ETV Bharat / international

ইরফান-ঋষির মৃ্ত্যুতে শোকপ্রকাশ অ্যামেরিকার কূটনীতিকের - শোকপ্রকাশ অ্যালিস ওয়েলসের

অ্যামেরিকার SCA- তরফে অ্যালিস ওয়েলসের টুইটের উল্লেখ করা হয় । ঋষি কাপুর ও ইরফান খানের মৃত্যুতে শোকপ্রকাশ করে অ্যালিস লেখেন, “এই সপ্তাহে দুই বলিউড তারকার মৃত্যুর খবর খুবই দুঃখজনক । দুই অভিনেতাই ভারত, অ্যামেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের দর্শকের মন জয় করেছিলেন । তাঁদের মিস করবে বিশ্ব ।”

washington
ওয়াশিংটন
author img

By

Published : May 1, 2020, 10:28 AM IST

ওয়াশিংটন, 1 মে : বলিউড অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খানের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন অ্যামেরিকার কূটনীতিবিদ অ্যালিস ওয়েলস । বললেন, বিশ্বব্যাপী দর্শকের মন জয় করেছিলেন এই দুই অভিনেতা । বিশ্ব তাঁদের সত্যিই মিস করবে ।

29 এপ্রিল মুম্বইয়ে ইরফান খান প্রয়াত হন । বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিসহ দেশর চলচ্চিত্র জগত এক অসামান্য অভিনেতাকে হারিয়ে শোকে মুহ্যমান। ক্যানসারকে পরাস্ত করে অভিনেতা যে আবার মঞ্চে এসে দাঁড়াবেন, তাঁর অনুরাগীরা এমনটাই বিশ্বাস করেছিলেন ।

অভিনেতার প্রয়াণে চলচ্চিত্র সমালোচকরাও দুঃখপ্রকাশ করেন । ইরফান তাঁর দক্ষতা এবং মেধার দ্বারা বিশ্বচলচ্চিত্রে যে পরিচিতি তৈরি করেছিলেন, তা আরও স্পষ্ট হয়ে ওঠে তাঁর মৃ্ত্যুর পর । প্রতিটি স্তরের সিনেপ্রেমীরা কিছুতেই মেনে নিতে পারছেন না এই অকালপ্রয়াণ ৷

অন্যদিকে, দুই বছর ধরে লিউকোমিয়ার সঙ্গে লড়াই করছিলেন ঋষি কাপুর । ইরফানের শোক কাটিয়ে উঠতে না উঠতেই পরদিনই ঋষি কাপুরের মৃত্যু । 30 এপ্রিল মৃত্যু হয় বলিউডের অন্যতম তারকা ঋষি কাপুরের । ববি থেকে মুলক ৷ বাণিজ্যিক থেকে অন্য ধারার ছবিতে কাপুর খানদানের সন্তানের যাত্রাও ছিল সিনেমার মতোই ৷

অ্যামেরিকার SCA- তরফে অ্যালিস ওয়েলসের টুইটের উল্লেখ করা হয় । দুই তারকার মৃত্যুতে শোকপ্রকাশ করে অ্যালিস লেখেন, “এই সপ্তাহে দুই বলিউড তারকার মৃত্যুর খবর খুবই দুঃখজনক । দুই অভিনেতাই ভারত, অ্যামেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের দর্শকের মন জয় করেছিলেন । তাঁদের সত্যিই মিস করবে বিশ্ব ।”

  • Very saddened to hear of the passing two Bollywood legends this week, Irrfan Khan @irrfank and Rishi Kapoor @chintskap. Both actors stole the hearts of audiences in America, India, and around the world and will be truly missed. AGW

    — State_SCA (@State_SCA) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়াশিংটন, 1 মে : বলিউড অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খানের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন অ্যামেরিকার কূটনীতিবিদ অ্যালিস ওয়েলস । বললেন, বিশ্বব্যাপী দর্শকের মন জয় করেছিলেন এই দুই অভিনেতা । বিশ্ব তাঁদের সত্যিই মিস করবে ।

29 এপ্রিল মুম্বইয়ে ইরফান খান প্রয়াত হন । বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিসহ দেশর চলচ্চিত্র জগত এক অসামান্য অভিনেতাকে হারিয়ে শোকে মুহ্যমান। ক্যানসারকে পরাস্ত করে অভিনেতা যে আবার মঞ্চে এসে দাঁড়াবেন, তাঁর অনুরাগীরা এমনটাই বিশ্বাস করেছিলেন ।

অভিনেতার প্রয়াণে চলচ্চিত্র সমালোচকরাও দুঃখপ্রকাশ করেন । ইরফান তাঁর দক্ষতা এবং মেধার দ্বারা বিশ্বচলচ্চিত্রে যে পরিচিতি তৈরি করেছিলেন, তা আরও স্পষ্ট হয়ে ওঠে তাঁর মৃ্ত্যুর পর । প্রতিটি স্তরের সিনেপ্রেমীরা কিছুতেই মেনে নিতে পারছেন না এই অকালপ্রয়াণ ৷

অন্যদিকে, দুই বছর ধরে লিউকোমিয়ার সঙ্গে লড়াই করছিলেন ঋষি কাপুর । ইরফানের শোক কাটিয়ে উঠতে না উঠতেই পরদিনই ঋষি কাপুরের মৃত্যু । 30 এপ্রিল মৃত্যু হয় বলিউডের অন্যতম তারকা ঋষি কাপুরের । ববি থেকে মুলক ৷ বাণিজ্যিক থেকে অন্য ধারার ছবিতে কাপুর খানদানের সন্তানের যাত্রাও ছিল সিনেমার মতোই ৷

অ্যামেরিকার SCA- তরফে অ্যালিস ওয়েলসের টুইটের উল্লেখ করা হয় । দুই তারকার মৃত্যুতে শোকপ্রকাশ করে অ্যালিস লেখেন, “এই সপ্তাহে দুই বলিউড তারকার মৃত্যুর খবর খুবই দুঃখজনক । দুই অভিনেতাই ভারত, অ্যামেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের দর্শকের মন জয় করেছিলেন । তাঁদের সত্যিই মিস করবে বিশ্ব ।”

  • Very saddened to hear of the passing two Bollywood legends this week, Irrfan Khan @irrfank and Rishi Kapoor @chintskap. Both actors stole the hearts of audiences in America, India, and around the world and will be truly missed. AGW

    — State_SCA (@State_SCA) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.