লাদাখ, 17 জুন: লাদাখে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রাখছে অ্যামেরিকা ৷ বিষয়টির শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত বলেও জানিয়েছে তারা ৷
এই বিষয়ে অ্যামেরিকা স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেন, "LAC-তে ভারত ও চিনের মধ্যে বর্তমান পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি ৷ ভারত ও চিন উভয় দেশই উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চালাতে আগ্রহী ৷ আমরাও এর শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ৷" লাদাখের গালওয়ান ভ্যালিতে চিন সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন 20 জন ভারতীয় জওয়ান ৷ চিনের 43 জন জওয়ান হতাহত হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর ।
সোমবার রাত থেকে লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । শহিদ হন তিন ভারতীয় সেনাকর্মী ৷ গুরুতর জখম হয়েছিলেন 17 জন ৷ ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ঠান্ডার কারণে ওই জখম 17 জনের মৃত্যু হয়েছে ৷ যদিও বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হচ্ছে, শহিদের সংখ্যা আরও বাড়তে পারে ৷ অন্যদিকে, এই সংঘর্ষে চিনের 43 জন হতাহত হয়েছে বলে সূত্র উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা ANI ৷ সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, "গালওয়ান ভ্যালিতে সেনা প্রত্যাহারের সময় সংঘর্ষ বাধে ৷"