ওয়াশিংটন, 13 এপ্রিল : জনসন অ্য়ান্ড জনসন টিকা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল আমেরিকার ফুড অ্য়ান্ড ড্রাগ অ্য়াডমিনিস্ট্রেশন ৷ ওই ভ্য়াকসিন নিলে রক্ত জমাট বেঁধে যাচ্ছে বলে অভিযোগ ওঠে ৷ সে-কারণেই এই সিদ্ধান্ত ৷
ফুড অ্য়ান্ড ড্রাগ অ্য়াডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে, জনসন অ্য়ান্ড জনসন টিকা নেওয়ার পরের দিনই ছ'জন মহিলার রক্ত জমাট বেঁধে গিয়েছে ৷ এবং রক্তের প্লেটলেট কাউন্ট ধীরে ধীরে কমতে শুরু করেছে ৷ সেকারণেই আপাতত ওই টিকা দেওয়ার কাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷
জানা গিয়েছে, ওই টিকা নেওয়ার পর যে ছ-জনের রক্ত জমাট বেঁধেছে তাঁদের সকলের বয়স 18 থেকে 48 বছরের মধ্য়ে ৷ একজন ইতিমধ্য়ে মারা গিয়েছেন এবং আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এখনও পর্যন্ত 7 মিলিয়ন আমেরিকাবাসী জনসন অ্য়ান্ড জনসনের টিকা নিয়েছেন ৷
আরও পড়ুন- জরুরি ব্যবহারে জনসন অ্যান্ড জনসনের টিকায় অনুমোদন আমেরিকার
এবিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে আগামী কাল উচ্চপর্যায়ে বৈঠক ডেকেছে ফুড অ্য়ান্ড ড্রাগ অ্য়াডমিনিস্ট্রেশন এবং সেন্ট্রাল ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্য়ান্ড প্রিভেনশন ৷ ওই বৈঠকে উপস্থিত থাকবেন একাধিক বিজ্ঞানী ৷ তাঁদের সঙ্গে পুরো বিষয়টি নিয়ে আলোচনা হবে ৷ পরবর্তীতে কাদের উপর ওই টিকা দেওয়া হবে সে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷
এর আগে 28 ফেব্রুয়ারি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জনসন অ্য়ান্ড জনসনের টিকাকে সবুজ সঙ্কেত দেয় ৷ এবং তার আগে জানায়, কোভিড 19 প্রতিরোধে দারুণ কার্যকরী এই সিঙ্গল শট ভ্যাকসিন ।
কিন্তু তার 2 মাস কাটতে না কাটতেই অন্য় পরিস্থিতি তৈরি হল ৷