ETV Bharat / international

কোরোনা মোকাবিলায় প্লাজ়মা থেরাপির অনুমতি অ্যামেরিকায় - ডোনাল্ড ট্রাম্প

নভেম্বর মাসে অ্যামেরিকায় সাধারণ নির্বাচন ৷ কোরোনার জেরে সেই নির্বাচন নিয়ে প্রবল চাপে রয়েছেন ট্রাম্প ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেন কয়েকদিন আগে ট্রাম্পকে কোরোনা ইশুতে আক্রমণ করেন ৷ ই পরিস্থিতিতে দেশে প্লাজ়মা থেরাপির অনুমতি দেওয়া হল ৷

Plasma Therapy
কোরোনা
author img

By

Published : Aug 24, 2020, 8:58 AM IST

ওয়াশিংটন, 24 অগাস্ট : প্লাজ়মা থেরাপির অনুমতি দিল অ্যামেরিকা ৷ কোরোনার জেরে এখনও পর্যন্ত সেদেশে প্রায় এক লাখ 76 হাজার জনের মৃত্যু হয়েছে ৷ এই পরিস্থিতিতে জরুরি ক্ষেত্রে প্লাজ়মা থেরাপির অনুমতি দিল ট্রাম্প প্রশাসন ৷

প্রসঙ্গত, নভেম্বর মাসে অ্যামেরিকায় সাধারণ নির্বাচন ৷ কোরোনার জেরে সেই নির্বাচন নিয়ে প্রবল চাপে রয়েছেন ট্রাম্প ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেন কয়েকদিন আগে ট্রাম্পকে কোরোনা ইশুতে আক্রমণ করেন ৷ বলেন, কোরোনা মোকাবিলায় ট্রাম্প ব্যর্থ ৷ এই পরিস্থিতিতে দেশে প্লাজ়মা থেরাপির অনুমতি দেওয়া হল ৷

প্লাজ়মা থেরাপির অনুমতি দেওয়া নিয়ে ফুড অ্যান্ড ড্রাগস বিভাগ একটি বিবৃতি জারি করে ৷ সেখানে তারা জানায়, কোভিড মোকাবিলায় প্লাজ়মা থেরাপি ফলপ্রসূ হতে পারে ৷ এই থেরাপিতে ঝুঁকির থেকেও সাফল্য পাওয়া আশা বেশি ৷ তাই অনুমতি দেওয়া হয়েছে ৷'' চিকিৎসকদের একাংশের মত, প্লাজ়মা থেরাপি অপেক্ষাকৃত শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ৷ যাতে সুবিধা হয় কোরোনা রোগীদের ৷

শুধু অ্যামেরিকা নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্লাজ়মা থেরাপির অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকদের একাংশ ৷ ফলে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে ৷ যেমন, অ্যামেরিকার এক চিকিৎসা বিজ্ঞানী এনিয়ে জানান, প্লাজ়মা থেরাপি হয়ত কার্যকর ৷ তবে ক্লিনিক্যাল ট্রায়ালে তার প্রমাণ পাওয়া এখনও বাকি ৷ তবে যারা খুব অসুস্থ তাদের ক্ষেত্রে এই থেরাপি প্রয়োগ করা ঝুঁকির ৷

ওয়াশিংটন, 24 অগাস্ট : প্লাজ়মা থেরাপির অনুমতি দিল অ্যামেরিকা ৷ কোরোনার জেরে এখনও পর্যন্ত সেদেশে প্রায় এক লাখ 76 হাজার জনের মৃত্যু হয়েছে ৷ এই পরিস্থিতিতে জরুরি ক্ষেত্রে প্লাজ়মা থেরাপির অনুমতি দিল ট্রাম্প প্রশাসন ৷

প্রসঙ্গত, নভেম্বর মাসে অ্যামেরিকায় সাধারণ নির্বাচন ৷ কোরোনার জেরে সেই নির্বাচন নিয়ে প্রবল চাপে রয়েছেন ট্রাম্প ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেন কয়েকদিন আগে ট্রাম্পকে কোরোনা ইশুতে আক্রমণ করেন ৷ বলেন, কোরোনা মোকাবিলায় ট্রাম্প ব্যর্থ ৷ এই পরিস্থিতিতে দেশে প্লাজ়মা থেরাপির অনুমতি দেওয়া হল ৷

প্লাজ়মা থেরাপির অনুমতি দেওয়া নিয়ে ফুড অ্যান্ড ড্রাগস বিভাগ একটি বিবৃতি জারি করে ৷ সেখানে তারা জানায়, কোভিড মোকাবিলায় প্লাজ়মা থেরাপি ফলপ্রসূ হতে পারে ৷ এই থেরাপিতে ঝুঁকির থেকেও সাফল্য পাওয়া আশা বেশি ৷ তাই অনুমতি দেওয়া হয়েছে ৷'' চিকিৎসকদের একাংশের মত, প্লাজ়মা থেরাপি অপেক্ষাকৃত শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ৷ যাতে সুবিধা হয় কোরোনা রোগীদের ৷

শুধু অ্যামেরিকা নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্লাজ়মা থেরাপির অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকদের একাংশ ৷ ফলে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে ৷ যেমন, অ্যামেরিকার এক চিকিৎসা বিজ্ঞানী এনিয়ে জানান, প্লাজ়মা থেরাপি হয়ত কার্যকর ৷ তবে ক্লিনিক্যাল ট্রায়ালে তার প্রমাণ পাওয়া এখনও বাকি ৷ তবে যারা খুব অসুস্থ তাদের ক্ষেত্রে এই থেরাপি প্রয়োগ করা ঝুঁকির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.