ETV Bharat / international

অরল্য়ান্ডোয় জো বাইডেনের হয়ে প্রচারে বারাক ওবামা - ডেমোক্র্য়াট

24 অক্টোবর সামাজিক দূরত্ববিধি মেনে বারাক ওবামা তাঁর প্রচার কর্মসূচিতে অংশ নেন ৷ যেখানে উপস্থিত ডেমোক্র্য়াট সমর্থকরা সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁর বক্তৃতা শোনেন ৷

us-presidential-election-Barack-obama-to-campaign-for-Joe-biden-in-orlando
অরল্য়ান্ডে জো বাইডেনের হয়ে প্রচারে বারাক ওবামা
author img

By

Published : Oct 27, 2020, 5:40 PM IST

মায়ামি, 27 অক্টোবর : ডেমোক্র্য়াট প্রার্থী জো বাইডেনের সমর্থনে ড্রাইভ ইন ক্য়াম্পেনে নামলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৷ ফ্লোরিডার অরল্য়ান্ডোতে মঙ্গলবার জনসভায় ভাষণ দেন তিনি ৷

অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ৷ আর সেখানেই ডেমোক্র্য়াটদের হয়ে টানা তিনদিন ধরে প্রচার চালাচ্ছেন বারাক ওবামা ৷ আর এমন সময়ে ওবামা ময়দানে নেমেছেন যখন মহামারির কারণে অ্যামেরিকায় অনেকে কাজ হারিয়েছেন ৷ এমনকী মূল্য়বৃদ্ধিও একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷

24 অক্টোবর সামাজিক দূরত্ববিধি মেনে বারাক ওবামা তাঁর প্রচার কর্মসূচিতে অংশ নেন ৷ যেখানে উপস্থিত ডেমোক্র্য়াট সমর্থকরা নিজেরাও সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁর বক্তৃতা শোনেন ৷ বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন 2009 সালের 20 জানুয়ারি থেকে 2017-র 20 জানুয়ারি পর্যন্ত জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন ৷

2016 সালে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডা থেকে 49.02 শতাংশ ভোট পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ তখন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিলারি ক্লিন্টন ৷ তিনি 47.82 শতাংশ ভোট পেয়েছিলেন ৷ ফলে ফ্লোরিডার বিপুল জনসমর্থন নিজের দিকে ঘোরাতে বাইডেন ওবামার উপর আস্থা রেখেছেন ৷

মায়ামি, 27 অক্টোবর : ডেমোক্র্য়াট প্রার্থী জো বাইডেনের সমর্থনে ড্রাইভ ইন ক্য়াম্পেনে নামলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৷ ফ্লোরিডার অরল্য়ান্ডোতে মঙ্গলবার জনসভায় ভাষণ দেন তিনি ৷

অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ৷ আর সেখানেই ডেমোক্র্য়াটদের হয়ে টানা তিনদিন ধরে প্রচার চালাচ্ছেন বারাক ওবামা ৷ আর এমন সময়ে ওবামা ময়দানে নেমেছেন যখন মহামারির কারণে অ্যামেরিকায় অনেকে কাজ হারিয়েছেন ৷ এমনকী মূল্য়বৃদ্ধিও একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷

24 অক্টোবর সামাজিক দূরত্ববিধি মেনে বারাক ওবামা তাঁর প্রচার কর্মসূচিতে অংশ নেন ৷ যেখানে উপস্থিত ডেমোক্র্য়াট সমর্থকরা নিজেরাও সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁর বক্তৃতা শোনেন ৷ বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন 2009 সালের 20 জানুয়ারি থেকে 2017-র 20 জানুয়ারি পর্যন্ত জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন ৷

2016 সালে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডা থেকে 49.02 শতাংশ ভোট পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ তখন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিলারি ক্লিন্টন ৷ তিনি 47.82 শতাংশ ভোট পেয়েছিলেন ৷ ফলে ফ্লোরিডার বিপুল জনসমর্থন নিজের দিকে ঘোরাতে বাইডেন ওবামার উপর আস্থা রেখেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.