দিল্লি, 16 মে : কোরোনা মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর দেবে অ্যামেরিকা । টুইট করে একথা জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । শুধু তাই নয়, এই পরিস্থিতিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে আছেন বলেও টুইটে জানান ।
টুইটে ট্রাম্প লেখেন, "আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে, অ্যামেরিকা ভারতকে ভেন্টিলেটর দান করবে । এই মহামারীর সময় আমরা ভারতের পাশে দাঁড়িয়ে আছি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে আছি । প্রতিষেধক টীকা আবিষ্কারেও আমরা একে অপরের সঙ্গে সহযোগিতা করছি । আমরা একসঙ্গে এই অদৃশ্য শত্রুকে পরাস্ত করব ।"
ট্রাম্প বলেন, "চলতি বছরের শেষে এই প্রতিষেধক টীকা তৈরি হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে ।" এরপরেই তিনি সংবাদমাধ্যমের সামনে ঘোষণা করেন, এই প্রতিষেধক আবিষ্কারের প্রচেষ্টাকে নেতৃত্ব দেওয়ার জন্য "অপারেশন ওয়ার্প স্পিড" প্রকল্পের আওতায় একজন প্রাক্তন ফার্মাসিউটিকাল এগজ়িকিউটিভকে নিয়োগ করা হচ্ছে ।
ট্রাম্প ইন্দো-অ্যামেরিকান বিজ্ঞানীদের "দুর্দান্ত" বলে প্রশংসা করেন । তিনি জানান, প্রতিষেধক টীকা আবিষ্কারে ভারতের সঙ্গে কাজ করছে অ্যামেরিকা । অ্যামেরিকান প্রেসিডেন্ট বলেন, "আমি সম্প্রতি ভারত থেকে ফিরেছি । আমরা ভারতের সঙ্গে কাজ করছি । অ্যামেরিকায় প্রচুর ভারতীয় রয়েছে । তাঁদের মধ্যে অনেকে এই প্রতিষেধক আবিষ্কারের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন । ওই বিজ্ঞানী ও গবেষকরা দুর্দান্ত ।"
সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে "খুব ভালো বন্ধু" বলে সম্বোধন করেন ট্রাম্প । তিনি বলেন, "ভারত অত্যন্ত মহান । আর আপনারা জানেন, সেখানকার প্রধানমন্ত্রী আমরা খুব ভালো বন্ধু ।"
ভারতকে ভেন্টিলেটর দান করার সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় হোক সেই আশাও টুইটে ব্যক্ত করেন তিনি ।
-
Thank you @POTUS @realDonaldTrump.
— Narendra Modi (@narendramodi) May 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
This pandemic is being fought collectively by all of us. In such times, it’s always important for nations to work together and do as much as possible to make our world healthier and free from COVID-19.
More power to 🇮🇳 - 🇺🇸 friendship! https://t.co/GRrgWFhYzR
">Thank you @POTUS @realDonaldTrump.
— Narendra Modi (@narendramodi) May 16, 2020
This pandemic is being fought collectively by all of us. In such times, it’s always important for nations to work together and do as much as possible to make our world healthier and free from COVID-19.
More power to 🇮🇳 - 🇺🇸 friendship! https://t.co/GRrgWFhYzRThank you @POTUS @realDonaldTrump.
— Narendra Modi (@narendramodi) May 16, 2020
This pandemic is being fought collectively by all of us. In such times, it’s always important for nations to work together and do as much as possible to make our world healthier and free from COVID-19.
More power to 🇮🇳 - 🇺🇸 friendship! https://t.co/GRrgWFhYzR
নরেন্দ্র মোদি ট্রাম্পকে উল্লেখ করে টুইটে লেখেন, "ধন্যবাদ ট্রাম্প । আমাদের সকলকে একসঙ্গে এই মহামারীর সঙ্গে লড়াই করতে হবে । দেশকে সুস্থ রাখতে ও কোরোনামুক্ত করতে এই সময়ে সবসময় দেশগুলির একসঙ্গে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ । বন্ধুত্ব আরও দৃঢ় হোক । "