ETV Bharat / international

এবার টিকটক নিষিদ্ধ করতে পারে অ্যামেরিকা - চিনা অ্যাপ নিষিদ্ধ করল অ্যামেরিকা

কয়েকদিন আগেই টিকটক সহ 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত । এবার সেই পথেই কি হাঁটতে চলেছে অ্যামেরিকা ? ইঙ্গিত মিলল অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় ।

trump
ট্রাম্প
author img

By

Published : Aug 1, 2020, 4:16 AM IST

Updated : Aug 1, 2020, 6:51 AM IST

ওয়াশিংটন, 1 অগাস্ট : জুলাইয়ের শুরুতেই ইঙ্গিত দিয়েছিলেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও । বলেছিলেন, টিকটক নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন । আর তাঁরা টিকটক নিষিদ্ধ করতে পারেন বলে আজ জানালেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

তিনি বলেন, "আমরা টিকটক নিষিদ্ধ করতে পারি । আমরা টিকটকের একাধিক বিকল্পের দিকে তাকিয়ে আছি ।" এর আগে বুধবার এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, "আমরা এনিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছি ।"

এদিকে অ্যামেরিকার রাজনীতিবিদদের একাংশ বারবার চিনা অ্যাপের সমালোচনা করেছেন । এটা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে বলে তাঁদের আশঙ্কা । নাগরিকদের গোপনীয়তা রক্ষার বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ করতে ইতিমধ্যেই অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবেদন করেছেন ইউ এস কংগ্রেসের 25 জন সদস্য ।

এর আগে টিকটক, ইউসি ব্রাউজ়ারের মতো 59টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত । ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং দেশের সার্বিক সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল । পরে আরও 47টি অ্যাপ নিষিদ্ধ করা হয় ।

ওয়াশিংটন, 1 অগাস্ট : জুলাইয়ের শুরুতেই ইঙ্গিত দিয়েছিলেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও । বলেছিলেন, টিকটক নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন । আর তাঁরা টিকটক নিষিদ্ধ করতে পারেন বলে আজ জানালেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

তিনি বলেন, "আমরা টিকটক নিষিদ্ধ করতে পারি । আমরা টিকটকের একাধিক বিকল্পের দিকে তাকিয়ে আছি ।" এর আগে বুধবার এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, "আমরা এনিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছি ।"

এদিকে অ্যামেরিকার রাজনীতিবিদদের একাংশ বারবার চিনা অ্যাপের সমালোচনা করেছেন । এটা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে বলে তাঁদের আশঙ্কা । নাগরিকদের গোপনীয়তা রক্ষার বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ করতে ইতিমধ্যেই অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবেদন করেছেন ইউ এস কংগ্রেসের 25 জন সদস্য ।

এর আগে টিকটক, ইউসি ব্রাউজ়ারের মতো 59টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত । ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং দেশের সার্বিক সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল । পরে আরও 47টি অ্যাপ নিষিদ্ধ করা হয় ।

Last Updated : Aug 1, 2020, 6:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.