ETV Bharat / international

শেষ অ্যামেরিকার ভোটগণনা; বাইডেনের দখলে 306, ট্রাম্প 232

author img

By

Published : Nov 14, 2020, 9:03 PM IST

এ যেন এক উলটপুরাণ । চার বছর আগে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী যে ইলেক্টোরাল ভোট পেয়েছিলেন, এবারও সেই সংখ্যা একই । শুধু বদলে গেল দলের নাম । 2016 সালে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন 306 টি ইলেক্টোরাল ভোট । আর ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন পেয়েছিলেন 206 টি ইলেক্টোরাল ভোট । চার বছর পর ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন জিতেছেন 306 টি ইলেক্টোরাল ভোট আর ট্রাম্প পেয়েছেন 232 টি ইলেক্টোরাল ভোট ।

অ্যামেরিকার ভোটগণনা
অ্যামেরিকার ভোটগণনা

ওয়াশিংটন, 14 নভেম্বর : শেষ হল অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগণনা । উত্তর ক্যারোলিনা ও জর্জিয়া প্রদেশে ভোট পুনর্গণনার যে পর্ব চলছিল, তা আজ শেষ হয়েছে । ম্যাজিক ফিগার 270 আগেই পার করেছিলেন বাইডেন । টানা 10 দিন ধরে চলা ভোট গণনা পর্বের শেষে বাইডেনের ঝুলিতে এখন 306 টি ইলেক্টোরাল ভোট । অন্যদিকে ট্রাম্প পেয়েছে 232 টি ইলেক্টোরাল ভোট ।

জর্জিয়া প্রদেশ আগেই বাইডেনের পক্ষে ছিল । পুনর্গণনার পরেও জর্জিয়া বাইডেনের ঝুলিতেই থাকছে । সেখানকার 16 টি ইলেক্টোরাল ভোট জিতে নিয়েছেন তিনি । অন্যদিকে উত্তর ক্যারোলিনা জিতেছেন ট্রাম্প । সেখানকার 15 টি ইলেক্টোরাল ভোট গেছে বিদায়ি প্রেসিডেন্টের ঝুলিতে ।

এবারের নির্বাচনে 306 টি ইলেক্টোরাল ভোট জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন । আর ট্রাম্পের পক্ষে গেছে 232 ভোট টি ইলেক্টোরাল । মজার ব্যাপার, গতবারের প্রেসিডেন্ট নির্বাচনেও ফলাফল এসেছিল 306 ও 232 । তবে দল দু'টি ছিল উলটো । রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন 306 টি ইলেক্টোরাল ভোট । আর ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন পেয়েছিলেন 206 টি ইলেক্টোরাল ভোট । এই বছরের ফলাফল ঠিক তার উলটো ।

প্রসঙ্গত, ভোট নিয়ে অ্যামেরিকার বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ গতকালই খারিজ করেছে সেদেশের নির্বাচন অফিস । প্রেসিডেন্ট নির্বাচনে কোনওরকম জালিয়াতি হয়নি বলে তারা জানিয়ে দিয়েছে ৷ শুক্রবার মার্কিন সংবাদমাধ্য়মের রিপোর্টে এই কথা জানানো হয়েছে ৷ সে দেশের নির্বাচন অফিসের তরফে জানানো হয়েছে, 2020 প্রেসিডেন্ট নির্বাচন মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি নিরাপদ ছিল ৷

ওয়াশিংটন, 14 নভেম্বর : শেষ হল অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগণনা । উত্তর ক্যারোলিনা ও জর্জিয়া প্রদেশে ভোট পুনর্গণনার যে পর্ব চলছিল, তা আজ শেষ হয়েছে । ম্যাজিক ফিগার 270 আগেই পার করেছিলেন বাইডেন । টানা 10 দিন ধরে চলা ভোট গণনা পর্বের শেষে বাইডেনের ঝুলিতে এখন 306 টি ইলেক্টোরাল ভোট । অন্যদিকে ট্রাম্প পেয়েছে 232 টি ইলেক্টোরাল ভোট ।

জর্জিয়া প্রদেশ আগেই বাইডেনের পক্ষে ছিল । পুনর্গণনার পরেও জর্জিয়া বাইডেনের ঝুলিতেই থাকছে । সেখানকার 16 টি ইলেক্টোরাল ভোট জিতে নিয়েছেন তিনি । অন্যদিকে উত্তর ক্যারোলিনা জিতেছেন ট্রাম্প । সেখানকার 15 টি ইলেক্টোরাল ভোট গেছে বিদায়ি প্রেসিডেন্টের ঝুলিতে ।

এবারের নির্বাচনে 306 টি ইলেক্টোরাল ভোট জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন । আর ট্রাম্পের পক্ষে গেছে 232 ভোট টি ইলেক্টোরাল । মজার ব্যাপার, গতবারের প্রেসিডেন্ট নির্বাচনেও ফলাফল এসেছিল 306 ও 232 । তবে দল দু'টি ছিল উলটো । রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন 306 টি ইলেক্টোরাল ভোট । আর ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন পেয়েছিলেন 206 টি ইলেক্টোরাল ভোট । এই বছরের ফলাফল ঠিক তার উলটো ।

প্রসঙ্গত, ভোট নিয়ে অ্যামেরিকার বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ গতকালই খারিজ করেছে সেদেশের নির্বাচন অফিস । প্রেসিডেন্ট নির্বাচনে কোনওরকম জালিয়াতি হয়নি বলে তারা জানিয়ে দিয়েছে ৷ শুক্রবার মার্কিন সংবাদমাধ্য়মের রিপোর্টে এই কথা জানানো হয়েছে ৷ সে দেশের নির্বাচন অফিসের তরফে জানানো হয়েছে, 2020 প্রেসিডেন্ট নির্বাচন মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি নিরাপদ ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.