানো হয়, হামলার পরই এক শ্বেতাঙ্গ যুবককে সিনাগগ থেকে বেরিয়ে আসতে দেখা যায় । সন্দেহভাজন হিসেবে জন আর্নেস্ট নামে ওই যুবককে আটক করে পুলিশ । জিজ্ঞাসাবাদ চলছে ।

অন্যদিকে, গতকালের ঘটনায় সমবেদনা জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি বলেন, "আজ অ্যামেরিকার মন তাদের সাথে আছে যারা এই হামলার শিকার হয়েছেন । বিষয়টি দেখে মনে হয় এটি জাতিবিদ্বেষের ফল । আহতদের প্রতি আমার সমবেদনা রইল । আজ গোটা দেশ ইহুদিদের পাশে আছে ।"

ঠিক ছ'মাস আগে 27 অক্টোবর যুক্তরাষ্ট্রের পিটসবার্গের একটি সিনাগগে হামলা চালায় দুষ্কৃতীরা । মৃত্যু হয় 11 জনের । "সব ইহুদিদেরই মরা দরকার" বলতে বলতে হামলা চালানো হয় ।

ক্যালিফোর্নিয়া, 28 এপ্রিল : ক্যালিফোর্নিয়ার পোওয়েতে ইহুদিদের উপাসনালয়ে (সিনাগগ) এলোপাথাড়ি গুলিতে মৃত এক । জখম তিন । তাঁদের পালোমার মেডিকেল সেন্টারে ভরতি করা হয়েছে । গতকাল সকালে ইহুদিদের উপাসনালয়ে হামলা চালায় এক দুষ্কৃতী । হাতে বন্দুক নিয়ে এলোপাথাড়ি গুলি চালায় ওই যুবক । গতকাল সেকথা নিশ্চিত করেন পোওয়ের মেয়র স্টিভ ভাওস ও সান দিয়াগো কাউন্ট্রি শেরিফ উইলিয়াম গোর ।

ইহুদিদের উপাসনালয়ে প্রার্থনা চলাকালীন স্থানীয় সময় বেলা 12 টা নাগাদ হামলা চালায় ওই দুষ্কৃতী । গতকাল সাংবাদিক বৈঠকে বিষয়টির বর্ণনা দিতে গিয়ে পোওয়ের মেয়র স্টিভ ভাওস একে নিকৃষ্টতম অপরাধ বলে আখ্যা দিয়েছেন । তার কারণ গতকাল ছিল ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান পাসোভারের শেষদিন । আবার পিটসবার্গ সিনাগগ হামলার ছ'মাস । ফলে বেছে বেছে 27 এপ্রিল অর্থাৎ গতকালকেই টার্গেট করেছিল হামলাকারী বলে মনে করছেন অনেকে ।

এবিষয়ে পুলিশের তরফ থেকে জানানো হয়, হামলার পরই এক শ্বেতাঙ্গ যুবককে সিনাগগ থেকে বেরিয়ে আসতে দেখা যায় । সন্দেহভাজন হিসেবে জন আর্নেস্ট নামে ওই যুবককে আটক করে পুলিশ । জিজ্ঞাসাবাদ চলছে ।

অন্যদিকে, গতকালের ঘটনায় সমবেদনা জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি বলেন, "আজ অ্যামেরিকার মন তাদের সাথে আছে যারা এই হামলার শিকার হয়েছেন । বিষয়টি দেখে মনে হয় এটি জাতিবিদ্বেষের ফল । আহতদের প্রতি আমার সমবেদনা রইল । আজ গোটা দেশ ইহুদিদের পাশে আছে ।"

ঠিক ছ'মাস আগে 27 অক্টোবর যুক্তরাষ্ট্রের পিটসবার্গের একটি সিনাগগে হামলা চালায় দুষ্কৃতীরা । মৃত্যু হয় 11 জনের । "সব ইহুদিদেরই মরা দরকার" বলতে বলতে হামলা চালানো হয় ।

New Delhi, Apr 28 (ANI): As gaming becomes even more popular with the coming of immersive technology and e-sports, the peripherals market is expected to see positive growth in the next five years. According to the latest report by Research and Markets, titled 'Gaming Peripherals Market: Global Industry Trends, Share, Size, Growth, Opportunity and Forecast 2019-2024,' the peripherals market will grow at a CAGR of 10 per cent during 2019-2024. Factors such as augmented reality, virtual reality, high-definition displays, and so on are expected to contribute to the growth of peripherals, and also leading to the development of specialised gaming keyboards and gamepads that are customisable.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.