ETV Bharat / international

নিজে কোরোনা আক্রান্ত কিনা পরীক্ষা করতে চান ট্রাম্প - Donald Trump

দেশে জাতীয় জরুরি অবস্থার কথা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প ৷ একটি সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ৷ সঙ্গে তহবিল থেকে 50 বিলিয়ন ডলার দেওয়ার কথাও বলেন তিনি ৷ পাশাপাশি নিজে কোরোনায় আক্রান্ত কিনা তাও পরীক্ষা করতে চান বলে জানান তিনি ৷

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প
author img

By

Published : Mar 14, 2020, 3:29 AM IST

Updated : Mar 14, 2020, 5:36 AM IST

ওয়াশিংটন, 14 মার্চ : কোরোনা ভাইরাস আক্রান্ত কিনা জানতে পরীক্ষা করতে চান অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সম্প্রতি ট্রাম্পের কোরোনা ভাইরাস আক্রান্ত অনেক মানুষের সংস্পর্শে আসার কারণেই এই পরীক্ষা করানো হতে পারে ৷ একটি সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি ৷ পাশাপাশি দেশে জাতীয় জরুরি অবস্থার কথাও ঘোষণা করেন ৷ বলেন, "সরকারকে নিয়ন্ত্রণমুক্ত করার জন্য আমি জাতীয় জরুরি অবস্থার ঘোষণা করছি ৷"

গত সপ্তাহান্তে ফ্লোরিডায় ট্রাম্প ও উপ-রাষ্ট্রপতি মাইক পেন্সের সঙ্গে ব্রাজ়িলের এক আধিকারিক নৈশভোজ করেন ও ছবি তোলেন ৷ সম্প্রতি জানা গেছে, ওই আধিকারিক কোরোনা আক্রান্ত ৷ তবে ট্রাম্প জানান, কোনওরকম উপসর্গ না দেখা দেওয়ায় এখনই পরীক্ষা করার দরকার নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

তিনি আরও বলেন, "আগামী আট সপ্তাহ খুবই সংকটজনক ৷ আরা শিখতে পারি এবং আমাদের" এই ভাইরাস থেকে বাঁচার রাস্তা খুঁজে বার করতে হবে ৷ কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফেডেরাল তহবিল থেকে 50 বিলিয়ন ডলার দেওয়ার কথা বলেন তিনি ৷

অ্যামেরিকার সমস্ত রাজ্যকে জরুরি অপারেশন কেন্দ্র তৈরির কথা জানিয়েছেন ট্রাম্প ৷ সরকারকে বেসরকারি সেক্টরগুলির সঙ্গে যুক্ত হয়ে "ভাইরাসের পরীক্ষা করার জন্য আমাদের ক্ষমতা আরও বাড়াতে হবে ৷" ট্রাম্প সাংবাদিক বৈঠকে বলেন, "বিভিন্ন জায়গায় অ্যামেরিকানদের প্রয়োজনে দেশের প্রত্যেকটি হাসপাতালে জরুরি পরিকল্পনা রাখার জন্য বলেছি ৷"

তিনি আরও বলেন, "আমাদের মানুষের যত্নের প্রয়োজনে যেকোনও বাধাকে সরাতে আমরা প্রস্তুত ৷ আর কোনও কিছু ছড়াবে না ৷" এই জাতীয় জরুরি অবস্থা অ্যামেরিকান স্বাস্থ্য সচিবকে বিভিন্ন হাসপাতালে অতিরিক্ত কর্মী রাখার অনুমতি প্রদান-সহ একাধিক ক্ষমতা প্রদান করবে ৷

ওয়াশিংটন, 14 মার্চ : কোরোনা ভাইরাস আক্রান্ত কিনা জানতে পরীক্ষা করতে চান অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সম্প্রতি ট্রাম্পের কোরোনা ভাইরাস আক্রান্ত অনেক মানুষের সংস্পর্শে আসার কারণেই এই পরীক্ষা করানো হতে পারে ৷ একটি সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি ৷ পাশাপাশি দেশে জাতীয় জরুরি অবস্থার কথাও ঘোষণা করেন ৷ বলেন, "সরকারকে নিয়ন্ত্রণমুক্ত করার জন্য আমি জাতীয় জরুরি অবস্থার ঘোষণা করছি ৷"

গত সপ্তাহান্তে ফ্লোরিডায় ট্রাম্প ও উপ-রাষ্ট্রপতি মাইক পেন্সের সঙ্গে ব্রাজ়িলের এক আধিকারিক নৈশভোজ করেন ও ছবি তোলেন ৷ সম্প্রতি জানা গেছে, ওই আধিকারিক কোরোনা আক্রান্ত ৷ তবে ট্রাম্প জানান, কোনওরকম উপসর্গ না দেখা দেওয়ায় এখনই পরীক্ষা করার দরকার নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

তিনি আরও বলেন, "আগামী আট সপ্তাহ খুবই সংকটজনক ৷ আরা শিখতে পারি এবং আমাদের" এই ভাইরাস থেকে বাঁচার রাস্তা খুঁজে বার করতে হবে ৷ কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফেডেরাল তহবিল থেকে 50 বিলিয়ন ডলার দেওয়ার কথা বলেন তিনি ৷

অ্যামেরিকার সমস্ত রাজ্যকে জরুরি অপারেশন কেন্দ্র তৈরির কথা জানিয়েছেন ট্রাম্প ৷ সরকারকে বেসরকারি সেক্টরগুলির সঙ্গে যুক্ত হয়ে "ভাইরাসের পরীক্ষা করার জন্য আমাদের ক্ষমতা আরও বাড়াতে হবে ৷" ট্রাম্প সাংবাদিক বৈঠকে বলেন, "বিভিন্ন জায়গায় অ্যামেরিকানদের প্রয়োজনে দেশের প্রত্যেকটি হাসপাতালে জরুরি পরিকল্পনা রাখার জন্য বলেছি ৷"

তিনি আরও বলেন, "আমাদের মানুষের যত্নের প্রয়োজনে যেকোনও বাধাকে সরাতে আমরা প্রস্তুত ৷ আর কোনও কিছু ছড়াবে না ৷" এই জাতীয় জরুরি অবস্থা অ্যামেরিকান স্বাস্থ্য সচিবকে বিভিন্ন হাসপাতালে অতিরিক্ত কর্মী রাখার অনুমতি প্রদান-সহ একাধিক ক্ষমতা প্রদান করবে ৷

Last Updated : Mar 14, 2020, 5:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.