ETV Bharat / international

ইরানের মিজা়ইল হামলায় মস্তিষ্কে চোট 34 সেনার, স্বীকার পেন্টাগনের - পেন্টাগনের মুখপাত্র

ইরানের মিজা়ইল হামলায় 34 জন সেনার মস্তিষ্কে চোট লাগার ঘটনা স্বীকার করল পেন্টাগন ৷ শুক্রবার  পেন্টাগনের মুখপাত্র জনাথন হফম্যান বলেন, আহত 34 জনের মধ্যে  17 জন ইতিমধ্যেই ফের কাজে যোগ দিয়েছেন৷

iran missile attack
ইরানের মিজাইল হামলা
author img

By

Published : Jan 25, 2020, 12:19 PM IST

পেন্টাগন, 25 জানুয়ারি: পেন্টাগনের তরফ থেকে শুক্রবার জানানো হল ইরানের মিজা়ইল হামলায় মোট 34 জন সেনা আহত হয়েছেন ৷ তাঁদের মস্তিষ্কে আঘাত লাগায় চিকিৎসার জন্য তাদের ইরান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

গত সপ্তাহে অ্যামেরিকার সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল, পশ্চিম ইরাকের আইন-আল-আসাদ সামরিক ঘাঁটি থেকে 11 জন সেনাকে চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ শুক্রবার পেন্টাগনের মুখপাত্র জনাথন হফম্যান বলেন, আহত 34 জনের মধ্যে 17 জন ইতিমধ্যেই ফের কাজে যোগ দিয়েছেন ৷ যদিও বুধবার অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''আমি শুনেছি সেনাদের মাথা ব্যথা রয়েছে ৷''

আহত 11 জনের মধ্যে 8 জনকে প্রথমে চিকিৎসার জন্য জার্মানি নিয়ে যাওয়া হলেও এখন তাদের অ্যামেরিকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাঁরা ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে বা তাঁদের বাসস্থানের কাছাকাছি কোনও হাসপাতালে বাকি চিকিৎসা করাবেন ৷ বাকি 9 জন জার্মানিতেই চিকিৎসাধীন৷ হফম্যান বলেন, অসুস্থ সেনারা মূলত বমি বমি ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা ও আলোয় সংবেদনশীলতার মতো অসুবিধা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৷

প্রতিরক্ষা সচিব মার্ক এসপার পেন্টাগনকেই সমগ্র বিষয়টি পর্যালোচনার দায়িত্ব দিয়েছেন ৷ হফম্যান বলেন, ''আমাদের একমাত্র লক্ষ্য অ্যামেরিকাবাসী ও আমাদের সদস্যদের নির্ভুল তথ্য পরিবেশন করা ৷ পেন্টাগনের তথ্য অনুযায়ী, 2000 সাল থেকে মোট 4 লক্ষের বেশি সেনার মস্তিষ্কে আঘাত বা অভ্যন্তরীণ চোটের শিকার হয়েছেন ৷ ''

পেন্টাগন, 25 জানুয়ারি: পেন্টাগনের তরফ থেকে শুক্রবার জানানো হল ইরানের মিজা়ইল হামলায় মোট 34 জন সেনা আহত হয়েছেন ৷ তাঁদের মস্তিষ্কে আঘাত লাগায় চিকিৎসার জন্য তাদের ইরান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

গত সপ্তাহে অ্যামেরিকার সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল, পশ্চিম ইরাকের আইন-আল-আসাদ সামরিক ঘাঁটি থেকে 11 জন সেনাকে চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ শুক্রবার পেন্টাগনের মুখপাত্র জনাথন হফম্যান বলেন, আহত 34 জনের মধ্যে 17 জন ইতিমধ্যেই ফের কাজে যোগ দিয়েছেন ৷ যদিও বুধবার অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''আমি শুনেছি সেনাদের মাথা ব্যথা রয়েছে ৷''

আহত 11 জনের মধ্যে 8 জনকে প্রথমে চিকিৎসার জন্য জার্মানি নিয়ে যাওয়া হলেও এখন তাদের অ্যামেরিকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাঁরা ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে বা তাঁদের বাসস্থানের কাছাকাছি কোনও হাসপাতালে বাকি চিকিৎসা করাবেন ৷ বাকি 9 জন জার্মানিতেই চিকিৎসাধীন৷ হফম্যান বলেন, অসুস্থ সেনারা মূলত বমি বমি ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা ও আলোয় সংবেদনশীলতার মতো অসুবিধা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৷

প্রতিরক্ষা সচিব মার্ক এসপার পেন্টাগনকেই সমগ্র বিষয়টি পর্যালোচনার দায়িত্ব দিয়েছেন ৷ হফম্যান বলেন, ''আমাদের একমাত্র লক্ষ্য অ্যামেরিকাবাসী ও আমাদের সদস্যদের নির্ভুল তথ্য পরিবেশন করা ৷ পেন্টাগনের তথ্য অনুযায়ী, 2000 সাল থেকে মোট 4 লক্ষের বেশি সেনার মস্তিষ্কে আঘাত বা অভ্যন্তরীণ চোটের শিকার হয়েছেন ৷ ''

Mumbai, Jan 25 (ANI): Ayushmann Khurrana's wife and author Tahira Kashyap met several breast cancer survivors in Mumbai. She met and greeted them on occasion of her birthday. Tahira also shared her story of battling breast cancer. Tahira celebrated her birthday by cake cutting ceremony with these survivors. Tahira Kashyap was diagnosed with breast cancer in 2018.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.